হাওড়া , 14 এপ্রিল : লকডাউনের জটে চেন্নাইয়ে আটকে হাওড়ার যুবকের মৃতদেহ । দেশজুড়ে চলা লকডাউনের কারণে বাড়িতে দেহ আনতে পারছেন না অসহায় বাবা । ফলে মৃত্যুর পর সপ্তাহ ঘুরতে চললেও চেন্নাইয়ের মর্গেই আটকে দেহ । তাই পরিবারের দাবি , চেন্নাই পুলিশের তরফে উদ্যোগ নিয়ে পাঠানো হোক দেহ ৷
মৃতের নাম মহম্মদ হাসান রাজা (19) । হাওড়ার চ্যাটার্জি হাট থানা এলাকার বাসিন্দা । কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন । চলতি মাসের 9 তারিখ সেখানেই মৃত্যু হয় তাঁর । এরপর স্থানীয় ভিরুগম্বকম থানার তরফে সেই মৃত্যুর খবর আসে হাসানের পরিবারের কাছে । পাশাপাশি জানানো হয় , ঘটনাস্থানের নিকটবর্তী কিলপুক মেডিকেল কলেজ এবং হাসপাতালে মৃতদেহটি রাখা আছে । পরিবারের তরফে কেউ সেখানে গেলে মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ কিন্তু দেশব্যাপী লকডাউনে থমকে গোটা দেশ । ফলে এর মধ্যে চেন্নাই পৌঁছাবেন কীভাবে ? তা ভেবে পাচ্ছেন না হাসানের বাবা শেখ সেলিম আলি । সেই সঙ্গে আর্থিক সামর্থ নেই । মৃতের পরিবারের দাবি, চেন্নাই পুলিশের তরফে উদ্যোগ নিয়ে হাসানের দেহ পাঠানো হোক । লকডাউনের কারণে তাঁরা কোনওভাবেই চেন্নাইয়ে পৌঁছাতে পারবেন না ৷
এদিকে, ভিরুগম্বকম থানা সূত্রে জানা গিয়েছে দেহ KMC হাসপাতালের মর্গেই মৃতদেহটি রয়েছে । পরিবারের লোক ছাড়া কারও কাছেই দেহ হস্তান্তর করা সম্ভব নয় । পাশাপাশি আরও জানা গিয়েছে , 9 তারিখ রাতে খাওয়ার পর নিজের ঘরে শুয়েছিলেন হাসান। সকালে মৃতদেহ মেলে । খুন কি না তা স্পষ্ট না হলেও মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলেই চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে ।