ETV Bharat / state

GTA Employee সরকারি কর্মচারীদের মতো অবসরকালীন সুযোগসুবিধা পাবেন জিটিএ কর্মীরাও, ঘোষণা নবান্নের - জিটিএ কর্মীরাও পাবেন রাজ্য কর্মচারীদের মতো সুবিধা

এবার জিটিএ কর্মীরাও অবসরকালীন সুবিধা পাবেন ৷ রাজ্য সরকারের কর্মীদের মতো অবসরকালীন সুযোগ, সুবিধা ও বেতন পাবেন তাঁরা ৷ নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে (New Salary Structure For GTA Employee) ৷

GTA Employee
রাজ্য সরকারি কর্মচারীদের মত অবসরকালীন সুযোগ, সুবিধা পাবেন জিটিএ কর্মীরাও
author img

By

Published : Aug 25, 2022, 8:43 AM IST

Updated : Aug 25, 2022, 9:55 AM IST

হাওড়া, 25 অগস্ট: এবার রাজ্য সরকারি কর্মচারীদের হারেই বেতন এবং পেনশন পাবেন জিটিএর কর্মীরা (New Salary Structure For GTA Employee)। এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে ৷ প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পাহাড়ে বসবাসকারী মানুষদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে জিটিএ গঠিত হয়।

বর্তমানে যে আইনটি কার্যকরী সেটি 2011 সালের। এর আগে অর্থাৎ 1986 সাল থেকে সেখানে গোর্খা হিল কাউন্সিল ছিল। স্বশাসিত সংস্থা হওয়ায় দুটি ক্ষেত্রেই তাদের নিজস্ব কর্মী নিয়োগের অধিকার ছিল । রাজ্য সরকারি কর্মচারী এবং পাহাড়ে কাজ করা সরকারি কর্মচারীদের মধ্যে বেতন এবং পেনশনের ক্ষেত্রে ভিন্নতা ছিল । দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের দাবি ছিল স্বশাসিত হওয়া সত্ত্বেও জিটিএর কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন পান না। এমনকী বেতন কাঠামো নেই ৷ কর্মীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন দিতে হবে ৷ এবার সেই দাবি মেনে নিল রাজ্য সরকার।

আরও পড়ুন : জিটিএ বোর্ডে তৃণমূলকেও সঙ্গে নিলেন সিইও অনিত থাপা

এতদিন জিটিএ-তে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ছিল স্বাধিকার দেওয়া জিটিএ কর্মীদের থেকে বেশি । নতুন এই বিজ্ঞপ্তির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সমহারে বেতন পাবেন জিটিএর কর্মীরা। একইসঙ্গে তাঁরাও রাজ্য সরকারি কর্মচারীদের মতই অবসরকালীন সুযোগ-সুবিধাও পাবেন ।

হাওড়া, 25 অগস্ট: এবার রাজ্য সরকারি কর্মচারীদের হারেই বেতন এবং পেনশন পাবেন জিটিএর কর্মীরা (New Salary Structure For GTA Employee)। এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে ৷ প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পাহাড়ে বসবাসকারী মানুষদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে জিটিএ গঠিত হয়।

বর্তমানে যে আইনটি কার্যকরী সেটি 2011 সালের। এর আগে অর্থাৎ 1986 সাল থেকে সেখানে গোর্খা হিল কাউন্সিল ছিল। স্বশাসিত সংস্থা হওয়ায় দুটি ক্ষেত্রেই তাদের নিজস্ব কর্মী নিয়োগের অধিকার ছিল । রাজ্য সরকারি কর্মচারী এবং পাহাড়ে কাজ করা সরকারি কর্মচারীদের মধ্যে বেতন এবং পেনশনের ক্ষেত্রে ভিন্নতা ছিল । দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের দাবি ছিল স্বশাসিত হওয়া সত্ত্বেও জিটিএর কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন পান না। এমনকী বেতন কাঠামো নেই ৷ কর্মীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন দিতে হবে ৷ এবার সেই দাবি মেনে নিল রাজ্য সরকার।

আরও পড়ুন : জিটিএ বোর্ডে তৃণমূলকেও সঙ্গে নিলেন সিইও অনিত থাপা

এতদিন জিটিএ-তে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ছিল স্বাধিকার দেওয়া জিটিএ কর্মীদের থেকে বেশি । নতুন এই বিজ্ঞপ্তির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সমহারে বেতন পাবেন জিটিএর কর্মীরা। একইসঙ্গে তাঁরাও রাজ্য সরকারি কর্মচারীদের মতই অবসরকালীন সুযোগ-সুবিধাও পাবেন ।

Last Updated : Aug 25, 2022, 9:55 AM IST

For All Latest Updates

TAGGED:

GTA Employee
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.