ডোমজুড়, 22 জানুয়ারি : হাওড়ার ডোমজুড় থানা এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা (fire breaks out at Domjur)। ডোমজুড়ের রাজাপুর এলাকায় একটি থার্মোকল কারখানাতে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । কারখানার ভিতরে দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত থাকার কারণে আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে ।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন, পরে ঘটনাস্থলে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয় ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ ঠিক কী কারণে এদিন ওই আগুন লাগে তা স্পষ্ট নয় ৷ তবে দমকল আধিকারিকদের প্রাথমিক, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে ৷ থার্মোকল কারখানাটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন বিধ্বংসী আকার নেয় বলে দমকল কর্মীরা জানিয়েছেন ৷
আরও পড়ুন : বাইক আরোহীর 8 লাখ টাকা ছিনতাই, চাঞ্চল্য পোলবায়
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা ঘনবসতি পূর্ন এলাকায় ছড়িয়ে পড়ার ভয় ছিল ৷ তবে এদিন দমকল কর্মীদের তৎপরতায় আগুন আর ছড়াতে পারেনি ৷