ETV Bharat / state

Mamata Jaiswal to join TMC : তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র

হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র (Mamata Jaiswal to join TMC) মমতা জয়সওয়াল তৃণমূলে যোগ দিচ্ছেন । এই নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন জেলার শাসক দলের নেতারা ।

author img

By

Published : Dec 8, 2021, 5:39 PM IST

Updated : Dec 8, 2021, 7:29 PM IST

Ex mayor of Howrah Municipal Corporation Mamata Jaiswal joining TMC
হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র যোগ দিচ্ছেন তৃণমূলে, মুখে কুলুপ শাসক দলের

হাওড়া, 8 ডিসেম্বর : পাঁচ বছর আগে সিপিআইএম ছেড়েছেন ৷ হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র (Mamata Jaiswal to join TMC) এবার যোগ দিচ্ছেন তৃণমূলে । যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলার শাসক দলের নেতৃত্ব ।

তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র (Former Howrah Mayor to join Trinamool Congress) মমতা জয়সওয়াল । আগামিকাল হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন মমতা জয়সওয়াল । দীর্ঘদিন সিপিআইএম জেলা কমিটির সদস্য ছিলেন । 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি হাওড়া পৌরনিগমের মেয়র ছিলেন । এর আগে তিনি দু'বারের মেয়র পারিষদ ও একবারের বোরো চেয়ারম্যান ছিলেন । 2013 সালে পৌরনির্বাচনে তিনি পরাজিত হন । সে বছরই দীর্ঘদিনের বামেদের দখলে থাকা হাওড়া পৌরনিগম দখল করে নেয় তৃণমূল কংগ্রেস ।

মমতা জয়সওয়াল জানান, গত পাঁচ বছর ধরে তিনি সিপিআইএম-এর সঙ্গে যুক্ত নন (Mamata Jaiswal of CPIM on way to Trinamool Congress)। দল ছেড়ে দিয়েছেন । বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে তিনি অনুপ্রাণিত । সেই কারণে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

আরও পড়ুন: KMC election 2021 : দলীয় নির্দেশ অমান্য ; তনিমা, সচ্চিদানন্দকে বহিষ্কার করল শাসকদল

তাঁর শাসক দলে যোগদান করতে যাওয়া নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খুলতে নারাজ শাসক দলের নেতারা । এ প্রসঙ্গে সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ জানান, মমতা জয়সওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে কোনও খবর নেই । তাই তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না । পাশাপাশি জেলার (Howrah news) মন্ত্রী অরূপ রায়ও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

যদিও একদা বামপন্থী দল থেকে শাসক দলে যোগদানকারী ও সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লগন দেও সিং জানান, তিনি খোঁজ নেবেন বিষয়টি নিয়ে । যদিও তাঁর দাবি, সম্প্রতি একটি বিবাহের অনুষ্ঠানে মমতা জয়সওয়ালের সঙ্গে তাঁর দেখা হয় । সেখানে প্রাক্তন মেয়র শাসক দলে আসার ইচ্ছেপ্রকাশ করেন । সেইমতো তিনি মমতাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে উপদেশ দেন । তিনি আরও বলেন, মমতা তাঁর দীর্ঘদিনের সহকর্মী । তাই তিনি তৃণমূলে এলে তাঁকে অবশ্যই স্বাগত জানাবেন ।

যদিও মমতা জয়সওয়ালের তৃণমূলে যোগদানের খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা উমেশ রাই । তিনি বলেন, একসময় মমতা জয়সওয়াল হাওড়ার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলে অধুনা শাসক দল সেটাকেই পৌরনিগমের নির্বাচনের ইস্যু করেছিল । আসলে সিপিআইএমের উন্নততর দল তৃণমূল কংগ্রেস ৷ মমতা জয়সওয়ালকে দলে নিয়ে সেটাই প্রমাণ করল ঘাসফুল শিবির ।

আরও পড়ুন: TMC leader files fir over selfie with pistol contro : পিস্তল হাতে ছবি, দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল নেত্রীর

যদিও সিপিআইএমের জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বিষয়টিকে গুরুত্বহীন বলে জানান । তিনি বলেন, মমতা জয়সওয়াল এখন সিপিআইএমের সদস্য নন । তাই তাঁর বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার নেই ।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের মুখেই বাম রাজনীতি ছেড়ে শাসকদলে যোগ দেন হাওড়ার প্রাক্তন সাংসদ লগন দেও সিং । বিধানসভার নির্বাচনের পরে মন্ত্রী অরূপ রায়ের জায়গায় তাঁকে সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয় ।

হাওড়া, 8 ডিসেম্বর : পাঁচ বছর আগে সিপিআইএম ছেড়েছেন ৷ হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র (Mamata Jaiswal to join TMC) এবার যোগ দিচ্ছেন তৃণমূলে । যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলার শাসক দলের নেতৃত্ব ।

তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র (Former Howrah Mayor to join Trinamool Congress) মমতা জয়সওয়াল । আগামিকাল হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন মমতা জয়সওয়াল । দীর্ঘদিন সিপিআইএম জেলা কমিটির সদস্য ছিলেন । 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি হাওড়া পৌরনিগমের মেয়র ছিলেন । এর আগে তিনি দু'বারের মেয়র পারিষদ ও একবারের বোরো চেয়ারম্যান ছিলেন । 2013 সালে পৌরনির্বাচনে তিনি পরাজিত হন । সে বছরই দীর্ঘদিনের বামেদের দখলে থাকা হাওড়া পৌরনিগম দখল করে নেয় তৃণমূল কংগ্রেস ।

মমতা জয়সওয়াল জানান, গত পাঁচ বছর ধরে তিনি সিপিআইএম-এর সঙ্গে যুক্ত নন (Mamata Jaiswal of CPIM on way to Trinamool Congress)। দল ছেড়ে দিয়েছেন । বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে তিনি অনুপ্রাণিত । সেই কারণে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

আরও পড়ুন: KMC election 2021 : দলীয় নির্দেশ অমান্য ; তনিমা, সচ্চিদানন্দকে বহিষ্কার করল শাসকদল

তাঁর শাসক দলে যোগদান করতে যাওয়া নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খুলতে নারাজ শাসক দলের নেতারা । এ প্রসঙ্গে সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ জানান, মমতা জয়সওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে কোনও খবর নেই । তাই তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না । পাশাপাশি জেলার (Howrah news) মন্ত্রী অরূপ রায়ও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

যদিও একদা বামপন্থী দল থেকে শাসক দলে যোগদানকারী ও সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লগন দেও সিং জানান, তিনি খোঁজ নেবেন বিষয়টি নিয়ে । যদিও তাঁর দাবি, সম্প্রতি একটি বিবাহের অনুষ্ঠানে মমতা জয়সওয়ালের সঙ্গে তাঁর দেখা হয় । সেখানে প্রাক্তন মেয়র শাসক দলে আসার ইচ্ছেপ্রকাশ করেন । সেইমতো তিনি মমতাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে উপদেশ দেন । তিনি আরও বলেন, মমতা তাঁর দীর্ঘদিনের সহকর্মী । তাই তিনি তৃণমূলে এলে তাঁকে অবশ্যই স্বাগত জানাবেন ।

যদিও মমতা জয়সওয়ালের তৃণমূলে যোগদানের খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা উমেশ রাই । তিনি বলেন, একসময় মমতা জয়সওয়াল হাওড়ার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলে অধুনা শাসক দল সেটাকেই পৌরনিগমের নির্বাচনের ইস্যু করেছিল । আসলে সিপিআইএমের উন্নততর দল তৃণমূল কংগ্রেস ৷ মমতা জয়সওয়ালকে দলে নিয়ে সেটাই প্রমাণ করল ঘাসফুল শিবির ।

আরও পড়ুন: TMC leader files fir over selfie with pistol contro : পিস্তল হাতে ছবি, দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল নেত্রীর

যদিও সিপিআইএমের জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বিষয়টিকে গুরুত্বহীন বলে জানান । তিনি বলেন, মমতা জয়সওয়াল এখন সিপিআইএমের সদস্য নন । তাই তাঁর বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার নেই ।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের মুখেই বাম রাজনীতি ছেড়ে শাসকদলে যোগ দেন হাওড়ার প্রাক্তন সাংসদ লগন দেও সিং । বিধানসভার নির্বাচনের পরে মন্ত্রী অরূপ রায়ের জায়গায় তাঁকে সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয় ।

Last Updated : Dec 8, 2021, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.