ETV Bharat / state

অবৈধ পুলকার চিহ্নিত করতে অভিযান হাওড়া সিটি পুলিশের - পুলকার দুর্ঘটনা এড়াতে অভিযান পুলিশের

পোলবার পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসল হাওড়া সিটি পুলিশ । শহরজুড়ে অভিযান চালাল তারা। কেয়কটি গাড়িও আটক করা হয় ।

Howrah City Police
হাওড়া সিটি পুলিশ
author img

By

Published : Feb 17, 2020, 9:17 PM IST

হাওড়া, 17 ফেব্রুয়ারি : পুলকার দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করল হাওড়া সিটি পুলিশ । অবৈধ পুলকারগুলিকে চিহ্নিত করতে আজ শহরের কয়েকটি জায়গায় বিশেষ অভিযান চালায় তারা । কয়েকটি গাড়িও আটক করা হয় ।

শুক্রবার(14 ফেব্রুয়ারি) হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত হয় দুই শিশু । তারা এখনও সংকটে রয়েছে ।

পোলবার দুর্ঘটনার পরই প্রকাশ্যে এসেছে পুলকার চালকদের গাফিলতি । স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কাপ্রকাশ করেছে পুলিশও । অধিকাংশ পুলকারের আইনি স্বীকৃতি নেই । আবার, কিছু পুলকার ঠিকমতো মেরামত হয় না । আতঙ্কে রয়েছে অভিভাবকরাও । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে পুলকারগুলির ভূমিকা নিয়ে স্কুল ও অভিভাবকদের সতর্ক থাকতে বলেছেন ।

হাওড়া শহরজুড়ে একাধিক স্কুলের প্রায় হাজার পড়ুয়া পুলকারে যাতায়াত করে । সেই সব পুলকারের অধিকাংশরই অবস্থা খুব খারাপ । রক্ষণাবেক্ষণের অভাবে টায়ার থেকে শুরু করে গাড়ির ইঞ্জিনের অবস্থা শোচনীয় । পাশাপাশি একাধিক প্রাইভেট নম্বরের গাড়ি পুলকার হিসেবে চলছে শহরের বিভিন্ন জায়গায় । তাই সবকিছু মাথায় রেখে পুলকার দুর্ঘটনা এড়াতে আসরে নামল হাওড়া সিটি পুলিশ । একাধিক জায়গায় অভিযান চালায় তারা । কিছু বেআইনি গাড়িকে আটক করা হয়।

হাওড়া রিজিওনাল ট্র্যাফিক অফিসার সৌমিত্র বিশ্বাস বলেন, "আমরা আগেও অভিযান চালিয়েছি । ভবিষ্যতেও চালাব । তবে, বেআইনিভাবে যে একাধিক গাড়ি চলছে সে ব্যাপারে আমরা অবগত ।"

হাওড়া, 17 ফেব্রুয়ারি : পুলকার দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করল হাওড়া সিটি পুলিশ । অবৈধ পুলকারগুলিকে চিহ্নিত করতে আজ শহরের কয়েকটি জায়গায় বিশেষ অভিযান চালায় তারা । কয়েকটি গাড়িও আটক করা হয় ।

শুক্রবার(14 ফেব্রুয়ারি) হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত হয় দুই শিশু । তারা এখনও সংকটে রয়েছে ।

পোলবার দুর্ঘটনার পরই প্রকাশ্যে এসেছে পুলকার চালকদের গাফিলতি । স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কাপ্রকাশ করেছে পুলিশও । অধিকাংশ পুলকারের আইনি স্বীকৃতি নেই । আবার, কিছু পুলকার ঠিকমতো মেরামত হয় না । আতঙ্কে রয়েছে অভিভাবকরাও । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে পুলকারগুলির ভূমিকা নিয়ে স্কুল ও অভিভাবকদের সতর্ক থাকতে বলেছেন ।

হাওড়া শহরজুড়ে একাধিক স্কুলের প্রায় হাজার পড়ুয়া পুলকারে যাতায়াত করে । সেই সব পুলকারের অধিকাংশরই অবস্থা খুব খারাপ । রক্ষণাবেক্ষণের অভাবে টায়ার থেকে শুরু করে গাড়ির ইঞ্জিনের অবস্থা শোচনীয় । পাশাপাশি একাধিক প্রাইভেট নম্বরের গাড়ি পুলকার হিসেবে চলছে শহরের বিভিন্ন জায়গায় । তাই সবকিছু মাথায় রেখে পুলকার দুর্ঘটনা এড়াতে আসরে নামল হাওড়া সিটি পুলিশ । একাধিক জায়গায় অভিযান চালায় তারা । কিছু বেআইনি গাড়িকে আটক করা হয়।

হাওড়া রিজিওনাল ট্র্যাফিক অফিসার সৌমিত্র বিশ্বাস বলেন, "আমরা আগেও অভিযান চালিয়েছি । ভবিষ্যতেও চালাব । তবে, বেআইনিভাবে যে একাধিক গাড়ি চলছে সে ব্যাপারে আমরা অবগত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.