চ্য়াটার্জিহাট, 11 এপ্রিল : তৃণমূল নেতাকে হামলার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া পৌরনিগমের 44 নম্বর ওয়ার্ডে । ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পার্থ বোসকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ।
তৃণমূল সূত্রের খবর, আজ দুপুর বারোটা নাগাদ নির্বাচনী কার্যালয়ে কাজ করছিলেন পার্থ বোস । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরও দলীয় কর্মীরা । এই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে নির্বাচনী কার্যালয়ে ঢুকে পড়ে । অভিযোগ, আগ্নেয়াস্ত্র দিয়ে পার্থ বোসের উপরে হামলার চেষ্টা করে তারা । দলীয় কার্যালয়ে উপস্থিত অন্যান্য তৃণমূল কর্মীরা তাদের বাধা দেওয়ায় বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এরপরই এই ঘটনার প্রতিবাদে চ্যাটার্জিহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস । দীর্ঘ সময় থানার ওসিকে ঘেরাও করে বিক্ষোভ চলে । তৃণমূল সমর্থকদের দাবি, অবিলম্বে এই হামলার সঙ্গে যুক্ত দোষীদের গ্রেফতার করতে হবে ।
আরও পড়ুন : নির্বাচন কমিশনের প্রতি বাংলার মানুষের আস্থা-ভরসা চলে গেছে: অধীর চৌধুরী
ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ । সূত্রের খবর, এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুষ্কৃতীদের গতিবিধির খোঁজ পেতে চাইছে পুলিশ । যদিও এই বিষয়ে বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷