ETV Bharat / state

বাজি পুড়িয়ে আনন্দে সমস্যা কোথায় ? প্রশ্ন দিলীপের - BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রবিবার রাত 9 টায় রাজ্যের মানুষ যেন অকাল দীপাবলি পালন করতে মেতে উঠেছিল । কিছু অত্যুৎসাহী মানুষের এমন কাজে সমালোচনার ঝড় বইছে সর্বত্র । যদিও এতে অন্যায়ের কিছু দেখছেন না BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

dilip_ghosh
dilip_ghosh
author img

By

Published : Apr 6, 2020, 5:16 PM IST

Updated : Apr 6, 2020, 5:26 PM IST

হাওড়া, 6 এপ্রিল: প্রদীপ বা মোমবাতি জ্বেলে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একতার বার্তা দিতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার পরিবর্তে বহু মানুষকে দেখা যায় অত্যুৎসাহী হয়ে বাজিপটকা নিয়ে মেতে উঠতে । রবিবার রাত 9টায় রাজ্যের মানুষ যেন অকাল দীপাবলি পালন করতে মেতে উঠেছিল । কিছু অত্যুৎসাহী মানুষের এমন কাজে সমালোচনার ঝড় বইছে সর্বত্র । যদিও এতে অন্যায়ের কিছু দেখছেন না BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই আতঙ্কের পরিবেশে মানুষ যদি বাজি ফাটিয়ে একটু আনন্দ করে থাকে তাতে বিরোধীদের কেন এত কষ্ট হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি ।

সোমবার BJP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উলুবেড়িয়ায় গিয়ে দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী আহ্বান দিলে দেশের কোটি কোটি মানুষ তাতে সাড়া দেন । যারা প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছিলেন তারাই এখন কারা বোম ফাটাল, কারা প্রদীপ জ্বালালে তা নিয়ে প্রশ্ন করছেন । কারা বোম ফাটিয়েছ সেটা পুলিশ তদন্ত করে দেখবে । আর এতে অন্যায়েরই বা কী আছে ? এতদিন মানুষ আতঙ্কে-ভয়ে হতাশ ছিল । তাই একটু আনন্দ করলে বিরোধীদের কষ্ট হচ্ছে কেন ?"

তিনি আরও বলেন, "লকডাউন যারা ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত । সারা দেশে লকডাউন ঠিকমতো পালন হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না । জানি আমাদের মুখ্যমন্ত্রী কী করছেন । পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে কোরোনা ।" পাশাপাশি তিনি দাবি করেন, "রাজ্যের সামগ্রিক পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে লকডাউনের মেয়াদ বাড়াতে হবে ।"

হাওড়া, 6 এপ্রিল: প্রদীপ বা মোমবাতি জ্বেলে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একতার বার্তা দিতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার পরিবর্তে বহু মানুষকে দেখা যায় অত্যুৎসাহী হয়ে বাজিপটকা নিয়ে মেতে উঠতে । রবিবার রাত 9টায় রাজ্যের মানুষ যেন অকাল দীপাবলি পালন করতে মেতে উঠেছিল । কিছু অত্যুৎসাহী মানুষের এমন কাজে সমালোচনার ঝড় বইছে সর্বত্র । যদিও এতে অন্যায়ের কিছু দেখছেন না BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই আতঙ্কের পরিবেশে মানুষ যদি বাজি ফাটিয়ে একটু আনন্দ করে থাকে তাতে বিরোধীদের কেন এত কষ্ট হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি ।

সোমবার BJP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উলুবেড়িয়ায় গিয়ে দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী আহ্বান দিলে দেশের কোটি কোটি মানুষ তাতে সাড়া দেন । যারা প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছিলেন তারাই এখন কারা বোম ফাটাল, কারা প্রদীপ জ্বালালে তা নিয়ে প্রশ্ন করছেন । কারা বোম ফাটিয়েছ সেটা পুলিশ তদন্ত করে দেখবে । আর এতে অন্যায়েরই বা কী আছে ? এতদিন মানুষ আতঙ্কে-ভয়ে হতাশ ছিল । তাই একটু আনন্দ করলে বিরোধীদের কষ্ট হচ্ছে কেন ?"

তিনি আরও বলেন, "লকডাউন যারা ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত । সারা দেশে লকডাউন ঠিকমতো পালন হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না । জানি আমাদের মুখ্যমন্ত্রী কী করছেন । পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে কোরোনা ।" পাশাপাশি তিনি দাবি করেন, "রাজ্যের সামগ্রিক পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে লকডাউনের মেয়াদ বাড়াতে হবে ।"

Last Updated : Apr 6, 2020, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.