ETV Bharat / state

Eastern Railway Revenue: যাত্রী ও পণ্য পরিবহণে জানুয়ারি মাসে সর্বোচ্চ আয় পূর্ব রেলের - passenger and goods transportation

এ বছর জানুয়ারি মাসে সর্বোচ্চ আয়ের মাইলফলক ছুঁল পূর্ব রেল (Eastern Railway) ৷ যাত্রী ও পণ্য পরিবহণে মোট আয় হয়েছে 297. 97 কোটি টাকা ৷

Eastern Railway
পূর্ব রেল
author img

By

Published : Feb 14, 2023, 11:10 AM IST

হাওড়া, 14 ফেব্রুয়ারি: যাত্রী ও পণ্য পরিবহণ বাবদ জানুয়ারি মাসে সর্বোচ্চ আয় করল পূর্ব রেল (Eastern Railway makes highest revenue) । এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে ৷ মুখ্য ব্যবস্থাপক অরুণ আরোরার নেতৃত্বেই জানুয়ারি মাসে সর্বোচ্চ আয়ের মাইলফলক ছুঁল পূর্ব রেল । যা কি না এখনও পর্যন্ত পূর্ব রেলের ইতিহাসে সর্বোচ্চ আয় বলেই জানানো হয়েছে । 2023 সালের জানুয়ারি মাসে যাত্রী পরিবহণে পূর্ব রেলের মোট আয় হয়েছে 297.97 কোটি টাকা । যার মধ্যে যাত্রী সংরক্ষিত ব্যবস্থাতে আয় হয়েছে 170.31 কোটি টাকা । এই পরিসংখ্যানটিও এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

সূত্রের খবর, 2020 সালের জানুয়ারি মাসে যাত্রী সংরক্ষিত ব্যবস্থা থেকে পূর্ব রেলের আয় হয়েছিল 132.22 কোটি টাকা । এছাড়াও 2020 সালে যাত্রী পরিবহণ বাবদ এই আয় ছিল 245.14 কোটি টাকা । পণ্য পরিবহণের ক্ষেত্রে 2023 সালের জানুয়ারি মাসে আয় হয়েছে 613.04 কোটি টাকা । যেখানে 2020 সালের জানুয়ারিতে এই বাবদ আয় ছিল 536.83কোটি টাকা (passenger and goods transportation) ।

2022-2023 আর্থিক বর্ষে, এপ্রিল 2022 থেকে জানুয়ারি 2023 সাল পর্যন্ত পূর্ব রেলের পণ্য পরিবহণ থেকে আয় হয়েছে 5195.82 কোটি টাকা । যা কি না 2021-2022 অর্থ বর্ষে 4858.94 কোটি টাকার তুলনাতে 6.93 শতাংশ বৃদ্ধি হয়েছে । যাত্রী পরিষেবা থেকে বর্ধিত আয় 64.48 শতাংশ বলেই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে । এর মধ্যে পার্শেল ও যাত্রীদের মালপত্র বাবদ 2023 সালের জানুয়ারি মাসে আয় হয়েছে 9.43 কোটি টাকা । এই বৃদ্ধি আগে বছরের তুলনাতে 16.73 শতাংশ বেশি বলেই জানিয়েছে পূর্ব রেল ।

কোভিড পর্ব কাটিয়ে ফের ছন্দে ফিরেছে ভারতীয় রেল (Indian Railway) ৷ যাত্রী ও পণ্য পরিবহণ আগের বছরের তুলনায় অনেকাংশ বেড়েছে, তা বলে দিচ্ছে রেলের হিসেব ৷ ভালো ও আরও উন্নত পরিষেবা দিতে পূর্ব রেলের তরফে বিগতদিনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ চালু হয়েছে বন্দেভারত এক্সপ্রেসও (Vande Bharat Express) ৷

আরও পড়ুন: মোহিতনগর স্টেশনকে এবার পণ্য পরিবহণের কাজে লাগাবে রেল

হাওড়া, 14 ফেব্রুয়ারি: যাত্রী ও পণ্য পরিবহণ বাবদ জানুয়ারি মাসে সর্বোচ্চ আয় করল পূর্ব রেল (Eastern Railway makes highest revenue) । এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে ৷ মুখ্য ব্যবস্থাপক অরুণ আরোরার নেতৃত্বেই জানুয়ারি মাসে সর্বোচ্চ আয়ের মাইলফলক ছুঁল পূর্ব রেল । যা কি না এখনও পর্যন্ত পূর্ব রেলের ইতিহাসে সর্বোচ্চ আয় বলেই জানানো হয়েছে । 2023 সালের জানুয়ারি মাসে যাত্রী পরিবহণে পূর্ব রেলের মোট আয় হয়েছে 297.97 কোটি টাকা । যার মধ্যে যাত্রী সংরক্ষিত ব্যবস্থাতে আয় হয়েছে 170.31 কোটি টাকা । এই পরিসংখ্যানটিও এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

সূত্রের খবর, 2020 সালের জানুয়ারি মাসে যাত্রী সংরক্ষিত ব্যবস্থা থেকে পূর্ব রেলের আয় হয়েছিল 132.22 কোটি টাকা । এছাড়াও 2020 সালে যাত্রী পরিবহণ বাবদ এই আয় ছিল 245.14 কোটি টাকা । পণ্য পরিবহণের ক্ষেত্রে 2023 সালের জানুয়ারি মাসে আয় হয়েছে 613.04 কোটি টাকা । যেখানে 2020 সালের জানুয়ারিতে এই বাবদ আয় ছিল 536.83কোটি টাকা (passenger and goods transportation) ।

2022-2023 আর্থিক বর্ষে, এপ্রিল 2022 থেকে জানুয়ারি 2023 সাল পর্যন্ত পূর্ব রেলের পণ্য পরিবহণ থেকে আয় হয়েছে 5195.82 কোটি টাকা । যা কি না 2021-2022 অর্থ বর্ষে 4858.94 কোটি টাকার তুলনাতে 6.93 শতাংশ বৃদ্ধি হয়েছে । যাত্রী পরিষেবা থেকে বর্ধিত আয় 64.48 শতাংশ বলেই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে । এর মধ্যে পার্শেল ও যাত্রীদের মালপত্র বাবদ 2023 সালের জানুয়ারি মাসে আয় হয়েছে 9.43 কোটি টাকা । এই বৃদ্ধি আগে বছরের তুলনাতে 16.73 শতাংশ বেশি বলেই জানিয়েছে পূর্ব রেল ।

কোভিড পর্ব কাটিয়ে ফের ছন্দে ফিরেছে ভারতীয় রেল (Indian Railway) ৷ যাত্রী ও পণ্য পরিবহণ আগের বছরের তুলনায় অনেকাংশ বেড়েছে, তা বলে দিচ্ছে রেলের হিসেব ৷ ভালো ও আরও উন্নত পরিষেবা দিতে পূর্ব রেলের তরফে বিগতদিনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ চালু হয়েছে বন্দেভারত এক্সপ্রেসও (Vande Bharat Express) ৷

আরও পড়ুন: মোহিতনগর স্টেশনকে এবার পণ্য পরিবহণের কাজে লাগাবে রেল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.