ETV Bharat / state

ভোটের আগে রাজনৈতিক তরজায় জটু-রুদ্র

শিবপুর বিধানসভা কেন্দ্রে জলাশয় ভরাট করে প্রোমোটিংয়ের বাড়-বাড়ন্ত নিয়ে একে অপরকে কটাক্ষ করছে তৃণমূল ও বিজেপি । বিধানসভা ভোটের আগে তৃণমূলের জটু লাহিড়ী ও বিজেপির রুদ্রনীল ঘোষ নিজেদের মধ্যে রাজনৈতিক তরজায় ।

ভোটের আগে শিবপুরে যুযুধান তৃণমূল-বিজেপি
ভোটের আগে শিবপুরে যুযুধান তৃণমূল-বিজেপি
author img

By

Published : Feb 23, 2021, 1:08 PM IST

হাওড়া, ফেব্রুয়ারি 23 : বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজায় বর্তমান বিধায়ক ও বিজেপি নেতা । দোড়গোড়ায় বিধানসভা নির্বাচন । তার আগে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের দুই নেতার মধ্যে কাজিয়া তুঙ্গে । বিভিন্ন সভা ও কর্মসূচিতে একে অন্যের বিরুদ্ধে তোপ দাগছেন তৃণমূলের জটু লাহিড়ী ও বিজেপির রুদ্রনীল ঘোষ ।

'বাংলার মেয়ে মমতা' কর্মসূচিতে প্রবীণ বিধায়ক জটু লাহিড়ী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তিনি বিধায়ক হিসেবে ফিরছেন । যদিও অভিনেতা রুদ্রনীল ঘোষ এই কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দিয়েছেন । তবে জটু লাহিড়ীকে বিভিন্নভাবে টার্গেট করতে ছাড়েননি বিজেপি নেতা । কয়েকদিন আগে এই কেন্দ্রে দলীয় কর্মিসভায় এসে তিনি বলেছিলেন, "পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এটা ভূগোলে আছে । কিন্তু হাওড়ায় তা উল্টে গিয়েছে । যেটুকু ফাঁকা আছে সেটা বুজিয়ে প্রোমোটিং হয়ে গিয়েছে । কিছু বিধায়ক ও কাউন্সিলর এর জন্য দায়ি । বিশেষ করে শিবপুর বিধানসভা কেন্দ্রে এই ঘটনা বেশি করে হয়েছে ।"

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে গর্বিত রুদ্র

রুদ্রনীলের অভিযোগের পাল্টা জটুবাবু বলেন, "আমার কেন্দ্রে কোনও পুকুর ভরাট হয়নি । বরং বহু পুকুর ও জলাশয় রক্ষা করার চেষ্টা করেছি । ও একটা জোচ্চোর । কে ওকে বিজেপিতে নিল জানিনা ।"

ভোটের আগে শিবপুরে যুযুধান তৃণমূল-বিজেপি

হাওড়া, ফেব্রুয়ারি 23 : বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজায় বর্তমান বিধায়ক ও বিজেপি নেতা । দোড়গোড়ায় বিধানসভা নির্বাচন । তার আগে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের দুই নেতার মধ্যে কাজিয়া তুঙ্গে । বিভিন্ন সভা ও কর্মসূচিতে একে অন্যের বিরুদ্ধে তোপ দাগছেন তৃণমূলের জটু লাহিড়ী ও বিজেপির রুদ্রনীল ঘোষ ।

'বাংলার মেয়ে মমতা' কর্মসূচিতে প্রবীণ বিধায়ক জটু লাহিড়ী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তিনি বিধায়ক হিসেবে ফিরছেন । যদিও অভিনেতা রুদ্রনীল ঘোষ এই কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দিয়েছেন । তবে জটু লাহিড়ীকে বিভিন্নভাবে টার্গেট করতে ছাড়েননি বিজেপি নেতা । কয়েকদিন আগে এই কেন্দ্রে দলীয় কর্মিসভায় এসে তিনি বলেছিলেন, "পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এটা ভূগোলে আছে । কিন্তু হাওড়ায় তা উল্টে গিয়েছে । যেটুকু ফাঁকা আছে সেটা বুজিয়ে প্রোমোটিং হয়ে গিয়েছে । কিছু বিধায়ক ও কাউন্সিলর এর জন্য দায়ি । বিশেষ করে শিবপুর বিধানসভা কেন্দ্রে এই ঘটনা বেশি করে হয়েছে ।"

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে গর্বিত রুদ্র

রুদ্রনীলের অভিযোগের পাল্টা জটুবাবু বলেন, "আমার কেন্দ্রে কোনও পুকুর ভরাট হয়নি । বরং বহু পুকুর ও জলাশয় রক্ষা করার চেষ্টা করেছি । ও একটা জোচ্চোর । কে ওকে বিজেপিতে নিল জানিনা ।"

ভোটের আগে শিবপুরে যুযুধান তৃণমূল-বিজেপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.