ETV Bharat / state

Salkia Snatching Case: রাতের অন্ধকারে দুঃসাহসিক ছিনতাই সালকিয়ায় - ছিনতাই

উত্তর হাওড়ার সালকিয়াতে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটল (Snatching in Salkia) । ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই লক্ষাধিক টাকা ৷ এর ফলে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ।

Lakh of rupees snatch from Businessman in Howrah Salkia
Lakh of rupees snatch from Businessman in Howrah Salkia
author img

By

Published : Oct 29, 2022, 4:10 PM IST

Updated : Oct 29, 2022, 4:56 PM IST

সালকিয়া, 29 অক্টোবর: রাতের হাওড়ায় দুঃসাহসিক ছিনতাই ৷ ফাঁকা রাস্তায় প্রায় কয়েক লক্ষ টাকা (Lakh of rupees snatch from Businessman) ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে । দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে মালিপাঁচঘড়া থানার সালকিয়া এলাকাতে ।

জানা গিয়েছে, শুক্রবার রাত্রে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক ব্যবসায়ী ৷ পথে আচমকাই বাইকে এসে তাঁর সামনে উপস্থিত হয় দুই দুষ্কৃতী । ব্যবসায়ী শচীন সিংঘানিয়ার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা | এরপরে ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মালিপাঁচঘড়া থানার পুলিশ |

শনিবার ওই ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিংহ । তিনি সরেজমিনে খতিয়ে দেখেন গোটা বিষয়টি ৷ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন ও তাঁকে উপযুক্ত তদন্তের আশ্বাস দেন ডিসিপি ।

ব্যবসায়ী শচীন সিংঘানিয়া বলেন, "শুক্রবার রাতে দোকান বন্ধ করার সময়ে দু'জন বাইকে চড়ে আমার সামনে এসে উপস্থিত হয় । হাতে থাকা লক্ষাধিক টাকা সমেত ব্যাগ ছিনতাই করে তারা চলে যায় । কোনদিকে গিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারব না । তিনি আরও বলেন, একজনের মাথায় হেলমেট পরা ছিল ৷ আর অপরজনের মুখ খোলাই ছিল । পুলিশ আমাকে আশ্বস্ত করেছে অপরাধীদের খুঁজে বের করা হবে । আমার সঙ্গে যা ঘটার ছিল, তা ঘটেছে । তবে এখন দেখার পুলিশ কী ব্যবস্থা নিতে পারে (Salkia Snatching Case) ।"

গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকার ব্যবসায়ী মহলে । প্রকৃত দোষীদের খুঁজে বার করার দাবি করছে এলাকার ব্যবসায়ীরা । যদিও এই ঘটনার প্রাথমিক তদন্তে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই ছিনতাইয়ের সঙ্গে ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ কেউ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে । শুক্রবার রাতে শচীন সিংঘানিয়া লক্ষাধিক টাকা ব্যাগে নিয়ে বাড়ি যাবে সেই তথ্য তিনি ছাড়া আর কে কে জানতো সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছেন আধিকারিকরা ।

পুলিশের প্রাথমিক অনুমান, এই খবর ছিনতাইবাজদের দেওয়া হয়েছিল আগে থেকেই । সেই মতো তারা দোকান বন্ধ হওয়ার নির্দিষ্ট সময়ের জন্যই ওই এলাকাতে অপেক্ষা করছিল । এছাড়াও কোনদিক দিয়ে সহজে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়া যাবে সেই বিষয়েও যাবতীয় তথ্য ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ছিনতাইকারীদের জানিয়েছিল । আর পুরোটাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত করা হয়েছে বলেই মনে করছেন এই তদন্তে যুক্ত আধিকারিকরা । তাই তাঁরা সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন ।

ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই লক্ষাধিক টাকা

আরও পড়ুন: পিয়ালিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, পলাতক স্বামী

পাশাপাশি ওই এলাকার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ছিনতাইবাজদের সনাক্ত করার প্রক্রিয়া চালানো হবে বলেই জানা যাচ্ছে মালিপাঁচঘড়া থানা সূত্রে । ব্যবসায়ীর দেওয়া বয়ান অনুযায়ী, দুই ছিনতাইবাজের মধ্যে একজনের মুখ খোলা ছিল ৷ ফলে সিসিটিভির ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ।

সালকিয়া, 29 অক্টোবর: রাতের হাওড়ায় দুঃসাহসিক ছিনতাই ৷ ফাঁকা রাস্তায় প্রায় কয়েক লক্ষ টাকা (Lakh of rupees snatch from Businessman) ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে । দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে মালিপাঁচঘড়া থানার সালকিয়া এলাকাতে ।

জানা গিয়েছে, শুক্রবার রাত্রে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক ব্যবসায়ী ৷ পথে আচমকাই বাইকে এসে তাঁর সামনে উপস্থিত হয় দুই দুষ্কৃতী । ব্যবসায়ী শচীন সিংঘানিয়ার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা | এরপরে ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মালিপাঁচঘড়া থানার পুলিশ |

শনিবার ওই ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিংহ । তিনি সরেজমিনে খতিয়ে দেখেন গোটা বিষয়টি ৷ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন ও তাঁকে উপযুক্ত তদন্তের আশ্বাস দেন ডিসিপি ।

ব্যবসায়ী শচীন সিংঘানিয়া বলেন, "শুক্রবার রাতে দোকান বন্ধ করার সময়ে দু'জন বাইকে চড়ে আমার সামনে এসে উপস্থিত হয় । হাতে থাকা লক্ষাধিক টাকা সমেত ব্যাগ ছিনতাই করে তারা চলে যায় । কোনদিকে গিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারব না । তিনি আরও বলেন, একজনের মাথায় হেলমেট পরা ছিল ৷ আর অপরজনের মুখ খোলাই ছিল । পুলিশ আমাকে আশ্বস্ত করেছে অপরাধীদের খুঁজে বের করা হবে । আমার সঙ্গে যা ঘটার ছিল, তা ঘটেছে । তবে এখন দেখার পুলিশ কী ব্যবস্থা নিতে পারে (Salkia Snatching Case) ।"

গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকার ব্যবসায়ী মহলে । প্রকৃত দোষীদের খুঁজে বার করার দাবি করছে এলাকার ব্যবসায়ীরা । যদিও এই ঘটনার প্রাথমিক তদন্তে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই ছিনতাইয়ের সঙ্গে ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ কেউ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে । শুক্রবার রাতে শচীন সিংঘানিয়া লক্ষাধিক টাকা ব্যাগে নিয়ে বাড়ি যাবে সেই তথ্য তিনি ছাড়া আর কে কে জানতো সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছেন আধিকারিকরা ।

পুলিশের প্রাথমিক অনুমান, এই খবর ছিনতাইবাজদের দেওয়া হয়েছিল আগে থেকেই । সেই মতো তারা দোকান বন্ধ হওয়ার নির্দিষ্ট সময়ের জন্যই ওই এলাকাতে অপেক্ষা করছিল । এছাড়াও কোনদিক দিয়ে সহজে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়া যাবে সেই বিষয়েও যাবতীয় তথ্য ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ছিনতাইকারীদের জানিয়েছিল । আর পুরোটাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত করা হয়েছে বলেই মনে করছেন এই তদন্তে যুক্ত আধিকারিকরা । তাই তাঁরা সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন ।

ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই লক্ষাধিক টাকা

আরও পড়ুন: পিয়ালিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, পলাতক স্বামী

পাশাপাশি ওই এলাকার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ছিনতাইবাজদের সনাক্ত করার প্রক্রিয়া চালানো হবে বলেই জানা যাচ্ছে মালিপাঁচঘড়া থানা সূত্রে । ব্যবসায়ীর দেওয়া বয়ান অনুযায়ী, দুই ছিনতাইবাজের মধ্যে একজনের মুখ খোলা ছিল ৷ ফলে সিসিটিভির ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ।

Last Updated : Oct 29, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.