ETV Bharat / state

Howrah Police on Ram Navami Rally: রামনবমীর মিছিলে সুমিতের নিয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আরও 1 - রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র

রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ায় সুমিত সাউ নামে এক তরুণকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ এবার উদ্ধার হল সেই আগ্নেয়াস্ত্র৷ গ্রেফতার আরও একজন ৷

Howrah Police on Ram Navami Rally
Howrah Police on Ram Navami Rally
author img

By

Published : Apr 5, 2023, 2:36 PM IST

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠির সাংবাদিক বৈঠক

হাওড়া, 5 এপ্রিল: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ ৷ বুধবার এই তথ্য জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি ৷ তিনি জানান, যে আগ্নেয়াস্ত্র নিয়ে সুমিত সাউ রামনবমীর মিছিলে গিয়েছিল, সেই অস্ত্রটি লুকিয়ে রাখার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তার নাম আর এন গুপ্তা ৷ সুমিতকে মঙ্গলবারই বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয় ৷ বুধবার হাওড়া পুলিশ মিছিলের ব্যবহার করা সুমিতের আগ্নেয়াস্ত্রটি আর এন গুপ্তার কাছ থেকে উদ্ধার করে ৷ তার পরই তাকে গ্রেফতার করা হয় ৷

প্রসঙ্গত, রামনবমী ছিল গত বৃহস্পতিবার ৷ সেদিন সন্ধ্যায় অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর ৷ এই নিয়ে সেই সন্ধ্যা থেকেই তপ্ত হতে থাকে রাজ্য রাজনীতি ৷ শুক্রবার দফায় দফায় বিজেপির তরফে পুরো ঘটনার দায় চাপানো হয় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পুলিশ ও প্রশাসনের উপর ৷ পালটা জবাব দেয় ঘাসফুল শিবিরও ৷ দু’টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শাসক দলের নেতারা ৷ সেখানে রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবককে দেখা যায় ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূল ৷

সোমবার বিশ্বহিন্দু পরিষদের তরফে দাবি করা হয়, ওই ভিডিয়োটি তাদের শোভাযাত্রার নয় ৷ কিন্তু মঙ্গলবার বিহারের মুঙ্গের থেকে হাওড়ার বাসিন্দা বছর ঊনিশের সুমিত সাউকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান, অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল ৷ বিহারের কাশিমবাজার থানা এলাকায় তাঁর হদিশ মেলে ৷ সেখান থেকে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় ৷

তিনি আরও জানান, গ্রেফতারের সময় আগ্নেয়াস্ত্র মেলেনি সুমিতের কাছ থেকে ৷ তাই তাঁকে এই নিয়ে জেরা করা হয় ৷ তখন জানা যায় অবিনাশ নামে এক বন্ধুর সহায়তায় আর এন গুপ্তা নামে একজনের বাড়িতে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রাখা আছে ৷ আর এন গুপ্তা হাওড়ার নন্দীবাগানের বাসিন্দা ৷ পরে পুলিশ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ৷ আর গ্রেফতার করে গুপ্তাকে ৷ অবিনাশ এখনও পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে ৷ তাঁর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেই প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন ৷

এদিকে হাওড়ার অশান্তি নিয়ে আগেই তদন্ত শুরু করেছে সিআইডি ৷ সেই কারণে অভিযুক্তদের সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার ৷

আরও পড়ুন: 'শিবপুরে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল তরুণ' গ্রেফতার মুঙ্গেরে ! সরব কুণাল

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠির সাংবাদিক বৈঠক

হাওড়া, 5 এপ্রিল: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ ৷ বুধবার এই তথ্য জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি ৷ তিনি জানান, যে আগ্নেয়াস্ত্র নিয়ে সুমিত সাউ রামনবমীর মিছিলে গিয়েছিল, সেই অস্ত্রটি লুকিয়ে রাখার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তার নাম আর এন গুপ্তা ৷ সুমিতকে মঙ্গলবারই বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয় ৷ বুধবার হাওড়া পুলিশ মিছিলের ব্যবহার করা সুমিতের আগ্নেয়াস্ত্রটি আর এন গুপ্তার কাছ থেকে উদ্ধার করে ৷ তার পরই তাকে গ্রেফতার করা হয় ৷

প্রসঙ্গত, রামনবমী ছিল গত বৃহস্পতিবার ৷ সেদিন সন্ধ্যায় অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর ৷ এই নিয়ে সেই সন্ধ্যা থেকেই তপ্ত হতে থাকে রাজ্য রাজনীতি ৷ শুক্রবার দফায় দফায় বিজেপির তরফে পুরো ঘটনার দায় চাপানো হয় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পুলিশ ও প্রশাসনের উপর ৷ পালটা জবাব দেয় ঘাসফুল শিবিরও ৷ দু’টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শাসক দলের নেতারা ৷ সেখানে রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবককে দেখা যায় ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূল ৷

সোমবার বিশ্বহিন্দু পরিষদের তরফে দাবি করা হয়, ওই ভিডিয়োটি তাদের শোভাযাত্রার নয় ৷ কিন্তু মঙ্গলবার বিহারের মুঙ্গের থেকে হাওড়ার বাসিন্দা বছর ঊনিশের সুমিত সাউকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান, অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল ৷ বিহারের কাশিমবাজার থানা এলাকায় তাঁর হদিশ মেলে ৷ সেখান থেকে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় ৷

তিনি আরও জানান, গ্রেফতারের সময় আগ্নেয়াস্ত্র মেলেনি সুমিতের কাছ থেকে ৷ তাই তাঁকে এই নিয়ে জেরা করা হয় ৷ তখন জানা যায় অবিনাশ নামে এক বন্ধুর সহায়তায় আর এন গুপ্তা নামে একজনের বাড়িতে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রাখা আছে ৷ আর এন গুপ্তা হাওড়ার নন্দীবাগানের বাসিন্দা ৷ পরে পুলিশ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ৷ আর গ্রেফতার করে গুপ্তাকে ৷ অবিনাশ এখনও পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে ৷ তাঁর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেই প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন ৷

এদিকে হাওড়ার অশান্তি নিয়ে আগেই তদন্ত শুরু করেছে সিআইডি ৷ সেই কারণে অভিযুক্তদের সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার ৷

আরও পড়ুন: 'শিবপুরে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল তরুণ' গ্রেফতার মুঙ্গেরে ! সরব কুণাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.