ETV Bharat / state

Clothes Distribution: দুর্গাপূজার আগে রেলের তরফে লাইসেন্সপ্রাপ্ত কুলিদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক - clothes distribute to licensed coolies

দুর্গাপূজার আগে পূর্ব রেলের তরফে লাইসেন্সপ্রাপ্ত কুলিদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক । পুজোর আগে রেলের উদ্যোগে খুশি রেল আধিকারিক থেকে কুলি সকলেই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 4:41 PM IST

হাওড়া, 28 সেপ্টেম্বর: পুজোর আগেই নয়া উদ্যোগ পূর্ব রেলের ৷ হাওড়া স্টেশনে থাকা লাইসেন্সপ্রাপ্ত কুলিদের দেওয়া হয়েছে নতুন ইউনিফর্ম ৷ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমেই এই সমস্ত কুলিদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের জন্য নির্দষ্ট পোশাক ৷ বুধবার ডিআরএম শ্রী সঞ্জীব কুমার এদিন হাওড়া স্টেশনের মোট 605 জন লাইসেন্সড পোর্টারদের মাথা পিছু 3টি করে নতুন ইউনিফর্ম তুলে দেন ।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মাত্র 26 দিন বাকি ৷ তারপরেই আপামর বাঙালি শারদ উৎসবে সামিল হবে । আর শারদীয়া মানেই চারিদিকে নতুন পোশাক কেনার ধূম । পুজোর মরশুমে এই সমস্ত কুলিদের কাজে আরও উৎসাহ দিতেই এই উদ্যোগ ৷ এই প্রসঙ্গেই, হাওড়া-খড়্গপুর শাখার ডিআরএম সঞ্জীব কুমার বলেন, "হাওড়া ডিভিশনের অধীনে থাকা হাওড়া স্টেশন-সহ অন্যান্য স্টেশনগুলির মোট 2350 জন লাইসেন্সড পোর্টারের হাতে মাথাপিছু 3টি করে ইউনিফর্ম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে । এরই অঙ্গ হিসেবে এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে আপাতত 605জনের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেওয়া হল ।"

আরও পড়ুন: পুজোর কেনাকাটার জন্য আসছে 'শপিং স্পেশাল' বাস, কবে থেকে শুরু পরিষেবা?

পুজার আগে নতুন পোশাক পেয়ে স্বভাবতই খুশি লাইসেন্সপ্রাপ্ত কুলির । নতুন পোশাক পরেই এবারের পূজায় আর পাঁচজন সাধারণ মানুষের মতো হাসিমুখেই পরিষেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা । পুজার আগে নতুন পোশাক দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শশিভূষণ ঠাকুর, রোহিত কুমার-সহ অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত কুলির । এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রেলের আধিকারিকরা ৷

হাওড়া, 28 সেপ্টেম্বর: পুজোর আগেই নয়া উদ্যোগ পূর্ব রেলের ৷ হাওড়া স্টেশনে থাকা লাইসেন্সপ্রাপ্ত কুলিদের দেওয়া হয়েছে নতুন ইউনিফর্ম ৷ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমেই এই সমস্ত কুলিদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের জন্য নির্দষ্ট পোশাক ৷ বুধবার ডিআরএম শ্রী সঞ্জীব কুমার এদিন হাওড়া স্টেশনের মোট 605 জন লাইসেন্সড পোর্টারদের মাথা পিছু 3টি করে নতুন ইউনিফর্ম তুলে দেন ।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মাত্র 26 দিন বাকি ৷ তারপরেই আপামর বাঙালি শারদ উৎসবে সামিল হবে । আর শারদীয়া মানেই চারিদিকে নতুন পোশাক কেনার ধূম । পুজোর মরশুমে এই সমস্ত কুলিদের কাজে আরও উৎসাহ দিতেই এই উদ্যোগ ৷ এই প্রসঙ্গেই, হাওড়া-খড়্গপুর শাখার ডিআরএম সঞ্জীব কুমার বলেন, "হাওড়া ডিভিশনের অধীনে থাকা হাওড়া স্টেশন-সহ অন্যান্য স্টেশনগুলির মোট 2350 জন লাইসেন্সড পোর্টারের হাতে মাথাপিছু 3টি করে ইউনিফর্ম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে । এরই অঙ্গ হিসেবে এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে আপাতত 605জনের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেওয়া হল ।"

আরও পড়ুন: পুজোর কেনাকাটার জন্য আসছে 'শপিং স্পেশাল' বাস, কবে থেকে শুরু পরিষেবা?

পুজার আগে নতুন পোশাক পেয়ে স্বভাবতই খুশি লাইসেন্সপ্রাপ্ত কুলির । নতুন পোশাক পরেই এবারের পূজায় আর পাঁচজন সাধারণ মানুষের মতো হাসিমুখেই পরিষেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা । পুজার আগে নতুন পোশাক দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শশিভূষণ ঠাকুর, রোহিত কুমার-সহ অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত কুলির । এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রেলের আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.