হাওড়া, 17 এপ্রিল : কোরোনার সংক্রমণ ঠেকাতে কলকাতার মডেলকে হাওড়ায় প্রয়োগ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ হাওড়া পৌরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ফিরহাদ হাকিম ৷ ছিলেন জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পৌর ও পুলিশ কমিশনার সহ অন্যরা ৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, কোরোনার হটস্পটগুলিতে আরও নজরদারি বাড়ানো হবে । সেখানে লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে । পাশাপাশি, বস্তি এলাকাগুলোতে সিভিক ভলান্টিয়রের মাধ্যমে নজরদারি চলবে ।
আজ ফিরহাদ হাকিম বলেন, "দেশের অন্য প্রান্তের তুলনায় কলকাতা ও হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা অনেক কম । জনসংখ্যার নিরিখে এটা অতিমারি নয় । কোরোনা আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে সেটাই এখন চ্যালেঞ্জ ।"
রাজ্যে কোরোনায় মৃত বা আক্রান্তের সংখ্যা কম করে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা । এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তথ্য চেপে সরকারের কি লাভ ? বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে । পৌরসভা মৃত্যুর কারণ ডেথ সার্টিফিকেটে কিছু লেখে না । সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি মৃত্যুর প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখে লিখছে । এরপর তিনি আশ্বস্ত করে বলেন, এরপর থেকে মৃত ব্যক্তির আত্মীয়দের ডেথ সার্টিফিকেট হাওড়া পৌরসভা থেকে দেওয়া হবে ।