ETV Bharat / state

বন্ধ হল হাওড়ার জুটমিল, করোনা আবহে চরম বিপাকে এক হাজার শ্রমিক

করোনা সংকটের মধ্যেই হাওড়ায় বন্ধ হল আরও একটি জুটমিল ৷ কর্মহীন হয়ে পড়লেন হাজারখানেক শ্রমিক ৷ কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হয়েছে ৷

howrah-mahadeb-jute-mill-closed-one-thousand-labours-lost-job
বন্ধ হল হাওড়ার জুটমিল, করোনা আবহে চরম বিপাকে এক হাজার শ্রমিক
author img

By

Published : May 19, 2021, 6:49 PM IST

বালি, 19 মে: হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল । এর আগে, একে একে বন্ধ হয়েছে দাশনগরের ভারত জুটমিল, হনুমান জুট মিল ৷ এ বার বন্ধ হল বালি বাদামতলার মহাদেব জুটমিল ।

সকালের শিফটে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখেন, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙানো রয়েছে ৷ তাতে লেখা মিল আজ থেকে বন্ধ করে দেওয়া হল । আর এই নোটিশেই এক মুহূর্তে কর্মহীন হয়ে যান প্রায় এক হাজার কর্মী । কাঁচামাল না-পাওয়ার জন্যই মিল বন্ধ রাখা হচ্ছে বলে নোটিশে জানানো হয়েছে । যদিও ট্রেড ইউনিয়নের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জুট মিলের মালিক এখানকার শ্রমিকদের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়ে এসেছে। কখনও কর্মী ছাঁটাই করে, কখনও বা সপ্তাহে চারদিন করে মিল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও একমাস আগে থেকেই তাঁদের কাঁচামালের যোগান ঠিক না-থাকার জন্য সপ্তাহে চারদিন করে কারখানা চালাবার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ । আর আজ শ্রমিকরা সপ্তাহের প্রথম দিনে কাজে এসে এই নোটিশ দেখতে পান । স্বভাবতই হতাশ হয়ে পড়েন কর্মীরা ।

এই প্রসঙ্গে জুটমিলের শ্রমিক টুকারাম দাবি করেন, তাঁরা সম্প্রতি মিলের লেবার অফিসারের সঙ্গে দেখা করেছিলেন । তখন তাঁদের বলা হয়েছিল, মিল বন্ধ হচ্ছে না । কাঁচামাল আসবে আর কারখানাও চালু থাকবে । আজকে হঠাৎ করে সকালে এসে তাঁরা এই নোটিশ দেখতে পান । তাঁর অভিযোগ, "অনেক দূর থেকে শ্রমিকেরা আসেন । আগে থেকে জানানো উচিত ছিল তাঁদের। কোনওরকম আলাপ আলোচনা না-করেই মিল বন্ধ করে দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও পার্টি করল সিবিআই

বন্ধ আরও একটা জুটমিল

করোনা আবহে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল লকডাউনে 30 শতাংশ কর্মী নিয়ে জুটমিলগুলো চালানো যেতে পারে । আর সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন জুটমিলে 30% লোক নিয়েই কাজ চলছিল । এর আগে কাঁচামালের যোগান না থাকাতে বন্ধ করে দেওয়া হয়েছে শিবপুরের হাওড়া জুটমিল, ভরত জুটমিল । কোভিড সংকটকালে রাজ্যে নতুন করে জারি হওয়া কড়া বিধিনিষেধ, তার উপর বন্ধ কারখানা - এই অবস্থায় কীভাবে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখবেন, সেটাই এখন একমাত্র চিন্তার বিষয় বন্ধ মিলের শ্রমিকদের কাছে । এক অনিশ্চিত অন্ধকারের দিকে যেতে বসেছে এই জুটমিল-সহ হাওড়ার অন্যান্য জুটমিলের কয়েক হাজারেরও বেশি পরিবারের ভবিষ্যত্ । কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে, ফের কবে জুটমিল খুলবে, তার দিকেই তাকিয়ে শ্রমিকদের পরিবার ।

বালি, 19 মে: হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল । এর আগে, একে একে বন্ধ হয়েছে দাশনগরের ভারত জুটমিল, হনুমান জুট মিল ৷ এ বার বন্ধ হল বালি বাদামতলার মহাদেব জুটমিল ।

সকালের শিফটে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখেন, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙানো রয়েছে ৷ তাতে লেখা মিল আজ থেকে বন্ধ করে দেওয়া হল । আর এই নোটিশেই এক মুহূর্তে কর্মহীন হয়ে যান প্রায় এক হাজার কর্মী । কাঁচামাল না-পাওয়ার জন্যই মিল বন্ধ রাখা হচ্ছে বলে নোটিশে জানানো হয়েছে । যদিও ট্রেড ইউনিয়নের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জুট মিলের মালিক এখানকার শ্রমিকদের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়ে এসেছে। কখনও কর্মী ছাঁটাই করে, কখনও বা সপ্তাহে চারদিন করে মিল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও একমাস আগে থেকেই তাঁদের কাঁচামালের যোগান ঠিক না-থাকার জন্য সপ্তাহে চারদিন করে কারখানা চালাবার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ । আর আজ শ্রমিকরা সপ্তাহের প্রথম দিনে কাজে এসে এই নোটিশ দেখতে পান । স্বভাবতই হতাশ হয়ে পড়েন কর্মীরা ।

এই প্রসঙ্গে জুটমিলের শ্রমিক টুকারাম দাবি করেন, তাঁরা সম্প্রতি মিলের লেবার অফিসারের সঙ্গে দেখা করেছিলেন । তখন তাঁদের বলা হয়েছিল, মিল বন্ধ হচ্ছে না । কাঁচামাল আসবে আর কারখানাও চালু থাকবে । আজকে হঠাৎ করে সকালে এসে তাঁরা এই নোটিশ দেখতে পান । তাঁর অভিযোগ, "অনেক দূর থেকে শ্রমিকেরা আসেন । আগে থেকে জানানো উচিত ছিল তাঁদের। কোনওরকম আলাপ আলোচনা না-করেই মিল বন্ধ করে দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও পার্টি করল সিবিআই

বন্ধ আরও একটা জুটমিল

করোনা আবহে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল লকডাউনে 30 শতাংশ কর্মী নিয়ে জুটমিলগুলো চালানো যেতে পারে । আর সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন জুটমিলে 30% লোক নিয়েই কাজ চলছিল । এর আগে কাঁচামালের যোগান না থাকাতে বন্ধ করে দেওয়া হয়েছে শিবপুরের হাওড়া জুটমিল, ভরত জুটমিল । কোভিড সংকটকালে রাজ্যে নতুন করে জারি হওয়া কড়া বিধিনিষেধ, তার উপর বন্ধ কারখানা - এই অবস্থায় কীভাবে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখবেন, সেটাই এখন একমাত্র চিন্তার বিষয় বন্ধ মিলের শ্রমিকদের কাছে । এক অনিশ্চিত অন্ধকারের দিকে যেতে বসেছে এই জুটমিল-সহ হাওড়ার অন্যান্য জুটমিলের কয়েক হাজারেরও বেশি পরিবারের ভবিষ্যত্ । কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে, ফের কবে জুটমিল খুলবে, তার দিকেই তাকিয়ে শ্রমিকদের পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.