বেলুড়, 5 মে : কোরোনা সংক্রমণের আশঙ্কায় ভক্তদের জন্য প্রবেশদ্বার বন্ধ রেখেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ । কিন্তু বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ । এবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়াল তারা । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য খুলে দিল অতিথিশালা ।
লকডাউন শুরু হওয়ার পর অভুক্তদের জন্য খাদ্যের সংস্থান করা হয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে । এবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অতিথিশালা খুলে দিল তারা । এখন ওই অতিথিশালায় 26 জন রয়েছেন । প্রত্যেকেই লিলুয়ার টি এল জয়সওয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত । লকডাউনের ফলে এই হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা বাড়ি ফিরতে পারছিলেন না । সেই কারণেই তাঁদের থাকার ব্যবস্থ করে বেলুড় মঠ কর্তৃপক্ষ ।
এবিষয়ে বেলুড় মঠের জেনেরাল সেক্রেটারি মহারাজ স্বামী শ্রী সুবিরানন্দ বলেন, "জেলা প্রশাসনের তরফে আমাদের কাছে আবেদন করা হয়েছিল । 45 জন স্বাস্থ্যকর্মীকে থাকার মতো জায়গা দিয়েছি । বেলুড় মঠ চত্বরের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে । ভবিষ্যতে প্রয়োজনে আরও সাহায্য করবে বেলুড় মঠ ।"