ETV Bharat / state

Local Train Derailed: লাইনচ্যুত আপ হাওড়া-আমতা লোকাল, ব্যাহত ট্রেন চলাচল

বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয় হাওড়া-আমতা লোকাল ট্রেন ৷ এই ঘটনার পরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়, কয়েকটি ট্রেন বাতিল হয়েছে ৷ রেলের তরফে হতাহতের খবর নেই বলেই জানান হয়েছে (Howrah-Amta local derailed) ৷

ETV Bharat
হাওড়া আমতা লোকাল
author img

By

Published : Feb 23, 2023, 4:21 PM IST

হাওড়া আমতা লোকাল

হাওড়া, 23 ফেব্রুয়ারি: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় একটি লোকাল ট্রেন বেলাইন হওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল ৷ এরজন্য বৃহস্পতিবার ট্রেন চলাচল ব্যহত হয় এই রুটে ৷ এদিন দুপুর 12টা 50 মিনিটে 38909 আপ হাওড়া-আমতা লোকাল ট্রেনের তিনটি কোচ হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। তবে বড় কোনও দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি (Hawrah local train derailed) ৷

জানা গিয়েছে, এদিন ট্রেনটি মাজু স্টেশনে প্রবেশ করার আগে জগৎবল্লভপুরের যাদববাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই ৷ তবে ঘটনার পর আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেহেতু ট্রেনটি স্টেশনে প্রবেশ করবে বলে কিছুটা দূর থেকেই গতি কম করে এগোচ্ছিল, তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

আরও পড়ুন: জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিকের জন্য নবান্নের 19 দফা নির্দেশিকা

এই ঘটনার পরেই বন্ধ হয়ে যায় হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল ৷ বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে বলেও খবর । তবে এখনও পর্যন্ত ক'টি ট্রেন বাতিল করা হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি । ট্রেনের কোচগুলিকে সেখান থেকে সরিয়ে না-নেওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷ ইতিমধধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ এছাড়াও একটি অ্যাকসিডেন্ট রিলিফ বা উদ্ধারকারী ট্রেন পাঠান হয়েছে ঘটনাস্থলে ।একটি মেডিক্যাল টিম ও পাঠানো হয়েছে । খোলা হয়েছে হেল্প ডেস্ক ৷

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানান হয়েছে, এই ঘটনার পর যাত্রীদের তাঁদের গন্তব্যে পাঠানোর জন্য পরিবহণের ব্যবস্থা করে হয়েছে ৷ যাত্রীদের সুবিধার জন্য হেল্পডেস্ক নম্বর খোলা হয়েছে । সেগুলি হল, দক্ষিণপূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে লাইন জুতো ট্রেনটির যাত্রীদের নিজে নিজে গন্তব্যে পাঠানোর জন্য স্থানীয় পরিবহণ ব্যবস্থা দেওয়া হয়েছে। শালিমার- 9836221533, সাঁতরাগাছি- 7595073970,আমতা-9563682759, হাওড়া-03326382217 ৷

হাওড়া আমতা লোকাল

হাওড়া, 23 ফেব্রুয়ারি: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় একটি লোকাল ট্রেন বেলাইন হওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল ৷ এরজন্য বৃহস্পতিবার ট্রেন চলাচল ব্যহত হয় এই রুটে ৷ এদিন দুপুর 12টা 50 মিনিটে 38909 আপ হাওড়া-আমতা লোকাল ট্রেনের তিনটি কোচ হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। তবে বড় কোনও দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি (Hawrah local train derailed) ৷

জানা গিয়েছে, এদিন ট্রেনটি মাজু স্টেশনে প্রবেশ করার আগে জগৎবল্লভপুরের যাদববাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই ৷ তবে ঘটনার পর আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেহেতু ট্রেনটি স্টেশনে প্রবেশ করবে বলে কিছুটা দূর থেকেই গতি কম করে এগোচ্ছিল, তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

আরও পড়ুন: জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিকের জন্য নবান্নের 19 দফা নির্দেশিকা

এই ঘটনার পরেই বন্ধ হয়ে যায় হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল ৷ বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে বলেও খবর । তবে এখনও পর্যন্ত ক'টি ট্রেন বাতিল করা হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি । ট্রেনের কোচগুলিকে সেখান থেকে সরিয়ে না-নেওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷ ইতিমধধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ এছাড়াও একটি অ্যাকসিডেন্ট রিলিফ বা উদ্ধারকারী ট্রেন পাঠান হয়েছে ঘটনাস্থলে ।একটি মেডিক্যাল টিম ও পাঠানো হয়েছে । খোলা হয়েছে হেল্প ডেস্ক ৷

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানান হয়েছে, এই ঘটনার পর যাত্রীদের তাঁদের গন্তব্যে পাঠানোর জন্য পরিবহণের ব্যবস্থা করে হয়েছে ৷ যাত্রীদের সুবিধার জন্য হেল্পডেস্ক নম্বর খোলা হয়েছে । সেগুলি হল, দক্ষিণপূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে লাইন জুতো ট্রেনটির যাত্রীদের নিজে নিজে গন্তব্যে পাঠানোর জন্য স্থানীয় পরিবহণ ব্যবস্থা দেওয়া হয়েছে। শালিমার- 9836221533, সাঁতরাগাছি- 7595073970,আমতা-9563682759, হাওড়া-03326382217 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.