হাওড়া, 14 অক্টোবর: ভয়াবহ আগুনে পুড়ে ছাই ইমামির তেলের গুদাম। দমকলের 11টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ শনিবার হাওড়ার সাঁকরাইল এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ আগুন লাগে ৷ প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে ৷ তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনায় হতাহতের খবর নেই ৷
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর 6টা 30 মিনিট নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে । গোডাউনে কোনও শ্রমিক না থাকায় কেউ হতাহত হননি ৷ তবে গোডাউনে বিপুল পরিমাণে ভোজ্য তেল মজুত ছিল ৷ ফলে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ৷ মজুত থাকা ভোজ্য তেল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । ক্ষতির পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য জানা না- গেলেও অনুমান কয়েক কোটি টাকার ভোজ্য তেল ক্ষতিগ্রস্থ হয়েছে ৷
পাশের গোডাউনের কর্মচারী শঙ্কর ভট্টাচার্য বলেন, "প্রথমে গোডাউনের পিছনের অংশে আগুন লাগে । তখন কিছুই বুঝতে পারিনি। তারপর 7টা নাগাদ আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে । আমরাও আতঙ্কিত হয়ে কারখানা থেকে বাইরে বেরিয়ে যাই । গোডাউনের ভিতর তেলের ব্যারেল বিস্ফোরণে তেল গড়িয়ে রাস্তায় এসে পড়ে ৷ এই গোডাউন শ্রমিক থাকতে না। নিরাপ্তত্তারক্ষীরাও বাইরে থাকতেন বলে কারও প্রাণ যায়নি।
আরও পড়ুন: চাঁদনি চকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন
ঘটনাস্থলে ইতিমধ্যেই হাওড়ার নগর পাল প্রবীণ কুমার ত্রিপাঠী ঘটনাস্থলে উপস্থিত হয়েছন ৷ গোডাউন ও তৎসংলগ্ন এলাকা ঘুরে দেখেন ৷ ইমামির ওই গোডাউনের পাশে রয়েছে একটি বহুজাতিক সংস্থার কারখানা ৷ সেখানে আগুনও ছড়িয়ে পড়তে পারত বলে আশঙ্কা। কয়েকমাস আগেই হাওড়ার মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷ নিমেষের মধ্যে আগুনের গ্রাসে চলে গিয়েছিল বহু দোকান ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল প্রচুর ৷ এবার আগুন লাগল ইন্ডাস্ট্রিয়াল পার্কে
আরও পডু়ন: আসানসোলে খাবারের দোকানে আগুন, স্থানীয়দের চেষ্টায় বড় বিপদ থেকে রক্ষা