হাওড়া, 9 মার্চ : অসুস্থ বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি ৷ বয়সের কারণে তাঁর বিভিন্ন শারীরিক সমস্যা ছিল । সপ্তাহখানেক ধরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন ৷ তার পরেই আজ সকালে 10টা নাগাদ স্বামী স্মরণানন্দ মহারাজকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে (Belur math President Swami Smaranananda Maharaj Admitted in Hospital) ৷ জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে ৷ তবে, স্বামীজির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় অক্সিজেন দিতে হয়নি ৷ তাঁকে চিকিৎসক অজয় সরকারের তত্ত্বাবধানে রাখা হয়েছে ৷
প্রসঙ্গত, বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে যেটূকু তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী সপ্তাহখানেক ধরে অসুস্থ ছিলেন মহারাজ স্বামী স্মরণানন্দজি ৷ এ দিন তাঁর শরীর আরও খারাপ হলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মহারাজ স্বামী স্মরণানন্দজির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ তাঁর স্নায়ুরোগের সমস্যা থাকায়, বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পরীক্ষা করবেন ৷ সামান্য শ্বাসকষ্টের সমস্যা থাকলেও, তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷
আরও পড়ুন : Belur Math to Reopen : 23 ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠের দরজা
জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকদের পরামর্শও নেওয়া হচ্ছে ৷ যেহেতু তাঁরাই নিয়মিত স্বামী স্মরণানন্দ মহারাজের চিকিৎসা করছিলেন ৷ প্রসঙ্গত, স্বামী স্মরণানন্দ মহারাজ বর্তমানে বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন ৷ তাঁর অসুস্থতার খবরে ভক্তরা উদ্বিগ্ন ৷ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া শুরু করেছেন সবাই ৷