উলুবেড়িয়া, 24 মার্চ : উলুবেড়িয়ায় তৃণমূল কর্মী গোবিন্দ প্রামাণিক খুনে CBI বা CID তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ। আজ দুপুরে হাওড়া গ্রামীণ মহিলা মহাসম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। শনিবার গোবিন্দ প্রামাণিক খুনের পরই BJP-র দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। সেই বিষয়ে দিলীপবাবু বলেন, "CBI বা CID তদন্ত করে দেখা হোক এই ঘটনায় কারা জড়িত। তৃণমূল কর্মী আদৌ BJP কর্মীদের হাতে খুন হয়েছেন কি না তা জানা যাবে।"
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোবিন্দ প্রামাণিক খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "গোটা পশ্চিমবঙ্গেই তৃণমূলকর্মীরা গোষ্ঠী সংঘর্ষের কারণে খুন হচ্ছেন। BJP খুনের রাজনীতি করে না। আমরা মানুষে বিশ্বাসী। আর তৃণমূলে যত দুষ্কৃতীরা ঢুকে মারামারি করে মরছে, তারাই পশ্চিমবঙ্গের পরিবেশকে কলুষিত করছে। তাই আমরা দাবি করছি অন্যদের দোষারোপ না করে CID তদন্ত করা হোক। তাতেই উঠে আসবে আসল সত্য।"
গোবিন্দ প্রামাণিক খুনের ঘটনায় গ্রামীণ হাওড়ার তৃণমূল সভাপতি পুলক রায় অভিযোগ করেছিলেন, BJP উলুবেড়িয়ার প্রার্থী না পাওয়ার কারণেই এই ধরণের দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে। সেই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি কি BJP-তে আসতে চাইছেন বলে একথা বলছেন? আসতে চাইলে বলুন আমরা নিয়ে নেব। আর প্রার্থী সঠিক সময়েই ঘোষণা করা হবে। ঠিক সময়েই ভোটে লড়ব আমরা। ওরা প্রার্থীতে এগিয়ে আছে, আমারা পার্টিতে। নির্বাচনে জিতব কর্মীদের লড়াই ও জনগণের ভোটে।"