হাওড়া, 4 জুন : হাওড়ায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সংক্রমণের নিরিখে কলকাতার পরই হাওড়া জেলার স্থান । সেই জেলায় এখনও পর্যন্ত আক্রান্ত 1 হাজার 214 জন । যার মধ্যে পরিযায়ী শ্রমিক রয়েছেন 231 জন । হাওড়া জেলায় গত 30 মে পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা ছিল 982। শেষ 72 ঘন্টায় আরও বেড়েছে আক্রন্তের সংখ্যা ।
হাওড়া জেলার পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগজন মহারাষ্ট্র থেকে ফিরেছেন । হাওড়ার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক যারা ফিরেছেন তাঁদের মধ্যেও 231 জন কোরোনায় আক্রান্ত । যার মধ্যে 126 জন হাওড়া গ্রামীণ এলাকার বাসিন্দা । গত ২৪ ঘন্টায় একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর। জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল 34।
এতদিন পর্যন্ত করোনা সংক্রমণের হার বেশি ছিল হাওড়া শহর এলাকায় । কিন্তু, গ্রামীণ এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তা বাড়ছে প্রশাসনের । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামীণ এলাকাতেও কোয়ারানটিন সেন্টার খোলা হয়েছে । পরিযায়ী শ্রমিকদের সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে ।
তবে সেন্টারগুলি নিয়ে ক্ষুব্ধ আবাসিকরা । তাঁদের অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থা সেন্টারগুলিতে । পর্যাপ্ত নয় চিকিৎসা ও টেস্টের ব্যবস্থা ।