ETV Bharat / state

বামফ্রন্টকে ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনও পথ নেই : শ্রীলেখা - সিপিআইএম

প্রচারে নেবে শ্রীলেখা বলেন, "বামপন্থীদের মানুষ ঘৃণা করতে পারে, ভালোবাসতে পারে কিন্তু উপেক্ষা করতে পারবে না । তিনি অভিযোগের সুরে জানান, " আগে কোনও মিডিয়া বামেদের কথা প্রচার করত না । কিন্তু ব্রিগেডের জনসমাবেশের পর এখন করতে বাধ্য হচ্ছে ।"

সিপিআইএমের প্রচারে অভিনেত্রী  শ্রীলেখা মিত্র
সিপিআইএমের প্রচারে অভিনেত্রী শ্রীলেখা মিত্র
author img

By

Published : Mar 20, 2021, 4:23 PM IST

বালি, 20 মার্চ : বালি বিধানসভার কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের সঙ্গে প্রচারে পা মেলালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । বালি বিধানসভা কেন্দ্রের বাদামতলা এলাকায় টোটোয় চেপে ও হেঁটে প্রচার করেন তিনি । প্রচারে তিনি বলেন, বামেদের ফিরিয়ে আনাই একমাত্র রাস্তা । এই নির্বাচনে প্রকৃত পরিবর্তন মানুষ করবে বলে তিনি আত্মপ্রত্যয়ী ।

তিনি জানান, বামপন্থীদের মানুষ ঘৃণা করতে পারে, ভালোবাসতে পারে কিন্তু উপেক্ষা করতে পারবে না । তিনি অভিযোগের সুরে বলেন, " আগে কোনও মিডিয়া বামেদের কথা প্রচার করত না । কিন্তু ব্রিগেডের জনসমাবেশের পর এখন করতে বাধ্য হচ্ছে ।" তিনি আরো বলেন, বামফ্রন্টকে ফিরিয়ে আনা ছাড়া আর অন্য কোনও পথ নেই । নাহলে আগামীদিনে সাংঘাতিক দিন আসবে । "

শ্রীলেখাকে পাশে রেখে হাল্লাবোলের স্লোগানে প্রচারে ঝড় তুলেছেন জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী দীপ্সিতা । বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি । নিয়ে নেন আশীর্বাদ ।

সিপিআইএমের প্রচারে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

আরও পড়ুন : বাংলায় সরকার গড়বে বিজেপি, তৃণমূল তৃতীয় স্থানে : অর্জুন

প্রচারের ফাঁকেই শ্রীলেখা বলেন , " আমি একজন অভিনেত্রী, তারকা নই । " একইসঙ্গে তিনি বলেন , "দীপ্সিতার মতো তরুণ প্রজন্মের মানুষরাই পারবে হাল ফেরাতে । কারণ তাঁদের শিরদাঁড়া এখনো সোজা।" একইসঙ্গে তিনি বলেন, "আমাদের মতন অনেকেই আছেন যাঁরা টাকার লোভে বিক্রি হয়ে যাননি , আমাকেও নানান প্রলোভন দেওয়া হয়েছিল , মাথা উঁচু করে বাঁচতে গেলে কিছু দাম তো দিতেই হবে । তাই আমার মন যাতে সাই দিয়েছে আমি সেই কাজই করেছি । নিজেকে বিকিয়ে দিইনি । " বাংলার হাল ফেরাতে এবারে সংযুক্ত মোর্চার প্রার্থীদের বেছে নেবেন মানুষ বলেই তিনি আশাবাদী ।

বালি, 20 মার্চ : বালি বিধানসভার কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের সঙ্গে প্রচারে পা মেলালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । বালি বিধানসভা কেন্দ্রের বাদামতলা এলাকায় টোটোয় চেপে ও হেঁটে প্রচার করেন তিনি । প্রচারে তিনি বলেন, বামেদের ফিরিয়ে আনাই একমাত্র রাস্তা । এই নির্বাচনে প্রকৃত পরিবর্তন মানুষ করবে বলে তিনি আত্মপ্রত্যয়ী ।

তিনি জানান, বামপন্থীদের মানুষ ঘৃণা করতে পারে, ভালোবাসতে পারে কিন্তু উপেক্ষা করতে পারবে না । তিনি অভিযোগের সুরে বলেন, " আগে কোনও মিডিয়া বামেদের কথা প্রচার করত না । কিন্তু ব্রিগেডের জনসমাবেশের পর এখন করতে বাধ্য হচ্ছে ।" তিনি আরো বলেন, বামফ্রন্টকে ফিরিয়ে আনা ছাড়া আর অন্য কোনও পথ নেই । নাহলে আগামীদিনে সাংঘাতিক দিন আসবে । "

শ্রীলেখাকে পাশে রেখে হাল্লাবোলের স্লোগানে প্রচারে ঝড় তুলেছেন জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী দীপ্সিতা । বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি । নিয়ে নেন আশীর্বাদ ।

সিপিআইএমের প্রচারে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

আরও পড়ুন : বাংলায় সরকার গড়বে বিজেপি, তৃণমূল তৃতীয় স্থানে : অর্জুন

প্রচারের ফাঁকেই শ্রীলেখা বলেন , " আমি একজন অভিনেত্রী, তারকা নই । " একইসঙ্গে তিনি বলেন , "দীপ্সিতার মতো তরুণ প্রজন্মের মানুষরাই পারবে হাল ফেরাতে । কারণ তাঁদের শিরদাঁড়া এখনো সোজা।" একইসঙ্গে তিনি বলেন, "আমাদের মতন অনেকেই আছেন যাঁরা টাকার লোভে বিক্রি হয়ে যাননি , আমাকেও নানান প্রলোভন দেওয়া হয়েছিল , মাথা উঁচু করে বাঁচতে গেলে কিছু দাম তো দিতেই হবে । তাই আমার মন যাতে সাই দিয়েছে আমি সেই কাজই করেছি । নিজেকে বিকিয়ে দিইনি । " বাংলার হাল ফেরাতে এবারে সংযুক্ত মোর্চার প্রার্থীদের বেছে নেবেন মানুষ বলেই তিনি আশাবাদী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.