ETV Bharat / state

Bus Accident Near Nabanna : নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা - নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা

দুর্ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন (bus accident in second hooghly bridge) ৷ দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘক্ষণ যানজট হয় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

bus accident in second hooghly bridge
Bus Accident Near Nabanna : নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা
author img

By

Published : Jan 11, 2022, 4:23 PM IST

হাওড়া, 11 জানুয়ারি : নবান্নের কাছেই দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা (bus accident in second hooghly bridge) । আহত বেশ কয়েকজন যাত্রী । রাস্তায় গর্ত থাকায় নবান্ন সংলগ্ন দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ওই পথ দুর্ঘটনা হয় বলে অভিযোগ ৷ আহতদের চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় রাস্তায় গর্ত দেখে আচমকাই ব্রেক কষে একটি টেম্পো । আচমকা ব্রেক কষার দরুণ তার পেছনে থাকা একটি মারুতি গাড়িও তার গতি নিয়ন্ত্রণ করে ফেলে আচমকাই । এর জেরে ওই গাড়ি দু’টির পেছনে থাকা সাঁতরাগাছি-ধর্মতলা রুটের বাস তার আগে থাকা ধূলাগড়-শিয়ালদহ রুটের বাসকে সজোরে ধাক্কা মারে ।

আচমকা ধাক্কার জেরে ওই বাসটির ভেতরে থাকা যাত্রীরা আহত হন । আহতদের চিকিৎসা করার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয় । কেউ গুরুতর আহত না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৷

ধূলাগড়-শিয়ালদহ রুটের ওই বাসের চালক সত্য মণ্ডল দাবি করেন, তাঁর গাড়ির সামনে দু’টো ছোট গাড়ি যাচ্ছিল । আচমকাই সামনের গাড়ি ব্রেক কষায় সেও ব্রেক কষিয়ে গাড়ির গতি কমিয়ে নেন । তিনি আরও দাবি করেন, তাঁর বাসের পেছনে সাঁতরাগাছি-ধর্মতলা রুটের বাসটি সজোরে এসে ধাক্কা মারে । ওই বাসের অনেক ক্ষতি হয়েছে ৷ যদিও এতে তাঁর বাসের কোনও ক্ষতি হয়নি ।

Bus Accident Near Nabanna : নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা

পাশাপাশি টেম্পো চালক অভীক মণ্ডল দাবি করেন, তিনি আচমকা ব্রেক কষেননি । বরং রাস্তার বাঁদিক ভাঙা থাকায় ধীরে ধীরে ওই ভাঙা রাস্তার অংশ পার হচ্ছিলেন । তিনি স্বীকার করেন যে, ব্রেকের উপরে তাঁর পা রাখা ছিল । কিন্তু ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালালে গাড়ি লাফাতে থাকে । তাই কোনও অপ্রীতিকর ঘটনা আটকাতেই তিনি ব্রেকে পা রেখেছিলেন ।

দুপুরে দ্বিতীয় হুগলি সেতুর উপরে এভাবে দুর্ঘটনার দরুণ হাওড়া-কলকাতা যাওয়ার লেনে যানজটের সৃষ্টি হয় । দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন : Mangalahat Businessman Agitation : করোনা সংক্রমণের জেরে বন্ধ মঙ্গলাহাট, প্রতিবাদে পথ অবরোধ ব্যবসায়ীদের

হাওড়া, 11 জানুয়ারি : নবান্নের কাছেই দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা (bus accident in second hooghly bridge) । আহত বেশ কয়েকজন যাত্রী । রাস্তায় গর্ত থাকায় নবান্ন সংলগ্ন দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ওই পথ দুর্ঘটনা হয় বলে অভিযোগ ৷ আহতদের চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় রাস্তায় গর্ত দেখে আচমকাই ব্রেক কষে একটি টেম্পো । আচমকা ব্রেক কষার দরুণ তার পেছনে থাকা একটি মারুতি গাড়িও তার গতি নিয়ন্ত্রণ করে ফেলে আচমকাই । এর জেরে ওই গাড়ি দু’টির পেছনে থাকা সাঁতরাগাছি-ধর্মতলা রুটের বাস তার আগে থাকা ধূলাগড়-শিয়ালদহ রুটের বাসকে সজোরে ধাক্কা মারে ।

আচমকা ধাক্কার জেরে ওই বাসটির ভেতরে থাকা যাত্রীরা আহত হন । আহতদের চিকিৎসা করার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয় । কেউ গুরুতর আহত না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৷

ধূলাগড়-শিয়ালদহ রুটের ওই বাসের চালক সত্য মণ্ডল দাবি করেন, তাঁর গাড়ির সামনে দু’টো ছোট গাড়ি যাচ্ছিল । আচমকাই সামনের গাড়ি ব্রেক কষায় সেও ব্রেক কষিয়ে গাড়ির গতি কমিয়ে নেন । তিনি আরও দাবি করেন, তাঁর বাসের পেছনে সাঁতরাগাছি-ধর্মতলা রুটের বাসটি সজোরে এসে ধাক্কা মারে । ওই বাসের অনেক ক্ষতি হয়েছে ৷ যদিও এতে তাঁর বাসের কোনও ক্ষতি হয়নি ।

Bus Accident Near Nabanna : নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা

পাশাপাশি টেম্পো চালক অভীক মণ্ডল দাবি করেন, তিনি আচমকা ব্রেক কষেননি । বরং রাস্তার বাঁদিক ভাঙা থাকায় ধীরে ধীরে ওই ভাঙা রাস্তার অংশ পার হচ্ছিলেন । তিনি স্বীকার করেন যে, ব্রেকের উপরে তাঁর পা রাখা ছিল । কিন্তু ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালালে গাড়ি লাফাতে থাকে । তাই কোনও অপ্রীতিকর ঘটনা আটকাতেই তিনি ব্রেকে পা রেখেছিলেন ।

দুপুরে দ্বিতীয় হুগলি সেতুর উপরে এভাবে দুর্ঘটনার দরুণ হাওড়া-কলকাতা যাওয়ার লেনে যানজটের সৃষ্টি হয় । দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন : Mangalahat Businessman Agitation : করোনা সংক্রমণের জেরে বন্ধ মঙ্গলাহাট, প্রতিবাদে পথ অবরোধ ব্যবসায়ীদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.