ETV Bharat / state

Nabanna Abhiyan for DA: হাইকোর্টের নির্দেশ নেমে নবান্ন অভিযান রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের - DA Rally

হাওড়াতে বাম প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের মিছিল । রাজ্য সরকারকে ধিক্কার দেওয়ার স্লোগানে মুখরিত রাজপথ ।

DA Rally
সরকারি কর্মীদের মিছিল
author img

By

Published : May 4, 2023, 9:31 PM IST

নবান্ন অভিযান রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের

হাওড়া, 4 মে: দীর্ঘ টানাপোড়েনের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে নবান্ন অভিযান কর্মসূচি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের । হাওড়ায় বৃহস্পতিবার এই মিছিল করল তারা ৷ বকেয়া মহার্ঘ ভাতা-সহ তিন দফা দাবিতে এই নবান্ন অভিযানের ডাক দেয় বাম প্রভাবিত সরকারি কর্মীরা ৷ এ দিনের এই আন্দেলনের কর্মীরা ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিল করতে চেয়ে আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । যদিও পুলিশের পক্ষ থেকে মেলেনি অনুমতি ।

এরপর অনুমতির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয় কর্মী সংগঠনগুলি । অবশেষে বুধবার মিছিলের রুট পরিবর্তন করে নবান্ন অভিযানে অনুমতি দেয় আদালত । বিচারপতি রাজাশেখর মান্থা প্রশাসনকে রীতিমতো ভর্ৎসনা করে এই মিছিলের অনুমতি দেন । তারপর বৃহস্পতিবার ফেরিঘাট থেকে বঙ্কিমসেতু হয়ে মহাত্মা গান্ধি রোড পেরিয়ে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করল সরকারি কর্মীদের সংগঠনগুলি । যদিও তাঁদের পূর্ব নির্ধারিত মিছিলের রুট বদল করেই হাইকোর্টের নির্দেশ মেনে এই পথ দিয়েই যেতে হয়েছে এ দিনের মিছিলগুলিকে ।

প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরে মহার্ঘ ভাতার দাবিতে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা । 4 মে অর্থাৎ আজ নবান্ন অভিযান করার অনুমতি চেয়ে তারা এর আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । যদিও পুলিশ প্রশাসনের কাছে ধর্মতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি না পেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয় যৌথ মঞ্চ । মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় । অনুমতি না দেওয়া প্রসঙ্গে রাজ্য জানায়, যে রুটে মিছিল করার কথা বলা হচ্ছে তা অত্যন্ত ব্যস্ত এলাকা । ওই এলাকাতে অবস্থিত বিভিন্ন স্কুলের ছুটি হয় এই সময় ৷ শুধু তাই নয়, এই মিছিলের দরুন ওই রুটে ট্র্যাফিক সমস্যা হতে পারে ।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, ওই রুটেই রয়েছে রাজভবন ও হাইকোর্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ ভবন । তাই এই মিছিল ওই রাস্তা দিয়ে হলে কার্যত কলকাতা নগরী অবরুদ্ধ হয়ে পড়বে । এছাড়াও নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ সকলের ভোগান্তি বাড়বে বলে দাবি করা হয়েছিল রাজ্যের তরফে । তাই নতুন নির্ধারিত রুটে মেলে মিছিলের অনুমতি । বৃহস্পতিবার এই মিছিলে তিনটি দাবিকে সামনে রাখা হয় । যার মধ্যে ছিল, বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে দেওয়া হোক । পাশাপাশি দ্রুত রাজ্যে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে । এছাড়াও সাম্প্রদায়িক বিভাজন বন্ধ করার ডাক দেওয়া হয় এই মিছিল থেকে ।

আরও পড়ুন: রুটে বদল এনে মহার্ঘভাতার দাবিতে মিছিলে অনুমতি হাইকোর্টের

নবান্ন অভিযান রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের

হাওড়া, 4 মে: দীর্ঘ টানাপোড়েনের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে নবান্ন অভিযান কর্মসূচি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের । হাওড়ায় বৃহস্পতিবার এই মিছিল করল তারা ৷ বকেয়া মহার্ঘ ভাতা-সহ তিন দফা দাবিতে এই নবান্ন অভিযানের ডাক দেয় বাম প্রভাবিত সরকারি কর্মীরা ৷ এ দিনের এই আন্দেলনের কর্মীরা ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিল করতে চেয়ে আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । যদিও পুলিশের পক্ষ থেকে মেলেনি অনুমতি ।

এরপর অনুমতির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয় কর্মী সংগঠনগুলি । অবশেষে বুধবার মিছিলের রুট পরিবর্তন করে নবান্ন অভিযানে অনুমতি দেয় আদালত । বিচারপতি রাজাশেখর মান্থা প্রশাসনকে রীতিমতো ভর্ৎসনা করে এই মিছিলের অনুমতি দেন । তারপর বৃহস্পতিবার ফেরিঘাট থেকে বঙ্কিমসেতু হয়ে মহাত্মা গান্ধি রোড পেরিয়ে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করল সরকারি কর্মীদের সংগঠনগুলি । যদিও তাঁদের পূর্ব নির্ধারিত মিছিলের রুট বদল করেই হাইকোর্টের নির্দেশ মেনে এই পথ দিয়েই যেতে হয়েছে এ দিনের মিছিলগুলিকে ।

প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরে মহার্ঘ ভাতার দাবিতে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা । 4 মে অর্থাৎ আজ নবান্ন অভিযান করার অনুমতি চেয়ে তারা এর আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । যদিও পুলিশ প্রশাসনের কাছে ধর্মতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি না পেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয় যৌথ মঞ্চ । মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় । অনুমতি না দেওয়া প্রসঙ্গে রাজ্য জানায়, যে রুটে মিছিল করার কথা বলা হচ্ছে তা অত্যন্ত ব্যস্ত এলাকা । ওই এলাকাতে অবস্থিত বিভিন্ন স্কুলের ছুটি হয় এই সময় ৷ শুধু তাই নয়, এই মিছিলের দরুন ওই রুটে ট্র্যাফিক সমস্যা হতে পারে ।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, ওই রুটেই রয়েছে রাজভবন ও হাইকোর্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ ভবন । তাই এই মিছিল ওই রাস্তা দিয়ে হলে কার্যত কলকাতা নগরী অবরুদ্ধ হয়ে পড়বে । এছাড়াও নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ সকলের ভোগান্তি বাড়বে বলে দাবি করা হয়েছিল রাজ্যের তরফে । তাই নতুন নির্ধারিত রুটে মেলে মিছিলের অনুমতি । বৃহস্পতিবার এই মিছিলে তিনটি দাবিকে সামনে রাখা হয় । যার মধ্যে ছিল, বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে দেওয়া হোক । পাশাপাশি দ্রুত রাজ্যে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে । এছাড়াও সাম্প্রদায়িক বিভাজন বন্ধ করার ডাক দেওয়া হয় এই মিছিল থেকে ।

আরও পড়ুন: রুটে বদল এনে মহার্ঘভাতার দাবিতে মিছিলে অনুমতি হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.