ETV Bharat / state

ভোট করাতে রাষ্ট্রসংঘের ফোর্স ! কেন্দ্রীয় বাহিনী নিয়ে হিরণের মন্তব্যে কী বললেন ফিরহাদ - FIRHAD HAKIM

কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে বলে মন্তব্য করেন হিরণ চট্টোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম ৷

Firhad Hakim
হিরণ চট্টোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 2:20 PM IST

কলকাতা, 10 নভেম্বর: রাষ্ট্রসংঘের বাহিনী এনে ভোট করা দরকার ! কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়ে এই ভাষাতেই তাঁকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

মেদিনীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় । তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে । তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিলেন কলকাতার মেয়র ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য (ইটিভি ভারত)

ফিরহাদ বলেন, "তাহলে ভোটে তো ইউএন ফোর্স আনার দরকার আছে । নাচতে না জানলে উঠোন বাঁকা । নির্বাচন শুধু তারাই করতে পারে, যাদের পায়ের তলায় মাটি আছে । মানুষের সঙ্গে যোগাযোগ আছে । নরেন্দ্র মোদি, অমিত শাহ এসে বললে নির্বাচন হয় না । 40 বছর এলাকায় মানুষকে পরিষেবা দিচ্ছি ৷ আপনি এসে বললে সেই মানুষ আপনাকে ভোট দিয়ে দেবে, এত সহজ নয় । সিবিআই চারবার বাড়ি পাঠিয়ে ভোট হয় না । ভোট হয় আমি মানুষের জন্য কী করেছি সেটার উপর ।"

Firhad Hakim
ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

আগামী 13 নভেম্বর রাজ্যের ছ'টি বিধানসভায় উপনির্বাচন হবে । যার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভাও । বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে শনিবার প্রচারে যান হিরণ চট্টোপাধ্যায় । সেখানে তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, "কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিলে 6টি আসনে সব কটায় জিতব আমরা । কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না তাই ভোট লুঠ হচ্ছে ।"

তিনি এরপরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়ান । খড়গপুর সদরের বিধায়ক বলেন, "পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস । কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে । আমাদের ভোট করতে দেয়নি । তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?"

Firhad Hakim
ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার উস্তিতে দলীয় অফিস থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে শনিবার ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীকে খুনের অভিযোগ তোলে বিজেপি । কল্যাণী এইমসে বিজেপি কর্মীর ময়নাতদন্ত করার দাবি জানান মৃতের স্ত্রী । এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "এরা সবই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে । কিন্তু সব অভিযোগ মিথ্যা হয়ে যায় । সন্দেশখালির ঘটনা থেকে অভিযোগ করে আসছে । বাংলায় নিরপেক্ষ তদন্ত হয় । পুলিশের নিরপেক্ষতা আছে, সেটা আরজি করের ঘটনার তদন্ত দেখেও বোঝা যায় ।"

কলকাতা, 10 নভেম্বর: রাষ্ট্রসংঘের বাহিনী এনে ভোট করা দরকার ! কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়ে এই ভাষাতেই তাঁকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

মেদিনীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় । তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে । তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিলেন কলকাতার মেয়র ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য (ইটিভি ভারত)

ফিরহাদ বলেন, "তাহলে ভোটে তো ইউএন ফোর্স আনার দরকার আছে । নাচতে না জানলে উঠোন বাঁকা । নির্বাচন শুধু তারাই করতে পারে, যাদের পায়ের তলায় মাটি আছে । মানুষের সঙ্গে যোগাযোগ আছে । নরেন্দ্র মোদি, অমিত শাহ এসে বললে নির্বাচন হয় না । 40 বছর এলাকায় মানুষকে পরিষেবা দিচ্ছি ৷ আপনি এসে বললে সেই মানুষ আপনাকে ভোট দিয়ে দেবে, এত সহজ নয় । সিবিআই চারবার বাড়ি পাঠিয়ে ভোট হয় না । ভোট হয় আমি মানুষের জন্য কী করেছি সেটার উপর ।"

Firhad Hakim
ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

আগামী 13 নভেম্বর রাজ্যের ছ'টি বিধানসভায় উপনির্বাচন হবে । যার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভাও । বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে শনিবার প্রচারে যান হিরণ চট্টোপাধ্যায় । সেখানে তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, "কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিলে 6টি আসনে সব কটায় জিতব আমরা । কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না তাই ভোট লুঠ হচ্ছে ।"

তিনি এরপরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়ান । খড়গপুর সদরের বিধায়ক বলেন, "পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস । কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে । আমাদের ভোট করতে দেয়নি । তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?"

Firhad Hakim
ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার উস্তিতে দলীয় অফিস থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে শনিবার ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীকে খুনের অভিযোগ তোলে বিজেপি । কল্যাণী এইমসে বিজেপি কর্মীর ময়নাতদন্ত করার দাবি জানান মৃতের স্ত্রী । এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "এরা সবই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে । কিন্তু সব অভিযোগ মিথ্যা হয়ে যায় । সন্দেশখালির ঘটনা থেকে অভিযোগ করে আসছে । বাংলায় নিরপেক্ষ তদন্ত হয় । পুলিশের নিরপেক্ষতা আছে, সেটা আরজি করের ঘটনার তদন্ত দেখেও বোঝা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.