হাওড়া, 19 ডিসেম্বর: ডুমুরজলায় বস্তি এলাকায় আগুন ৷ মঙ্গলবার সন্ধেয় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ড্রেনেজ ক্যানেল রোডের ধারে একটি বস্তিতে এই অগ্নিকান্ড ঘটে। পুড়ে গিয়েছে 50টির অধিক ক্ষতিগ্রস্থ হয়েছে আগুনে পুড়ে ৷ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের 6টি ইঞ্জিন ৷ পরবর্তীকালে আরও 4টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে আগুনের ভয়াবহতা ক্রমশ বাড়তে থাকায় আরও ইঞ্জিন আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ প্রাথমিক ভাবে দমকলকর্মীদের অনুমান শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে ৷
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ড্রেনেজ ক্যানেল রোডের ধারে একটি বস্তিতে এই অগ্নিকান্ড ঘটে। শীতের সন্ধ্যাতে বেশ কিছু ব্যক্তি ওই এলাকার পুকুরের ধারে আগুন পোহাচ্ছিলেন ৷ সেই সময়ে আচমকাই দমকা বাতাসে আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুকুর পাড়ের একের পর এক ঝুপড়ি । যদিও ঠিক কীভাবে এই আগুন লাগল, স্পষ্টভাবে জানায়নি দমকল । দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন পক্রিয়া শুরু করেন ৷ খবর দেওয়া হয় স্থানীয় চ্যাটার্জীহাট থানা ও দমকল অফিসে । আগুনের একের পর এক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয় ৷ ডুমুরজলাতে আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, 'যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিভিয়ে ফেলেন দমকলের আধিকারিকরা ৷"
যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে আগুন নেভানোর কাজ। যদিও আগুনের যা ভয়ঙ্কর চেহারা, তাতে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে । দুর্ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই আশঙ্কা করছেন বাসিন্দারা। সন্ধ্যার মুখে এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা থেকে বেরোনো ধোঁয়াতে এলাকা ঢেকে গেছে। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে তার দিকে নজর দিচ্ছেন দমকল কর্মীরা । আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালান দমকল কর্মীরা।
আরও পড়ুন: