ডোমজুড়, 10 অক্টোবর: জগাছার বাসিন্দা সুরেশ সাউ খুনের তদন্তে এবার আসরে নামল ফরেনসিক দল ৷ কলকাতা থেকে খেঁজুরতলায় গিয়েছে ফরেনসিক দলটি (Forensic team investigating case) । তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন ও সেখান থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করেন ।
এদিন গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দু'জনকে সঙ্গে করে যৌথ দল ওই এলাকাতে আসে । এই খেঁজুরতলাতেই মৃত সুরেশের বাস দেখাশোনার কাজ করতো ধৃত মিঠুন । সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে দুপুর আড়াইটে ডোমজুড় ও জগাছা থানার যৌথ অভিযানে আসে রাজ্য ফরেনসিক দল । যদিও তদন্তের স্বার্থে প্রকাশ্যে তাঁরা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ।
উল্লেখ্য, হাওড়ার নিবরা এলাকা থেকে রেলকর্মীর মুণ্ডহীন দেহাবশেষ উদ্ধার হয় (Howrah Murder Case) ৷ যে ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য আসে পুলিশের হাতে ৷ জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও সম্পত্তি হাতানোর উদ্দেশ্যে রেল কর্মী সুরেশ সাউকে খুন করা হয়েছিল ৷ জগাছার বাসিন্দা সুরেশ সাউ হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা (Three Arrested in Howrah Rail Worker Murder Case) ৷ তাদেরকে জেরা করে মৃত সুরেশের মুণ্ডহীন দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, দশমীর দিন সুরেশকে খুন করা হয় ৷ তাঁর মাথাহীন দেহ উদ্ধার হয় সলপ এলাকার নিবরার একটি পরিত্যক্ত জমি থেকে ৷ দেহ উদ্ধারের বেশ কয়েকদিন পর জানা যায় ওই ব্যক্তির নাম সুরেশ সাউ ৷ তিনি জগাছার সুন্দর পাড়ার বাসিন্দা ৷ সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কর্মরত ছিলেন সুরেশ ৷ জগাছাতে তিনি স্থায়ীভাবে না থাকলেও, তাঁর স্ত্রী ওই এলাকার বহুদিনের বাসিন্দা ৷ পুলিশ জানতে পারে, সেই সূত্রে সুরেশ কিছুদিন আগে সেখানে বসবাস করতে শুরু করেন (Howrah Rail Worker Murder Case) ৷
আরও পড়ুন: ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মিঠুন ও শেখরকে গ্রেফতার করে । জেরার মুখে দুজনেই সুরেশকে খুন করার কথা স্বীকার করে নেয়। মিঠুন সুরেশের দু'টি বাসের দেখাশোনা করতেন ৷ এরই মাঝে সুরেশের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান মিঠুন বলে পুলিশের অনুমান ৷ সুরেশকে নিজেদের মাঝখান থেকে সরাতে মিঠুন তাঁকে খুনের পরিকল্পনা করেন ৷ সেই কাজে মিঠুন সুরেশের শ্যালিকার ছেলে শেখরকে নিজের সঙ্গে নেন ৷
মূলত সুরেশের সম্পত্তি হাতানোর উদ্দেশ্যেই এই খুন বলে পুলিশি তদন্তে উঠে আসে । যদিও পুলিশের অনুমান, সুরেশের শ্যালিকা ও তাঁর স্ত্রীও এই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে । তাই তাদেরকেও আজকে আটক করে থানাতে নিয়ে আসে জগাছা থানার পুলিশ । জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডে তাঁদের ভূমিকা কতটা তা জানার চেষ্টা করে তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন: জগাছায় রেল কর্মী সুরেশ সাউ খুনে গ্রেফতার 2
আটক স্ত্রীর অভিযোগ, তাঁর বোনের মেয়েকে ধর্ষণ করেন সুরেশ । সেই ঘটনারই প্রতিশোধ নিতেই শেখরকে নিয়ে ছক কষে স্বামীকে খুন করায় স্ত্রী রাজেশ্বরী সাউ | সেই পরিকল্পনার অঙ্গ হিসাবেই স্বামীর দেহ থেকে মাথা আলাদা করে, দেহ এক জায়গায় ও মাথা অন্য জায়গায় ফেলে দেওয়া হয় | যদিও স্ত্রীর দাবিকে যাচাই করার পরেই গ্রেফতার করা হয় তাঁকে বলে জানায় পুলিশ ।