ETV Bharat / state

নবান্নের সামনে মদ্যপান, প্রতিবাদ করায় খুনের হুমকি

author img

By

Published : Aug 7, 2019, 7:08 PM IST

নবান্নের সমানে মদ্যপান ৷ প্রতিবাদ করায় খুনের হুমকি ৷ ঘটনায় গ্রেপ্তার 1 ৷ তবে রাজ্যের প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷

নবান্ন

হাওড়া, 7 অগাস্ট : নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে মদ্যপান ৷ প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাকে হেনস্থা ৷ এমন কী খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ ৷ হাওড়ার মন্দিরতলার দক্ষিণ পাড়া এলাকার ঘটনা ৷ নিগৃহীত ওই ব্যক্তি স্থানীয় শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

সোমবার (5 অগাস্ট) রাতে স্থানীয় বাসিন্দা অমিত সামন্ত (প্রাক্তন বক্সার)-র বাড়ির সামনে একটি টোটোতে বসে প্রকাশ্যে মদ্যপান করছিল চার যুবক ৷ দেখতে পেয়ে অমিতবাবু ওই যুবকদের মদ খেতে নিষেধ করেন ৷ অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালজ শুরু করে ওই যুবকরা ৷ আওয়াজ শুনে ছুটে আসেন অমিতবাবুর ছেলে অরিন্দম সামন্ত ৷ আসেন প্রতিবেশীরাও ৷ যুবকদের সঙ্গে বচসা বাধে অরিন্দমবাবুর ৷ উত্তেজনা ছড়ায় ৷ অমিতবাবু 100 নম্বর ডায়াল করেন ৷ ফোনের ওপার থেকে শ্রীপুর থানায় যোগাযোগ করতে বলা হয় ৷ একটি নম্বরও দেওয়া হয় তাঁকে৷ ওই নম্বরে ফোন করলে শ্রীপুর থানার পক্ষ থেকে জানানো হয় এখনই পুলিশ পাঠানো হচ্ছে ৷ এরই মধ্যে ওই যুবকরা ফোন করে আরও কয়েকজনকে ডেকে পাঠায় ৷ অন্য একটি টোটোতে করে আরও কয়েকজন ঘটনাস্থানে আসে ৷ এতে স্বভাবতই সবাই ভয় পেয়ে যায় ৷ স্থানীয়দের সঙ্গে তাদের বচসা বাধে ৷ এরই মধ্যে ওই যুবকদের একজন একটি মদের বোতলের ভাঙা টুকরো নিয়ে চড়াও হয় অরিন্দমবাবুর উপরে ৷ খুনের হুমকি দেয় ৷ পরিস্থিতি জটিল হতে দেখে ছেলেকে বাঁচাতে নিজের সার্ভিস রিভলবার থেকে শূন্যে গুলি চালান তিনি । এতে ওই যুবকরা ভয় পায় ৷ পিছু হঠে তারা ৷

পরে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অরিন্দমবাবুর পরিবারের তরফে । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

তবে রাজ্যের প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷ কারণ কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের যৌথ নিরাপত্তা বলয়ের মধ্যে ওই এলাকা ৷ সেই আঁটসাট নিরাপত্তার ফাঁক ফোকর দিয়ে কী ভাবে সেই এলাকায় প্রকাশ্যে মদ্যপান করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন ।

হাওড়া, 7 অগাস্ট : নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে মদ্যপান ৷ প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাকে হেনস্থা ৷ এমন কী খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ ৷ হাওড়ার মন্দিরতলার দক্ষিণ পাড়া এলাকার ঘটনা ৷ নিগৃহীত ওই ব্যক্তি স্থানীয় শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

সোমবার (5 অগাস্ট) রাতে স্থানীয় বাসিন্দা অমিত সামন্ত (প্রাক্তন বক্সার)-র বাড়ির সামনে একটি টোটোতে বসে প্রকাশ্যে মদ্যপান করছিল চার যুবক ৷ দেখতে পেয়ে অমিতবাবু ওই যুবকদের মদ খেতে নিষেধ করেন ৷ অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালজ শুরু করে ওই যুবকরা ৷ আওয়াজ শুনে ছুটে আসেন অমিতবাবুর ছেলে অরিন্দম সামন্ত ৷ আসেন প্রতিবেশীরাও ৷ যুবকদের সঙ্গে বচসা বাধে অরিন্দমবাবুর ৷ উত্তেজনা ছড়ায় ৷ অমিতবাবু 100 নম্বর ডায়াল করেন ৷ ফোনের ওপার থেকে শ্রীপুর থানায় যোগাযোগ করতে বলা হয় ৷ একটি নম্বরও দেওয়া হয় তাঁকে৷ ওই নম্বরে ফোন করলে শ্রীপুর থানার পক্ষ থেকে জানানো হয় এখনই পুলিশ পাঠানো হচ্ছে ৷ এরই মধ্যে ওই যুবকরা ফোন করে আরও কয়েকজনকে ডেকে পাঠায় ৷ অন্য একটি টোটোতে করে আরও কয়েকজন ঘটনাস্থানে আসে ৷ এতে স্বভাবতই সবাই ভয় পেয়ে যায় ৷ স্থানীয়দের সঙ্গে তাদের বচসা বাধে ৷ এরই মধ্যে ওই যুবকদের একজন একটি মদের বোতলের ভাঙা টুকরো নিয়ে চড়াও হয় অরিন্দমবাবুর উপরে ৷ খুনের হুমকি দেয় ৷ পরিস্থিতি জটিল হতে দেখে ছেলেকে বাঁচাতে নিজের সার্ভিস রিভলবার থেকে শূন্যে গুলি চালান তিনি । এতে ওই যুবকরা ভয় পায় ৷ পিছু হঠে তারা ৷

পরে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অরিন্দমবাবুর পরিবারের তরফে । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

তবে রাজ্যের প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷ কারণ কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের যৌথ নিরাপত্তা বলয়ের মধ্যে ওই এলাকা ৷ সেই আঁটসাট নিরাপত্তার ফাঁক ফোকর দিয়ে কী ভাবে সেই এলাকায় প্রকাশ্যে মদ্যপান করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন ।

Intro:রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবন নবান্নের থেকে ঢিল ছোড়া দুরত্বে প্রকাশ্যে মদ্যপান। প্রতিবাদ করায় হেনস্থা ও খুনের হুমকি এক ব্যক্তিকে। গত পরশু রাতের এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য হাওড়া শহরের মন্দিরতলা এলাকায়। নিগৃগীতের নাম অরিন্দম সামন্ত। এবিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় শিবপুর থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Body:মদ খাওয়ার প্রতিবাদ করায় ঝামেলা। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবন নবান্নের কাছে দক্ষিণ পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, গত পরশু রাতে এই এলাকাতেই একটি টোটো তে বসে প্রকাশ্যেই মদ্যপান করছিল স্থানীয় দুই যুবক। তখন ওই এলাকারই বাসিন্দা অরিন্দম সামন্ত এর প্রতিবাদ করেন। কিন্তু অভিযোগ, ওই দুই যুবক মদ্যপ অবস্থায় তার উপর হামলা চালায় বলে। পুলিশে জানানোর কথা বলতে আরো বেশি লোক নিয়ে তারা চড়াও হয় বলে অভিযোগ। তখনই অরিন্দম সামন্তের বাবা প্রাক্তন বক্সার অমিত সামন্ত ছেলেকে বাঁচাতে নিজের সার্ভিস রিভলবার থেকে শূন্যে গুলি চালায়। এদিকে এরপরই স্থানীয় শিবপুর থানার লিখিত অভিযোগ দায়ের করা হয় অরিন্দমবাবুর পরিবারের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাড়ির সামনে গালিগালাজ করার সময় অরিন্দম বাবু মোবাইলে সেই ছবি তুলে রাখেন।
উল্লেখ্য, এই ঘটনার পর হাওড়া শহরের মন্দিরতলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের যৌথ নিরাপত্তা বলয়ে থাকে এই এলাকা। সেই আঁটোসাঁটো নিরাপত্তার ফাঁক ফোকর দিয়ে কিভাবে সেই এলাকায় প্রকাশ্যে মদ্যপান করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.