বেলুড়, 6 মে : বেলুড়ে স্থানীয় BJP নেতা ও তাঁর পরিবারের সদস্য়দের মারধরের অভিযোগ উঠল হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম পল্টু বণিক। তিনি হাওড়া পৌরনিগমের 57 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর।
আজ সকালে পরিবারের সদস্যদের নিয়ে বুথে ভোট দিতে যান স্থানীয় BJP নেতা রাজা দাস। অভিযোগ, সেই সময় তাঁকে ও তাঁর পরিবারকে ভোট দিতে বাধা দেয় পল্টু বণিক ও তাঁর অনুগামীরা। সেই সময় প্রতিবাদ করেন রাজা দাস ও পরিবারের লোকজন।
আভিযোগ, সেই সময় রাজা দাস ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে পল্টু ও তাঁর অনুগামীরা। খবর পয়ে এলাকায় আসে পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।