ETV Bharat / state

Uttarakhand Landslide: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ রাজ্যের 5 পর্যটক - Five Tourists from West Bengal Went Missing in Uttarakhand

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ বাংলার 5 পর্যটক ৷ পঞ্চমীর দিন তাঁরা ট্রেকিংয়ের জন্য বেরয় ৷ গত 12 অক্টোবর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ওই পর্যটকদের মধ্যে 3 জন হাওড়ার বাসিন্দা ৷ 1 জন বেহালার এবং 1 জন নদিয়ার বাসিন্দা ৷

five-tourists-from-west-bengal-went-missing-while-trekking-in-uttarakhand
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ রাজ্যের 5 পর্যটক
author img

By

Published : Oct 22, 2021, 10:08 PM IST

হাওড়া, 22 অক্টোবর : দুর্গাপুজোর পঞ্চমীর দিন হাওড়ার বাগনানের বাসিন্দা সাগর দে, শরীৎ শেখর দাস, চন্দ্রশেখর দাস ও নদিয়ার রানাঘাটের বাসিন্দা প্রীতম রায় ও বেহালার বাসিন্দা সাধন বসাক-সহ একটি দল উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে যান ৷ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, তাঁদের যোশীমঠ থেকে বাগেশ্বরে ট্রেক করার কথা ছিল ৷ তার পর সেখান থেকে কাটাপাস যাওয়ার কথা ছিল ৷ উত্তরাখণ্ডে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, তার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ গভীর উদ্বেগে রয়েছে ট্রেকিংয়ে যাওয়া ওই সদস্যদের পরিবার ৷ উত্তরাখণ্ডের প্রশাসনও তাঁদের কোনও খোঁজ পায়নি ৷

72 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও কোনও খবরই পরিবারের সদস্যরা পাননি ৷ কিন্তু, বিভিন্ন সূত্র মারফৎ যেটা জানতে পারা যাচ্ছে, তাঁরা সকলে নিখোঁজ রয়েছেন ৷ ট্রেকিংয়ে যাওয়া অভিযাত্রীদের খোঁজ করতে পরিবারের তরফে বাগনানের বিধায়ক অরুণাভ সেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ বিধায়কের চেষ্টায় প্রশাসনিক স্তরে তাঁদের পাশে দাঁড়ানোর ও সম্পূর্ণভাবে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে নিখোঁজ হওয়া দলের এক পরিবারের এক সদস্য সলিল দে জানান, তাঁর ছেলে 10 বছর ধরে ট্রেকিংয়ে যাচ্ছে ৷ এর আগে তিনিও ট্রেকিং করেছে ৷ দু’মাস আগে থেকে এই ট্রেকিংয়ের পরিকল্পনা করেছিলেন তাঁর ছেলে ৷ তিনিই ওই ট্রেকিংয়ের দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন ৷

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ রাজ্যের 5 পর্যটক

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

তাঁরা চলতি মাসের 8 তারিখে কাটাপাস থেকে ট্রেকিং করার কথা ছিল তাঁদের । কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের জন্য তারা 10 অক্টোবর সেখান থেকে 5 জনের একটি দল তৈরি করে রওনা দেয় ৷ পরিবারের সঙ্গে শেষ কথা হয় 11 অক্টোবর সন্ধ্যা 6 টায় ৷ তখন তাঁরা ট্রেক করে খারখারিয়া পৌঁছে ছিল ৷ তার পর থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি ওই ট্রেকিং দলের সঙ্গে ৷ গতকাল সলিল দে এক আত্মীয়ের সূত্রে জানতে পারেন যে, তাঁর ছেলে সহ গোটা ট্রেকিংয়ের দলটি নিখোঁজ হয়ে গিয়েছে ৷ যদিও প্রশাসনিক ভাবে এখনও কিছু সঠিকভাবে তাঁদেরকে জানানো হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Uttarakhand Avalanche : তুষার ঝড় আটকে পড়া এক বাঙালি পর্যটককে উদ্ধার, বাকিদের সন্ধান চলছে

প্রসঙ্গত, 19 অক্টোবর উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগ ঘটে ৷ পাহাড়ি এলাকায় ধ্বস ও অতিরিক্ত বৃষ্টির জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরাখণ্ডে ৷ দুর্গাপুজোর মরশুমে বাংলা থেকে ঘুরতে গিয়ে ধ্বসের কারণে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক ৷ উত্তরাখণ্ডের স্থানীয় প্রশাসন ও স্থানীয় মানুষদের সাহায্যে অনেকেই এই দুর্যোগের মধ্যেও একটু স্বস্তি পেয়েছেন ৷

হাওড়া, 22 অক্টোবর : দুর্গাপুজোর পঞ্চমীর দিন হাওড়ার বাগনানের বাসিন্দা সাগর দে, শরীৎ শেখর দাস, চন্দ্রশেখর দাস ও নদিয়ার রানাঘাটের বাসিন্দা প্রীতম রায় ও বেহালার বাসিন্দা সাধন বসাক-সহ একটি দল উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে যান ৷ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, তাঁদের যোশীমঠ থেকে বাগেশ্বরে ট্রেক করার কথা ছিল ৷ তার পর সেখান থেকে কাটাপাস যাওয়ার কথা ছিল ৷ উত্তরাখণ্ডে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, তার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ গভীর উদ্বেগে রয়েছে ট্রেকিংয়ে যাওয়া ওই সদস্যদের পরিবার ৷ উত্তরাখণ্ডের প্রশাসনও তাঁদের কোনও খোঁজ পায়নি ৷

72 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও কোনও খবরই পরিবারের সদস্যরা পাননি ৷ কিন্তু, বিভিন্ন সূত্র মারফৎ যেটা জানতে পারা যাচ্ছে, তাঁরা সকলে নিখোঁজ রয়েছেন ৷ ট্রেকিংয়ে যাওয়া অভিযাত্রীদের খোঁজ করতে পরিবারের তরফে বাগনানের বিধায়ক অরুণাভ সেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ বিধায়কের চেষ্টায় প্রশাসনিক স্তরে তাঁদের পাশে দাঁড়ানোর ও সম্পূর্ণভাবে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে নিখোঁজ হওয়া দলের এক পরিবারের এক সদস্য সলিল দে জানান, তাঁর ছেলে 10 বছর ধরে ট্রেকিংয়ে যাচ্ছে ৷ এর আগে তিনিও ট্রেকিং করেছে ৷ দু’মাস আগে থেকে এই ট্রেকিংয়ের পরিকল্পনা করেছিলেন তাঁর ছেলে ৷ তিনিই ওই ট্রেকিংয়ের দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন ৷

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ রাজ্যের 5 পর্যটক

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

তাঁরা চলতি মাসের 8 তারিখে কাটাপাস থেকে ট্রেকিং করার কথা ছিল তাঁদের । কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের জন্য তারা 10 অক্টোবর সেখান থেকে 5 জনের একটি দল তৈরি করে রওনা দেয় ৷ পরিবারের সঙ্গে শেষ কথা হয় 11 অক্টোবর সন্ধ্যা 6 টায় ৷ তখন তাঁরা ট্রেক করে খারখারিয়া পৌঁছে ছিল ৷ তার পর থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি ওই ট্রেকিং দলের সঙ্গে ৷ গতকাল সলিল দে এক আত্মীয়ের সূত্রে জানতে পারেন যে, তাঁর ছেলে সহ গোটা ট্রেকিংয়ের দলটি নিখোঁজ হয়ে গিয়েছে ৷ যদিও প্রশাসনিক ভাবে এখনও কিছু সঠিকভাবে তাঁদেরকে জানানো হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Uttarakhand Avalanche : তুষার ঝড় আটকে পড়া এক বাঙালি পর্যটককে উদ্ধার, বাকিদের সন্ধান চলছে

প্রসঙ্গত, 19 অক্টোবর উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগ ঘটে ৷ পাহাড়ি এলাকায় ধ্বস ও অতিরিক্ত বৃষ্টির জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরাখণ্ডে ৷ দুর্গাপুজোর মরশুমে বাংলা থেকে ঘুরতে গিয়ে ধ্বসের কারণে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক ৷ উত্তরাখণ্ডের স্থানীয় প্রশাসন ও স্থানীয় মানুষদের সাহায্যে অনেকেই এই দুর্যোগের মধ্যেও একটু স্বস্তি পেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.