বেলুড়, 22 এপ্রিল : যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো ও পুলকার চালকদের সংঘর্ষে আহত হলেন দু'জন । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি হাওড়ার বেলুড়ের ।
আজ সকালে রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো ও পুলকার চালকদের মধ্যে বচসা শুরু হয় । পরে তা গড়ায় হাতাহাতিতে । বেলুড় থানার সামনে দুপক্ষের মধ্যে লাঠি, রড নিয়ে সংঘর্ষ চলে । চলে ইটবৃষ্টিও ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেলুড় থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরেও চড়াও হয় বিক্ষোভকারীরা । এরমধ্যে এক রাউন্ড গুলি চালায় বিক্ষোভকারীরা । তবে, কেউ গুলিবিদ্ধ হয়নি । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।