কলকাতা, 23 জুন: মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) এখনও কাটেনি ৷ বরং যত সময় যাচ্ছে, তা আরও তীব্র আকার ধারণ করেছে ৷ এই অবস্থায় শিবসেনা (Shiv Sena) প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বিজেপি-কে আক্রমণ করে তিনি বলেন, "গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ৷ আমি এই ঘটনায় হতাশ ৷ মহারাষ্ট্র সরকারের বিচার পাওয়া উচিত ৷" মমতার মতে, বিজেপি গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিতে চাইছে !
এখানেই শেষ নয়, বাংলার মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, "এই মুহূর্তে বিজেপি-র কাছে এক লক্ষ ভোট কম রয়েছে ৷ আর সেই কারণেই এই সময় তারা মহারাষ্ট্র সরকারকে অনৈতিকভাবে বিব্রত করার চেষ্টা করছে ৷ এটি অসাংবিধানিক পদ্ধতি ৷ আমার প্রশ্ন, এত টাকা ওরা পাচ্ছে কী করে ! তাহলে কি এটা হাওলার টাকা ? জানি না ওদের সিবিআই, ইডি দিয়ে গ্রেফতার করা হয়েছে কি না ! আমার দলের 200 জনকে ইডি নোটিশ দিয়েছে ৷ আমি জানি, তাঁরা দোষী নন ৷ বিজেপি কোটি কোটি টাকা বণ্টন করে এই যে বিধায়ক কিনছে, এটা কি দুর্নীতি নয় ? বিজেপি-র সবাই ধোয়া তুলসী পাতা ? যাঁরা টাকা দিয়ে বিধায়ক কিনছেন, তাঁদের শাস্তি দেবে কে?"
আরও পড়ুন: Mamata Banerjee: আইপিএসদের সমতুল্য সুযোগ সুবিধা পাবেন ডব্লিউবিপিএস আধিকারিকরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহারাষ্ট্রের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মমতা আরও বলেন, "আমি অসমকে দোষ দিচ্ছি না ৷ কিন্তু, সেখানে ভয়াবহ বন্যা হয়েছে ৷ সেই বন্যা মোকাবিলার বদলে তারা কেন অসম সরকারকে বিব্রত করেছে ! এটা মানুষের জন্য কাজ করার সময় ৷ এমন একটা সময় কেন বিধায়ক কিনে অসমে পাঠানো হচ্ছে ? প্রয়োজনে এখানে পাঠান ! গণতন্ত্রের স্বার্থেই তাঁদের আপ্য়ায়ন করব এবং নিরাপত্তা দেব !"
মমতার ভাষায়, "এই মুহূর্তে মহারাষ্ট্রের পরিস্থিতি খুব 'শকিং' !" তিনি বলেন, "বিরোধী কণ্ঠকে কোনওভাবেই রোখা যাবে না ৷ বিজেপি-র শাসনে বিরোধী দলগুলি অস্তিত্ব সংকটে ভুগছে ! বিরোধিতা করলেই যেভাবে তা দমন করা হচ্ছে, সেটা নিন্দনীয় ! প্রতিবাদ করলেই দল ভাঙানোর চেষ্টা হচ্ছে ! এই ঘটনা কখনওই কাম্য নয় ৷ ভুলে গেলে চলবে না, একদিন বিজেপি-ও ভাঙতে পারে ৷ তখন তাদের কী হবে ! বাংলায় সামান্য কিছু ঘটলেই মানবাধিকার কমিশন, সিবিআই, ইডি পাঠাচ্ছে ! কিন্তু, বিজেপি-র রাজ্যগুলিতে কী হচ্ছে ! সেটাও খোলসা করতে হবে ৷"
গেরুয়া শিবিরের উদ্দেশে মমতার তোপ, "ভুলে যাবেন না, একদিন আপনাদেরও যেতে হবে ৷ কাল যখন আপনারা যাবেন, তখন আপনাদের আর কিছুই থাকবে না ৷ মহারাষ্ট্রে যা চলছে, তা মেনে নেওয়া যায় না ৷ মহারাষ্ট্র সরকারের বিচার পাওয়া উচিত ৷"