ETV Bharat / state

দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ

স্থানীয় সূত্রে খবর গত ২৮ ডিসেম্বর শ্যামপুরের আইমা এলাকায় গৃহবধূ ইয়াসমিনা বেগম ও তাঁর দেড় মাসের কন্যা শর্মিলা খাতুনের গায়ে আগুন লাগিয়ে দেয় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । উলুবেড়িয়া হাসপাতাল ভর্তি করা হয়েছিল অগ্নিদগ্ধ মা ও মেয়ে দুজনকেই । গত ১ জানুয়ারি মৃত্যু হয় ইয়াসমিনা খাতুনের । গতকাল রাতে মারা যায় শিশু কন্যা ।

দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ
দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ
author img

By

Published : Jan 10, 2021, 10:13 PM IST

হাওড়া, 10 জানুয়ারি : আগুনে পুড়ে মৃত্যু এক দেড় মাসের কন্যা সন্তানের । চূড়ান্ত অমানবিক ও বেদনাদায়ক এই ঘটনাটি ঘটে গ্রামীন হাওড়ার শ্যামপুরের আইমাতে । মৃতের নাম শর্মিলা খাতুন ।

স্থানীয় সূত্রে খবর গত 28 ডিসেম্বর শ্যামপুরের আইমা এলাকায় গৃহবধূ ইয়াসমিনা বেগম ও তাঁর দেড় মাসের কন্যা শর্মিলা খাতুনের গায়ে আগুন লাগিয়ে দেয় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । ইয়াসমিনার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুর বাড়ি থেকে বাইক কেনার টাকা জন্য টাকা চেয়ে চাপ দিত শরিফুল মল্লিক । কিন্তু বাইক কেনার টাকা না দেওয়াতেই ঘটল বিপত্তি । বাইক কেনার টাকা না পেয়ে আক্রোশে স্ত্রী ও দেড় বছরের কন্যার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে । উলুবেড়িয়া হাসপাতাল ভর্তি করা হয়েছিল অগ্নিদগ্ধ মা ও মেয়ে দুজনকেই । গত 1 জানুয়ারি মৃত্যু হয় ইয়াসমিনা খাতুনের । গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালেই ভর্তি ছিল দেড় মাসের শিশু কন্যা । গতকাল রাতে মারা যায় সে ।

আরও পড়ুন : প্রাপ্য টাকা চাইতে যাওয়ায় মারধর,মৃত ব্যক্তি

ইয়াসমিনের বাপের বাড়ি লিখিত অভিযোগ জমা করেছে শ্যামপুর থানায় । গতকাল শিশু কন্যার মৃত্যুর পর থেকেই ইয়াসমিনের শ্বশুরবাড়ির লোকেরা পলাতক । অভিযুক্তদের খুঁজে বের করতে গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ । মা ও মেয়ের মৃত্যুর পরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হাওড়া, 10 জানুয়ারি : আগুনে পুড়ে মৃত্যু এক দেড় মাসের কন্যা সন্তানের । চূড়ান্ত অমানবিক ও বেদনাদায়ক এই ঘটনাটি ঘটে গ্রামীন হাওড়ার শ্যামপুরের আইমাতে । মৃতের নাম শর্মিলা খাতুন ।

স্থানীয় সূত্রে খবর গত 28 ডিসেম্বর শ্যামপুরের আইমা এলাকায় গৃহবধূ ইয়াসমিনা বেগম ও তাঁর দেড় মাসের কন্যা শর্মিলা খাতুনের গায়ে আগুন লাগিয়ে দেয় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । ইয়াসমিনার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুর বাড়ি থেকে বাইক কেনার টাকা জন্য টাকা চেয়ে চাপ দিত শরিফুল মল্লিক । কিন্তু বাইক কেনার টাকা না দেওয়াতেই ঘটল বিপত্তি । বাইক কেনার টাকা না পেয়ে আক্রোশে স্ত্রী ও দেড় বছরের কন্যার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে । উলুবেড়িয়া হাসপাতাল ভর্তি করা হয়েছিল অগ্নিদগ্ধ মা ও মেয়ে দুজনকেই । গত 1 জানুয়ারি মৃত্যু হয় ইয়াসমিনা খাতুনের । গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালেই ভর্তি ছিল দেড় মাসের শিশু কন্যা । গতকাল রাতে মারা যায় সে ।

আরও পড়ুন : প্রাপ্য টাকা চাইতে যাওয়ায় মারধর,মৃত ব্যক্তি

ইয়াসমিনের বাপের বাড়ি লিখিত অভিযোগ জমা করেছে শ্যামপুর থানায় । গতকাল শিশু কন্যার মৃত্যুর পর থেকেই ইয়াসমিনের শ্বশুরবাড়ির লোকেরা পলাতক । অভিযুক্তদের খুঁজে বের করতে গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ । মা ও মেয়ের মৃত্যুর পরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.