হাওড়া, 24 জানুয়ারি: রাত তখন 9টা হবে ৷ অন্যান্য দিনের মতোই সোমবার টিউশন পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল দশম শ্রেণির পড়ুয়া রুম্পা (নাম পরিবর্তিত)৷ বাবা তাকে রোজই নিতে আসত ৷ তার আসার সময়ও হয়ে গিয়েছিল ৷ এই সময় মাঝপথে রুম্পাকে আটকায় পাড়ার তিন মদ্যপ যুবক ৷ বাবা বাবা করে চিৎকার শুরু করে সে ৷ দূর থেকে মেয়ের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে আসেন বাবা অজিত (নাম পরিবর্তিত) ৷ মেয়ের সঙ্গে এহেন কাজের প্রতিবাদ করেন ৷ এরপরই রুম্পাকে ছেড়ে দিয়ে তার বাবাকে টানতে টানতে মাঠের দিকে নিয়ে চলে যায় অভিযুক্ত পাড়ারই তিন যুবক ৷ রুম্পা দ্রুত বাড়ি গিয়ে তার মাকে সব কথা জানায় ৷ এরপর স্থানীয় এক বাসিন্দা তাদের বাড়িতে খবর দেয় ৷ ঘটনাস্থলে এসে দেখা যায় একটি ধানজমির আলের উপর অজিতবাবু (35) অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ৷ তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Howrah News)৷
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর ব্লক এলাকায় ৷ মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত যুবকদের মারধরের জেরেই মৃত্যু হয়েছে অজিতবাবুর ৷ এই ঘটনার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ৷ তদন্তে নেমে শ্যামপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ । দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলেই ৷ এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী ।
আরও পড়ুন : রাস্তায় পিছু নিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি ! গ্রেফতার অধ্য়াপক