ETV Bharat / state

ডুমুরজলা কোয়ারানটিন সেন্টারে শুরু হল কোরোনা পরীক্ষা - corona update West Bengal

বেসরকারি সংস্থার অধীনে প্রতিদিন দুপুর দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত হবে COVID-19 –র টেস্ট । ন্যূনতম 4500 টাকার বিনিময়ে এই টেস্ট করানো যাবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

dumurjala quarantine centre
ডুমুরজলা কোয়ারানটিন
author img

By

Published : May 6, 2020, 3:08 PM IST

হাওড়া, 6 মে : আজ থেকে ডুমুরজলা কোয়ারানটিন সেন্টারে শুরু হল COVID-19 –র টেস্ট । প্রতিদিন দুপুর দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত এই টেস্ট করবে একটি বেসরকারি সংস্থা । ন্যূনতম 4500 টাকার বিনিময়ে এই টেস্ট করানো যাবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । সকালে কোয়ারানটিন সেন্টারে থাকা মানুষের সোয়াব টেস্ট করা হবে । তবে সেই দায়িত্ব থাকছে প্রশাসনের হাতে ।

হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানান, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই তিনদিন সোয়াব নমুনা পরীক্ষা করা হবে । আগেই নাম নথিভুক্ত করে যেতে হবে । সেই অনুযায়ী এই তিনদিন নমুনা সংগ্রহ করার কাজ চলবে । এরপর টেস্ট করে কয়েক ঘণ্টার মধ্যে রিপোর্ট তুলে দেওয়া হবে ।

এর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় গাড়িও নমুনা সংগ্রহের জন্য ঘুরবে বলে জানা গিয়েছে । সেই মোবাইল ভ্যানেও নির্ধারিত 4500 টাকার বিনিময় যে কেউ পরীক্ষা করাতে পারবেন । শুধুমাত্র ডুমুরজলা কোয়ারান্টিন সেন্টার নয়, পরীক্ষা করা হবে সত্যবলা আইডি হাসপাতালেও । বেসরকারি সংস্থার হাত ধরে অত্যন্ত দ্রুততার সঙ্গে টেস্ট হলে সংক্রমণ ছড়ানোর হার এবং আক্রান্তকে শনাক্তকরণ অনেক তাড়াতাড়ি সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ ।


রেড জ়োনের তালিকায় রয়েছে হাওড়া । সংক্রমণের হার এখনও যথেষ্ট বেশি । আক্রান্ত শনাক্তকরণের জন্য টেস্ট আবশ্যক । এই পদক্ষেপে তা ফলপ্রসূ হবে বলে মনে করছেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

হাওড়া, 6 মে : আজ থেকে ডুমুরজলা কোয়ারানটিন সেন্টারে শুরু হল COVID-19 –র টেস্ট । প্রতিদিন দুপুর দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত এই টেস্ট করবে একটি বেসরকারি সংস্থা । ন্যূনতম 4500 টাকার বিনিময়ে এই টেস্ট করানো যাবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । সকালে কোয়ারানটিন সেন্টারে থাকা মানুষের সোয়াব টেস্ট করা হবে । তবে সেই দায়িত্ব থাকছে প্রশাসনের হাতে ।

হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানান, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই তিনদিন সোয়াব নমুনা পরীক্ষা করা হবে । আগেই নাম নথিভুক্ত করে যেতে হবে । সেই অনুযায়ী এই তিনদিন নমুনা সংগ্রহ করার কাজ চলবে । এরপর টেস্ট করে কয়েক ঘণ্টার মধ্যে রিপোর্ট তুলে দেওয়া হবে ।

এর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় গাড়িও নমুনা সংগ্রহের জন্য ঘুরবে বলে জানা গিয়েছে । সেই মোবাইল ভ্যানেও নির্ধারিত 4500 টাকার বিনিময় যে কেউ পরীক্ষা করাতে পারবেন । শুধুমাত্র ডুমুরজলা কোয়ারান্টিন সেন্টার নয়, পরীক্ষা করা হবে সত্যবলা আইডি হাসপাতালেও । বেসরকারি সংস্থার হাত ধরে অত্যন্ত দ্রুততার সঙ্গে টেস্ট হলে সংক্রমণ ছড়ানোর হার এবং আক্রান্তকে শনাক্তকরণ অনেক তাড়াতাড়ি সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ ।


রেড জ়োনের তালিকায় রয়েছে হাওড়া । সংক্রমণের হার এখনও যথেষ্ট বেশি । আক্রান্ত শনাক্তকরণের জন্য টেস্ট আবশ্যক । এই পদক্ষেপে তা ফলপ্রসূ হবে বলে মনে করছেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.