ETV Bharat / state

''তৃণমূল কংগ্রেস কি কম্পানি ? ডিরেক্টর কে?'' মমতাকে খোঁচা মুকুলের - BJP

সম্প্রতি হালিশহরের বেশকিছু কাউন্সিলরকে দিল্লি নিয়ে গিয়ে BJP-তে যোগদান করার মুকুল রায় । ঘটনার দু'দিন যেতে না যেতেই ফের তাঁরা তৃণমূলে ফিরে আসেন। এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "তাঁরা BJP-র হয়ে লড়াই করেননি । তাঁদের মনে হয়েছে যে ফের দল বদলের প্রয়োজন । তাই তাঁরা দল বদল করেছেন ।" আজ দলীয় একটি সভায় যোগ দিয়ে এই কথা বললেন BJP নেতা মুকুল রায় । সেখানে তাঁর হাত ধরে BJP-তে যোগ দেন বেশ কিছু শিক্ষক ।

মমতাকে খোঁচা মুকুলের
author img

By

Published : Jul 14, 2019, 5:08 PM IST

হাওড়া, 14 জুলাই : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন মুকুল রায়। আর্থিক কারচুপির অভিযোগও আনলেন তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার একটি দলীয় সভায় মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশান্ত কিশোরকে পেমেন্ট করা হচ্ছে CSR ফান্ড থেকে । কিন্তু, CSR ফান্ড কম্পানির ক্ষেত্রেই থাকে । তাহলে কি তৃণমূল কংগ্রেস একটি কম্পানি ? যদি তাই হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ম্যানেজিং ডাইরেক্টর কে ?" সেখানে তাঁর হাত ধরে BJP-তে যোগ দেন বেশ কিছু শিক্ষক ।

সম্প্রতি হালিশহরের বেশ কয়েকজন কাউন্সিলরকে দিল্লি নিয়ে গিয়ে BJP-তে যোগদান করার মুকুল রায় । ঘটনার দু'দিন যেতে না যেতেই ফের তাঁরা তৃণমূলে ফিরে আসেন। এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "তাঁরা BJP-র হয়ে লড়াই করেননি । তাঁদের মনে হয়েছে যে ফের দল বদলের প্রয়োজন । তাই তাঁরা দল বদল করেছেন ।"

অন্যদিকে, হালিশহরের কাউন্সিলরদের দলবদল প্রসঙ্গে ভাটপাড়া BJP নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, তিনি মুকুলবাবুকে নিষেধ করেছিলাম ওই কাউন্সিলরদের দলে না নিতে । কিন্তু, মুকুল বাবু শোনেননি । এর উত্তরে মুকুলবাবু জানিয়েছেন, "তাঁরা BJP-তে আসবেন বলে আমার কাছে আবেদন জানিয়েছিলেন । সেই জন্যই তাঁদের দলে যোগদান করানো হয়েছিল । আমি যেহেতু দলের প্রবীণ নেতা তাই আমি একটু নরম। অর্জুন যুবক তাই ও টাফ । সেই জন্যই ও এই কথা বলেছে ।"

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন মুকুল । অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল বাবুকে বলেছিলেন, মুকুল বাবু নিজের এলাকা সামলাতে পারেন না, তাই তৃণমূল বিধায়কদের সঙ্গে তিনি কীভাবে যোগাযোগ রাখবেন । এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "আমি এখনও দাবি করছি তৃণমূলের 107 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছে । আমার কাছে প্রয়োজনীয় নথিও রয়েছে।''

হাওড়া, 14 জুলাই : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন মুকুল রায়। আর্থিক কারচুপির অভিযোগও আনলেন তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার একটি দলীয় সভায় মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশান্ত কিশোরকে পেমেন্ট করা হচ্ছে CSR ফান্ড থেকে । কিন্তু, CSR ফান্ড কম্পানির ক্ষেত্রেই থাকে । তাহলে কি তৃণমূল কংগ্রেস একটি কম্পানি ? যদি তাই হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ম্যানেজিং ডাইরেক্টর কে ?" সেখানে তাঁর হাত ধরে BJP-তে যোগ দেন বেশ কিছু শিক্ষক ।

সম্প্রতি হালিশহরের বেশ কয়েকজন কাউন্সিলরকে দিল্লি নিয়ে গিয়ে BJP-তে যোগদান করার মুকুল রায় । ঘটনার দু'দিন যেতে না যেতেই ফের তাঁরা তৃণমূলে ফিরে আসেন। এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "তাঁরা BJP-র হয়ে লড়াই করেননি । তাঁদের মনে হয়েছে যে ফের দল বদলের প্রয়োজন । তাই তাঁরা দল বদল করেছেন ।"

অন্যদিকে, হালিশহরের কাউন্সিলরদের দলবদল প্রসঙ্গে ভাটপাড়া BJP নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, তিনি মুকুলবাবুকে নিষেধ করেছিলাম ওই কাউন্সিলরদের দলে না নিতে । কিন্তু, মুকুল বাবু শোনেননি । এর উত্তরে মুকুলবাবু জানিয়েছেন, "তাঁরা BJP-তে আসবেন বলে আমার কাছে আবেদন জানিয়েছিলেন । সেই জন্যই তাঁদের দলে যোগদান করানো হয়েছিল । আমি যেহেতু দলের প্রবীণ নেতা তাই আমি একটু নরম। অর্জুন যুবক তাই ও টাফ । সেই জন্যই ও এই কথা বলেছে ।"

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন মুকুল । অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল বাবুকে বলেছিলেন, মুকুল বাবু নিজের এলাকা সামলাতে পারেন না, তাই তৃণমূল বিধায়কদের সঙ্গে তিনি কীভাবে যোগাযোগ রাখবেন । এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "আমি এখনও দাবি করছি তৃণমূলের 107 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছে । আমার কাছে প্রয়োজনীয় নথিও রয়েছে।''

Intro:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশান্ত কিশোরকে পেমেন্ট করা হচ্ছে সিএসআর ফান্ড থেকে। কিন্তু সি এস আর ফান্ড কোম্পানির থাকে। তাহলে কি তৃণমূল কংগ্রেস একটি কোম্পানি যদি তাই হয় তাহলে তার ম্যানেজিং ডাইরেক্টর কে? দলীয় একটি কার্যক্রমে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন যে তৃণমূলের সভাপতি কে তা আমি অভিষেক এর কাছে জানতে চাই।


Body:সম্প্রতি হালিশহরের বেশকিছু কাউন্সিলর কে দিল্লি নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করার মুকুল রায়। কিন্তু দুদিন যেতে না যেতেই ফের তারা তৃণমূলে ফিরে আসেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি নেতা জানান যে তারা বিজেপির হয়ে লড়াই করেননি তাই তাদের মনে হয়েছে যে ফের দল বদলের প্রয়োজন। তাই তারা দল বদল করেছেন। অন্যদিকে হালিশহরের কাউন্সিলরদের দলবদল এর পর ভাটপাড়া বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেছিলেন আমি মুকুল দা কে বারণ করেছিলাম ওই কাউন্সিলরদের দলে নেওয়ার কথা। কিন্তু উনি শোনেননি। এই প্রশ্নের উত্তরে মুকুল বাবু জানান তারা বিজেপি তে আসবেন বলে আমার কাছে আবেদন জানিয়েছিলেন । সেই জন্যই তাদের দলে যোগদান করানো হয়েছিল। আমি যেহেতু দলের প্রবীণ নেতা তাই আমি একটু নরম। অর্জুন ইয়ং তাই টাফ সেই জন্যই ওই মন্তব্য করেছে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ একহাত নেন মুকুল রায়। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যিনি নিজের এলাকা সামলাতে পারেন না তৃণমূল বিধায়ক দের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখেন এর উত্তরে মুকুলবাবু জানান যে আমি এখনো দাবি করছি তৃণমূলের 107 জন বিধায়ক আমার সাথে যোগাযোগ রাখছে আমার কাছে তার প্রয়োজনীয় নথি ও রয়েছে।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.