হাওড়া, 21 জুলাই: নিয়ন্ত্রণে হাওড়ার মঙ্গলাহাটের আগুন ৷ প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে হাওড়ার অগ্নিকাণ্ড ৷ দমকলের 18টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ বৃহস্পতিবার রাত সাড়ে 12টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার থানা এলাকার পোড়াহাটে ৷ মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ নেয় ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েকশ’ কাপড়ের দোকান ৷ 21 জুলাইয়ের আগের রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷
ব্যবসায়ীদের অভিযোগ, পোড়াহাট এলাকাতেই মঙ্গলাহাটের একাংশ ৷ সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে ৷ অধিকাংশ দোকান বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্য আগুন ছড়িয়ে পড়ে ৷ দোকানে জামা- কাপড় মজুত থাকায় তা সহজেই ছড়িয়ে পড়ে ৷ ব্যবসায়ীদের অভিযোগ, চক্রান্ত করে আগুন লাগানো হয়েছে ৷ শান্তিরঞ্জন দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে আগুনে লাগিয়ে দেওয়ার অভিযোগ ৷ ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই হাটের মালিকানা নিয়ে মামলা চলছে আদালতে ৷ সেই মামলায় জড়িত আছেন শান্তিরঞ্জন বাবুও ৷ তিনিও নিজেকে হাটের একাংশের মালিক বলে দাবি করেছেন ৷ ব্যবসায়ীদের হাট থেকে উৎখাত করতেই এই চক্রান্ত ৷ একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানালেও কোনও কাজ হয়নি এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের ৷
আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঝামেলা, কলকাতার অফিসে গায়ে কেরোসিন ঢেলে আগুন দুই সন্তানের বাবার
বহু বছরের পুরনো হাওড়ার মঙ্গলাহাট ৷ এই হাটে ছোটবড় মিলিয়ে 5000 হাজার ব্যবসায়ী ৷ অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সমস্ত ব্যবসায়ীরা ৷ এর আগেও 1987 সালের 21 নভেম্বর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ ব্যপক ক্ষতি গ্রস্ত হয়েছিল ব্যবসায়ীরা ৷ তারপর থেকেই এই হাটের নাম পোড়া হাট ৷ আবারও 21 জুলাই অগ্নিকাণ্ড ৷ মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির যুগ্ন সম্পাদক সাগর জয়সওয়াল বলেন, "এই হাট দীর্ঘ দিনের পুরনো ৷ হাটের মালিকানা নিয়ে জনৈক শান্তি রঞ্জন দে-র সঙ্গে বিরোধ ব্যবসায়ীদের ৷ তার নিয়ে মামলা ৷ হাট থেকে ব্যবসায়ীদের বঞ্চিত করতেই এই আগুন লাগানো হয়েছে ৷ "