ETV Bharat / state

আগামী 15 অগাস্টে POK-তেও উড়বে তেরঙ্গা : দিলীপ ঘোষ

সম্প্রতি কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । তারপরই বিরোধীদের একাংশের নিশানায় পড়ে কেন্দ্রীয় সরকার । এই ইশুকে কেন্দ্র করে কাশ্মীরিদের অধিকার খর্ব হচ্ছে বলে সুর চড়ায় কংগ্রেস, তৃণমূলসহ একগুচ্ছ বিরোধী দল । সেই প্রসঙ্গ টেনে আজ দিলীপ ঘোষ বলেন,  "এরা কার সমর্থনে, কোন দেশের হয়ে এরা বলছে সেটা আমাদের বুঝতে হবে ৷ যারা দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কথা বলে তাদের এদেশে থাকার কোনও অধিকার নেই ৷"

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 30, 2019, 8:59 PM IST

Updated : Aug 30, 2019, 10:42 PM IST

হাওড়া, 30 অগাস্ট : "সফল হয়েছে পূর্ণাঙ্গ ভারত গঠন । এবছর কাশ্মীরের সর্বত্র উড়েছে জাতীয় পতাকা । এবার শুধু পরের বছরের প্রতীক্ষা । কারণ আগামী 15 অগাস্টে POK-তেও (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) উড়বে তেরঙ্গা ৷ " আজ মধ্য হাওড়ার সন্ধ্যাবাজার এলাকার একটি জনসভায় গিয়ে একথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

সম্প্রতি কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । তারপরই বিরোধীদের একাংশের নিশানায় পড়ে কেন্দ্রীয় সরকার । এই ইশুকে কেন্দ্র করে কাশ্মীরিদের অধিকার খর্ব হচ্ছে বলে সুর চড়ায় কংগ্রেস, তৃণমূলসহ একগুচ্ছ বিরোধী দল । সেই প্রসঙ্গ টেনে আজ দিলীপ ঘোষ বলেন, "এরা কার সমর্থনে, কোন দেশের হয়ে এরা বলছে সেটা আমাদের বুঝতে হবে ৷ যারা দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কথা বলে তাদের এদেশে থাকার কোনও অধিকার নেই ৷"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

পাশাপাশি রাজ্য পুলিশকেও একহাত নেন দিলীপ ঘোষ । তাঁর কথায়, "এরাজ্যে পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে । পুলিশ আধিকারিকদের কোনও সম্মান নেই । উর্দি পরেই তাঁরা দিদিকে প্রণাম করেন । কারণ এভাবেই তাঁদের প্রমোশন মেলে । তৃণমূল গুন্ডামি করছে । কিন্তু, এভাবে BJP-কে আটকানো যাবে না ।"

দিদিকে বলোর পালটা দাদাকে বলো শুরু করেছে BJP ৷ কয়েকদিন আগে BJP-র চায়ে পে চর্চা নিয়ে সরব হয়েছিল তৃণমূল । তাদের অভিযোগ, "তৃণমূলকে কপি করছে BJP । সেবিষয়ে দিলিপবাবু বলেন, "মুখ্যমন্ত্রী চা বানাচ্ছেন । এটা কার ব্র্যান্ড? আমাদেরই কপি করছে তৃণমূল । আমরাই লোকের ঘরে ঘরে যাওয়া শুরু করেছিলাম । তারপর তৃণমূলের দিদিকে বলো । তাও ফোনে । যেখানে অভিযোগ জানালেও কোনও লাভ হয় না ।"

আজ সকালে লেকটাউনে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদ করে হাওড়া BJP যুব মোর্চা । হাওড়া ময়দানের বঙ্গবাসীর সামনে রাস্তা অবরোধ করে BJP-র যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় 20 মিনিট বন্ধ করে দেওয়া হয় ময়দান সংলগ্ন গুরুত্বপূর্ন রাস্তা ।

হাওড়া, 30 অগাস্ট : "সফল হয়েছে পূর্ণাঙ্গ ভারত গঠন । এবছর কাশ্মীরের সর্বত্র উড়েছে জাতীয় পতাকা । এবার শুধু পরের বছরের প্রতীক্ষা । কারণ আগামী 15 অগাস্টে POK-তেও (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) উড়বে তেরঙ্গা ৷ " আজ মধ্য হাওড়ার সন্ধ্যাবাজার এলাকার একটি জনসভায় গিয়ে একথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

সম্প্রতি কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । তারপরই বিরোধীদের একাংশের নিশানায় পড়ে কেন্দ্রীয় সরকার । এই ইশুকে কেন্দ্র করে কাশ্মীরিদের অধিকার খর্ব হচ্ছে বলে সুর চড়ায় কংগ্রেস, তৃণমূলসহ একগুচ্ছ বিরোধী দল । সেই প্রসঙ্গ টেনে আজ দিলীপ ঘোষ বলেন, "এরা কার সমর্থনে, কোন দেশের হয়ে এরা বলছে সেটা আমাদের বুঝতে হবে ৷ যারা দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কথা বলে তাদের এদেশে থাকার কোনও অধিকার নেই ৷"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

পাশাপাশি রাজ্য পুলিশকেও একহাত নেন দিলীপ ঘোষ । তাঁর কথায়, "এরাজ্যে পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে । পুলিশ আধিকারিকদের কোনও সম্মান নেই । উর্দি পরেই তাঁরা দিদিকে প্রণাম করেন । কারণ এভাবেই তাঁদের প্রমোশন মেলে । তৃণমূল গুন্ডামি করছে । কিন্তু, এভাবে BJP-কে আটকানো যাবে না ।"

দিদিকে বলোর পালটা দাদাকে বলো শুরু করেছে BJP ৷ কয়েকদিন আগে BJP-র চায়ে পে চর্চা নিয়ে সরব হয়েছিল তৃণমূল । তাদের অভিযোগ, "তৃণমূলকে কপি করছে BJP । সেবিষয়ে দিলিপবাবু বলেন, "মুখ্যমন্ত্রী চা বানাচ্ছেন । এটা কার ব্র্যান্ড? আমাদেরই কপি করছে তৃণমূল । আমরাই লোকের ঘরে ঘরে যাওয়া শুরু করেছিলাম । তারপর তৃণমূলের দিদিকে বলো । তাও ফোনে । যেখানে অভিযোগ জানালেও কোনও লাভ হয় না ।"

আজ সকালে লেকটাউনে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদ করে হাওড়া BJP যুব মোর্চা । হাওড়া ময়দানের বঙ্গবাসীর সামনে রাস্তা অবরোধ করে BJP-র যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় 20 মিনিট বন্ধ করে দেওয়া হয় ময়দান সংলগ্ন গুরুত্বপূর্ন রাস্তা ।

Intro:আগামী ১৫ আগেস্টে POK তেও উড়বে তিরঙ্গা: দিলীপ ঘোষ

সফল হয়েছে পূর্ণাঙ্গ ভারত গঠন। এবছর কাশ্মীরের সর্বত্র উড়েছে ভারতের জাতীয় পতাকা। এবার শুধু পরের বছরের প্রতীক্ষা। কারণ আগামী ১৫ আগস্টে POK তেও উড়বে তিরঙ্গা। আজ মধ্য হাওড়ার সন্ধ্যবাজার এলাকার একটি জনসভায় এসে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Body:সম্প্রতি ভূস্বর্গ থেকে বিলোপ করা হয়েছে ৩৭০ ও ৩৫এ ধারা। তারপরই কার্যত বিরোধীদের একাংশের নিশানায় পড়ে বিজেপি সরকার। কাশ্মিরীদের অধিকার খর্ব হচ্ছে বলে সুর চড়ায় কংগ্রেস, তৃণমূল সহ একগুচ্ছ বিরোধী দল। সেই প্রসঙ্গ টেনে এদিন দিলিপবাবুর POK তে পরের বছর জাতীয় পতাকা তোলার কথা বলেন।
এর পাশাপাশি রাজ্য পুলিশকেও একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এ রাজ্যে পুলিশি ব্যবস্থা পুরপুরি ভেঙে পড়েছে। পুলিশ আধিকারিকদের কোনও সম্মান নেই। উর্দি পরেই তারা দিদিকে প্রণাম করেন। কারণ এভাবেই তাদের প্রমোশন মেলে। তৃণমূল গুন্ডামি করছে এ রাজ্যে। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না। অন্যদিকে দিদিকে বলোর পাল্টা বিজেপির দাদাকে বলো শুরুর বিষয় নিয়ে সরব হয়েছিল তৃণমূল। তাদের অভিযোগ ছিল, তৃণমূলকে কপি করছে বিজেপি। সেবিষয়ে দিলিপবাবুর সাফাই, মুখ্যমন্ত্রী চা বানাচ্ছেন। এটা কার ব্র্যান্ড? আমাদেরই কপি করছে তৃণমূল। আমরাই লোকের ঘরে ঘরে যাওয়া শুরু করেছিলাম। তারপর তৃণমূলের দিদিকে বলো। তাও ফোনে। যেখানে অভিযোগ জানালেও কোনও লাভ হয় না।
অন্যদিকে, আজ সকালে লেকটাউনে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদ করে হাওড়া বিজেপি যুব মোর্চা। হাওড়া ময়দানের বঙ্গবাসীর সামনে রাস্তা অবরোধ করে বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় ২০ মিনিট বন্ধ করে দেওয়া হয় ময়দান সংলগ্ন গুরুত্বপূর্ন রাস্তা।Conclusion:
Last Updated : Aug 30, 2019, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.