কলকাতা, 14 জানুয়ারি: দেশজুড়ে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ফেলেছে বলে মঙ্গলবার নবান্নের প্রি বাজেট ইন্টারেক্টিভ সেশনে দাবি করল বণিকসভাগুলি ৷ এদিন, নবান্নে, অর্থমন্ত্রী অমিত মিত্র জানান যে বণিকসভাগুলি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি ও দেশের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে ইন্টারেক্টিভ সেশনে উদ্বেগ প্রকাশ করেছে ।
মঙ্গলবার নবান্নে প্রি বাজেট ইন্টারেক্টিভ সেশনে বণিকসভাগুলির সঙ্গে রাজ্যের তরফে রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয় ৷ আগামীতে কোন কোন বিষয়ে রাজ্যের নজরদারীর প্রয়োজন, সেই নিয়ে বণিকসভাগুলির কর্তাদের তরফে পরামর্শ দেওয়া হয় রাজ্যের অর্থমন্ত্রককে৷ পাশাপাশি তারা জানিয়েছে যে রাজ্যে উদ্যোগপতি বাড়াতে সহযোগিতা করবে বণিকসভাগুলি ৷ এছাড়াও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও তাঁদের সামাজিক সুরক্ষার উপরেও জোর দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে৷ আগামী রাজ্য বাজেটে এই বিষয়গুলির প্রতিফলন দেখা যেতে পারে বলে মন্তব্য অমিত মিত্রের ।
এদিন অমিত মিত্র বলেন, "GST-এর কারণে আমরা বিপদে আছি৷ সারা দেশের এক অবস্থা৷ 2015-2016 এর নিয়ম অনুযায়ী, GST-এর দ্বারা করের হারের বৃদ্ধি যদি 14%-এর কম হয় তাহলে সরকারকে সেটার ক্ষতিপূরণ দিতে হবে৷ কিন্তু সেই টাকা ঠিকমত দিচ্ছে না কেন্দ্রীয় সরকার । বর্তমানে ওই টাকা অত্যন্ত প্রয়োজনীয়৷"