ETV Bharat / state

লক্ষ্মীরতন-বৈশালির কারণেই লোকসভায় উত্তর হাওড়া, বালিতে খারাপ ফল তৃণমূলের ? - Baishali Dalmiya

হাওড়ায় দুটি বিধানসভায় হারের কারণ খুঁজতে কাউন্সিলরদের নিয়ে গোপন বৈঠক করলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । সূত্রের খবর, বৈঠকে হারের কারণ হিসেবে উঠে আসে লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার নাম ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 30, 2019, 9:22 PM IST

Updated : Jun 30, 2019, 9:39 PM IST

হাওড়া, 30 জুন : লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূলের সবচেয়ে খারাপ ফল হয়েছে উত্তর হাওড়া ও বালি বিধানসভা কেন্দ্রে । হারের কারণ খুঁজতে আজ কাউন্সিলরদের নিয়ে গোপন বৈঠক সারলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । সূত্রের খবর, বৈঠকে হারের কারণ হিসেবে উঠে আসে লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার নাম । শোনা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে হাওড়ায় তৃণমূলের সাংগঠনিকস্তরে ব্যাপক রদবদল হতে পারে ।

লোকসভা নির্বাচনে হাওড়া ও উলুবেড়িয়া, এই দুটি কেন্দ্রেই জিতেছে তৃণমূল । তবে উত্তর হাওড়া ও বালি বিধানসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে আছে দল । তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল নেতৃত্ব । আজকের বৈঠকে এই হারের জন্য লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার দিকে আঙুল তোলেন দুই কাউন্সিলর গৌতম চৌধুরি ও তফজিল আহমেদ ।

অরূপ রায়ের বক্তব্য

এবিষয়ে হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায় বলেন, "এটা দলের অন্দরের আলোচনা । বন্ধ ঘরের কোনও আলোচনা নিয়ে আমরা বাইরে মন্তব্য করতে চাই না ।"

হাওড়া, 30 জুন : লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূলের সবচেয়ে খারাপ ফল হয়েছে উত্তর হাওড়া ও বালি বিধানসভা কেন্দ্রে । হারের কারণ খুঁজতে আজ কাউন্সিলরদের নিয়ে গোপন বৈঠক সারলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । সূত্রের খবর, বৈঠকে হারের কারণ হিসেবে উঠে আসে লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার নাম । শোনা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে হাওড়ায় তৃণমূলের সাংগঠনিকস্তরে ব্যাপক রদবদল হতে পারে ।

লোকসভা নির্বাচনে হাওড়া ও উলুবেড়িয়া, এই দুটি কেন্দ্রেই জিতেছে তৃণমূল । তবে উত্তর হাওড়া ও বালি বিধানসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে আছে দল । তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল নেতৃত্ব । আজকের বৈঠকে এই হারের জন্য লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার দিকে আঙুল তোলেন দুই কাউন্সিলর গৌতম চৌধুরি ও তফজিল আহমেদ ।

অরূপ রায়ের বক্তব্য

এবিষয়ে হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায় বলেন, "এটা দলের অন্দরের আলোচনা । বন্ধ ঘরের কোনও আলোচনা নিয়ে আমরা বাইরে মন্তব্য করতে চাই না ।"

রাজু বিশ্বাস,বারাসত:- কাটমানি ইশুতে এবার বারাসত পৌরসভার তৃনমূল কাউন্সিলর ও পৌর পারিষদ অরুন ভৌমিকের বাড়িতে হামলা করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তাঁর বাড়ি ও ওয়ার্ড অফিস লক্ষ্য করে পাথর বৃষ্টি করার‌ও অভিযোগ উঠেছে।ঘটনাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন এলাকার।কাটমানি ইশুতে আজ বিকালে বারাসত শহরে মিছিল করে বিজেপি। মিছিলে পা মেলান দলের বহু কর্মী-সমর্থক।মিছিল থেকে বারাসত পৌরসভার দুর্নীতি, কাউন্সিলর অরুন ভৌমিকের কাটমানির বিরুদ্ধে সোচ্চার হন তাঁরা। আওয়াজ ওঠে কাউন্সিলর অরুন ভৌমিকের কাটমানি ফেরত দেওয়ারও।মিছিল থেকে গন্ডগোলের আশঙ্কায় আগেভাগেই পুলিশ মোতায়েন ছিল কাউন্সিলর অরুন ভৌমিকের বাড়ির সামনে। কিন্তু, তারপরেও পুলিশের উপস্থিতিতে তাঁর বাড়ি ও ওয়ার্ড অফিসে হামলার চেষ্টা করা হয় অভিযোগ।এমনকি, পতাকা হাতে পুলিশের দিকে তেড়ে যেতেও দেখা যায় বিজেপির কয়েকজন কর্মীকে।যার ফলে, সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও, কর্মীদের সরিয়ে নিয়ে যায় বিজেপির স্থানীয় নেতারা।মধু রায় নামে এক তৃনমূল কর্মী বলেন,"মিছিল সন্ধ্যার সময় ওই তৃনমূল কাউন্সিলের ওয়ার্ড অফিসের সামনে আসলে হঠাত‌ই জয় শ্রী রাম ধ্বনি দিতে শুরু করে অল্প বয়সী ছেলেরা।তখন আমরা ওয়ার্ড অফিসের ভিতরে বিশ্বকাপের খেলা দেখতে ব‍্যস্ত।জয় শ্রী রাম ধ্বনি শুনে বাইরে বেরিয়ে আসি।দেখি চেঁচামেচি হচ্ছে,আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে বিজেপির ছেলেরা। তাদের প্রত্যেকের হাতে বাঁশ ছিল। আমাকে জুতো ছুঁড়ে মারল।সেই জুতো কপালে এসে লাগে।এরপর, পুলিশ ওদের সরিয়ে নিয়ে যায়"। তিনি আরও বলেন,"মিছিল থেকে বিজেপির কিছু ছেলে ওয়ার্ডের অফিসের শাটারে লাথি মারে।পাইপ ভেঙে দেয়। ওদের হাবভাব দেখে মনে হচ্ছিল, কাউন্সিলর‌ই টার্গেট। বাড়িতে হামলার চেষ্টা ছিল। কিন্তু, পুলিশ থাকায় সেটা সম্ভব হয়নি"। স্থানীয় বাসিন্দা বৈদ‍্যনাথ কর্মকার বলেন,"আমরা রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখছিলাম। সেই সময় বিজেপির মিছিল থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল।বলা হচ্ছিল, কাউন্সিলর কাটমানি "চোর"। জুতো ও ইট ছোঁড়া হয় কাউন্সিলের বাড়ি লক্ষ্য করে। ঘটনার সময় কাউন্সিলর বাড়িতে ছিলেন না। পুলিশ আগেই মোতায়েন করা হয়েছিল তাঁর বাড়ির সামনের রাস্তায়। ফলে,বড়সড় কিছু হয়নি"। এদিকে,কাটমানির টাকা ফেরতের দাবিতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর ও পৌর পারিষদ চম্পক দাসের ওয়ার্ড অফিস লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মিছিল থেকে সঞ্জীব দাস নামে এক তৃনমূল কর্মীকে মারধরও করা হয়। কাউন্সিলর চম্পক দাসের অভিযোগ,"বিজেপি নেতা জয় ব্যানার্জীর নেতৃত্বে এই হামলা হয়েছে।বিজেপি বারাসত পৌরসভা এলাকায় অরাজকতা তৈরির চেষ্টা করছে।আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব"। যদিও দুটো ঘটনাতেই হামলার অভিযোগ অস্বীকার করে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জী বলেন,"কাটমানির টাকা ফেরতের দাবিতে মিছিল হয়েছে ঠিকই। কিন্তু, যা ঘটেছে সেটা জনরোষ থেকেই।মানুষ‌ই যা করার করবে। আমাদের কিছু করতে হবেনা"।
Last Updated : Jun 30, 2019, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.