ETV Bharat / state

BJP নেতার খুনিদের শাস্তির দাবিতে ফের অবরোধ বাগনানে - BJP নেতা কিংকর মাজি খুন

অষ্টমীর দিন রাতে একদল দুষ্কৃতী BJP কর্মীর কিংকরকে গুলি করে পালায় । তার প্রতিবাদে আজ আবার রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা ।

bagnan
bagnan
author img

By

Published : Oct 30, 2020, 2:30 PM IST

বাগনান, 30 অক্টোবর : BJP নেতা কিংকর মাজি খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে পথ অবরোধ বাগনানে । একইসঙ্গে আটক BJP কর্মীদের মুক্তির দাবিও জানানো হয় । গতকাল বনধে পুলিশ ছয় BJP কর্মীকে আটক করেছিল । আজ বাগনানে লাইব্রেরি মোড় অবরোধ করে BJP ।

অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে যায় ওই রাস্তার যান চলাচল । স্থানীয় হাওড়া গ্রামীণ পুলিশের বাগনান থানায় খবর দেওয়া হয় । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় । অবরুদ্ধ রাস্তা খালি করে দেন পুলিশকর্মীরা ।

এই বিষয়ে BJP কর্মীদের দাবি, অন্যায়ভাবে আটক করা হয়েছে ছয়জন কার্যকর্তাকে । অবিলম্বে তাঁদের মুক্তির ব্যবস্থা করতে হবে । কিংকর মাঝিকে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে ।

অষ্টমীর দিন রাতে একদল দুষ্কৃতী BJP কর্মী কিংকরকে গুলি করে পালায় । আহত অবস্থায় কিংকরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে NRS-এ পাঠানো হয় । সেখানে মৃত্যু হয় তাঁর । এরপরই 12 ঘণ্টা বাগনান বনধের ডাক দেয় BJP ।

কী পরিস্থিতি বাগনানে ?

BJP-র 12 ঘণ্টার বাগনান বনধে মিশ্র সাড়া, নামানো হয়েছে RAF ও জলকামান

গতকাল এই বনধকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয় বাগনানের বিভিন্ন এলাকা । আটক হন বেশ কিছু BJP কর্মী । আজ ফের দোষীদের শাস্তির দাবিতে এবং BJP কর্মীদের মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে তারা ।

প্রতিদিন নবান্ন থেকে BJP কর্মীদের খুন মেনে নেওয়া হবে না: সৌমিত্র খাঁ

বাগনান, 30 অক্টোবর : BJP নেতা কিংকর মাজি খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে পথ অবরোধ বাগনানে । একইসঙ্গে আটক BJP কর্মীদের মুক্তির দাবিও জানানো হয় । গতকাল বনধে পুলিশ ছয় BJP কর্মীকে আটক করেছিল । আজ বাগনানে লাইব্রেরি মোড় অবরোধ করে BJP ।

অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে যায় ওই রাস্তার যান চলাচল । স্থানীয় হাওড়া গ্রামীণ পুলিশের বাগনান থানায় খবর দেওয়া হয় । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় । অবরুদ্ধ রাস্তা খালি করে দেন পুলিশকর্মীরা ।

এই বিষয়ে BJP কর্মীদের দাবি, অন্যায়ভাবে আটক করা হয়েছে ছয়জন কার্যকর্তাকে । অবিলম্বে তাঁদের মুক্তির ব্যবস্থা করতে হবে । কিংকর মাঝিকে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে ।

অষ্টমীর দিন রাতে একদল দুষ্কৃতী BJP কর্মী কিংকরকে গুলি করে পালায় । আহত অবস্থায় কিংকরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে NRS-এ পাঠানো হয় । সেখানে মৃত্যু হয় তাঁর । এরপরই 12 ঘণ্টা বাগনান বনধের ডাক দেয় BJP ।

কী পরিস্থিতি বাগনানে ?

BJP-র 12 ঘণ্টার বাগনান বনধে মিশ্র সাড়া, নামানো হয়েছে RAF ও জলকামান

গতকাল এই বনধকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয় বাগনানের বিভিন্ন এলাকা । আটক হন বেশ কিছু BJP কর্মী । আজ ফের দোষীদের শাস্তির দাবিতে এবং BJP কর্মীদের মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে তারা ।

প্রতিদিন নবান্ন থেকে BJP কর্মীদের খুন মেনে নেওয়া হবে না: সৌমিত্র খাঁ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.