ETV Bharat / state

চোখের জলে বিদায় বেলুড় মঠের স্বামী বাগীশানন্দ মহারাজকে - Death

স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মঠের প্রবেশ পথে দেখা গিয়েছে লম্বা লাইন । গতকাল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল মহারাজের পার্থিব শরীর 13 মার্চ সকাল থেকে বেলুড়মঠে এবং সংস্কৃতি ভবনে শায়িত থাকবে ভক্তদের শ্রদ্ধা নিবেদনের জন্য । ভক্ত ও অনুরাগীবৃন্দ সকাল 9টা থেকে রাত 8 টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ।

বেলুড়মঠে এবং সংস্কৃতি ভবনে শায়িত আছে  স্বামীজির  পার্থিব শরীর
বেলুড়মঠে এবং সংস্কৃতি ভবনে শায়িত আছে স্বামীজির পার্থিব শরীর
author img

By

Published : Mar 13, 2021, 4:54 PM IST

বেলুড়, 13 মার্চ : আজ সকাল থেকে বেলুড় মঠে অগণিত ভক্তের ভিড় । গতকাল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ স্বামী বাগীশানন্দ মহারাজ 12 মার্চ তারিখে সন্ধ্যা 7টা 10 মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মহাযজ্ঞ

এই খবর পাওয়ার পরই আজকে স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মঠের প্রবেশ পথে দেখা গিয়েছে লম্বা লাইন । গতকাল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল মহারাজের পার্থিব শরীর 13 মার্চ সকাল থেকে বেলুড়মঠে এবং সংস্কৃতি ভবনে শায়িত থাকবে ভক্তদের শ্রদ্ধা নিবেদনের জন্য । ভক্ত ও অনুরাগীবৃন্দ সকাল 9টা থেকে রাত 8 টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ।

স্বামী বাগীশানন্দ মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে অগণিত ভক্তের ভিড়

আরও পড়ুন : হাজার হাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে অরূপ রায়

কর্তৃপক্ষ তরফে আরও জানানো হয়েছে, যে সকল ভক্তরা বেলুড়ে আসতে পারবেন না তাঁরা বেলুড় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখতে পাবেন সমস্ত কার্য বিবরণী । জানা গিয়েছে, স্বামীজির শেষকৃত্য শুরু হবে আজ রাত 9টা 15 মিনিট নাগাদ । বেলুড় মঠেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য ।

বেলুড়, 13 মার্চ : আজ সকাল থেকে বেলুড় মঠে অগণিত ভক্তের ভিড় । গতকাল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ স্বামী বাগীশানন্দ মহারাজ 12 মার্চ তারিখে সন্ধ্যা 7টা 10 মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মহাযজ্ঞ

এই খবর পাওয়ার পরই আজকে স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মঠের প্রবেশ পথে দেখা গিয়েছে লম্বা লাইন । গতকাল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল মহারাজের পার্থিব শরীর 13 মার্চ সকাল থেকে বেলুড়মঠে এবং সংস্কৃতি ভবনে শায়িত থাকবে ভক্তদের শ্রদ্ধা নিবেদনের জন্য । ভক্ত ও অনুরাগীবৃন্দ সকাল 9টা থেকে রাত 8 টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ।

স্বামী বাগীশানন্দ মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে অগণিত ভক্তের ভিড়

আরও পড়ুন : হাজার হাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে অরূপ রায়

কর্তৃপক্ষ তরফে আরও জানানো হয়েছে, যে সকল ভক্তরা বেলুড়ে আসতে পারবেন না তাঁরা বেলুড় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখতে পাবেন সমস্ত কার্য বিবরণী । জানা গিয়েছে, স্বামীজির শেষকৃত্য শুরু হবে আজ রাত 9টা 15 মিনিট নাগাদ । বেলুড় মঠেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.