ETV Bharat / state

লোকসভা নির্বাচনে বাংলাকে বিশেষ টার্গেট : দিলীপ ঘোষ - lok sabha election

প্রধানমন্ত্রী রাজ্যে ৭টি সভা করবেন। BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৭টি এবং যোগী আদিত্যনাথ ৮টি সভা করবেন।

দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 1, 2019, 9:47 PM IST

Updated : Apr 1, 2019, 11:46 PM IST

উলুবেড়িয়া, ১ এপ্রিল : "লোকসভা নির্বাচনে বাংলাকে বিশেষ টার্গেট করেছে BJP।" বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি রোড শো আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন দিলীপ ঘোষ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী রাজ্যে ৭ টি সভা করবেন। BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৭ টি এবং যোগী আদিত্যনাথ ৮ টি সভা করবেন। প্রয়োজনে সভার সংখ্যা বাড়ানো হতে পারে। রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় BJP নেতা জনসভা করবেন।"

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে BJP কোনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। এই বিষয়ে তিনি বলেন, "প্রার্থী না ঘোষণা করলেই যে BJP পিছিয়ে পড়েছে সেই কথা ভুল। ঠিক সময়ে প্রার্থী ঘোষণা হবে।"

বিভিন্ন রাজনৈতিক দল প্রলোভন দেখিয়ে জনগণের থেকে ভোট চাইছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। রোজই অভিযোগ করা হচ্ছে।"

আজকের রোড শো-তে দিলীপ ঘোষ ছাড়াও ছিলেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়, BJP-র হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক। রোড শো ৬ নম্বর জাতীয় সড়কের যদুরবেড়িয়া মোড় থেকে বৃন্দাবনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যায়।

আজ বিকেলে উলুবেড়িয়া শহরে কংগ্রেস তাদের প্রার্থী সোমারানিশ্রী রায়ের সমর্থনে একটি র‍্যালি বের করে। উলুবেড়িয়া স্টেশন থেকে র‍্যালিটি জেটিঘাটা পর্যন্ত যায়। এই র‍্যালিতে প্রার্থী ছাড়াও ছিলেন দলের বিধায়ক অসিত মিত্র।

উলুবেড়িয়া, ১ এপ্রিল : "লোকসভা নির্বাচনে বাংলাকে বিশেষ টার্গেট করেছে BJP।" বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি রোড শো আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন দিলীপ ঘোষ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী রাজ্যে ৭ টি সভা করবেন। BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৭ টি এবং যোগী আদিত্যনাথ ৮ টি সভা করবেন। প্রয়োজনে সভার সংখ্যা বাড়ানো হতে পারে। রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় BJP নেতা জনসভা করবেন।"

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে BJP কোনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। এই বিষয়ে তিনি বলেন, "প্রার্থী না ঘোষণা করলেই যে BJP পিছিয়ে পড়েছে সেই কথা ভুল। ঠিক সময়ে প্রার্থী ঘোষণা হবে।"

বিভিন্ন রাজনৈতিক দল প্রলোভন দেখিয়ে জনগণের থেকে ভোট চাইছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। রোজই অভিযোগ করা হচ্ছে।"

আজকের রোড শো-তে দিলীপ ঘোষ ছাড়াও ছিলেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়, BJP-র হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক। রোড শো ৬ নম্বর জাতীয় সড়কের যদুরবেড়িয়া মোড় থেকে বৃন্দাবনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যায়।

আজ বিকেলে উলুবেড়িয়া শহরে কংগ্রেস তাদের প্রার্থী সোমারানিশ্রী রায়ের সমর্থনে একটি র‍্যালি বের করে। উলুবেড়িয়া স্টেশন থেকে র‍্যালিটি জেটিঘাটা পর্যন্ত যায়। এই র‍্যালিতে প্রার্থী ছাড়াও ছিলেন দলের বিধায়ক অসিত মিত্র।

sample description
Last Updated : Apr 1, 2019, 11:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.