হাওড়া, 17 ফেব্রুয়ারি: কালো টাকা সাদা করতে গিয়ে লুঠ (Bantra robbery case) হয়েছে কোটি টাকা । মূল অভিযুক্ত লুঠের টাকা দিয়ে প্রেমিকাকে মোটা টাকার উপহার দিয়েছিল ৷ ব্যাঁটরা কাণ্ডে এমনই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এল হাওড়া সিটি পুলিশের হাতে ।
কালো টাকা সাদা করতে কয়েকজন এজেন্টকে ডেকে আলোচনা করাই কাল হয় ব্যাঁটরা এলাকার লোহা ব্যবসায়ীর । আলোচনা করতে আসার আগেই সেই টাকা লুঠ করার ছক কষে ফেলে তিন এজেন্ট । সেই মতো এক কোটি টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
লুঠ করা টাকা থেকে প্রেমিকাকে লক্ষাধিক টাকার বেশি দামি মোবাইল কিনে দেয় ব্যাঁটরা কাণ্ডে অন্যতম অভিযুক্ত ভিকি । শুধু তাই নয়, প্রেমিকার মাকে নতুন ফ্ল্যাট কেনার জন্য লক্ষাধিক টাকা অনলাইনে পাঠায় সে (main accused of Bantra robbery case) । পেশায় ডান্সবারের ডান্সার প্রেমিকাকে এরপর উত্তরপ্রদেশে তাঁর বাড়িতে পাঠিয়ে দেয় ভিকি । ব্যাঁটরা কাণ্ডে ধৃতদের জেরা করে এই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে ৷
আরও পড়ুন: Gold bar seized : লক্ষাধিক টাকার সোনার বার উদ্ধার হাওড়া স্টেশন থেকে, ধৃত 1
ভিকির প্রেমিকা মহিমা উত্তরপ্রদেশের বাসিন্দা । কলকাতার পানশালায় গান ও নাচ করতে গিয়ে কিছুদিন আগে ভিকির সঙ্গে আলাপ হয় তাঁর । দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । এরপর গত আট ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড এলাকার একটি লোহার গোডাউনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে । লোহার দোকান ও গোডাউনের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে কোটি টাকা লুঠ করে পালিয়ে যায় দুস্কৃতীরা ।
তদন্তে নেমে মূলত সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের শনাক্ত করেন তদন্তকারীরা । প্রাথমিক তদন্তে তাঁদের হাতে উঠে আসে বিশেষ কিছু তথ্য । সে দিন কালো টাকা সাদা করার জন্য বরাত দেওয়া হয়েছিল এজেন্টদের । তারাই দুস্কৃতীদের সুপারি দিয়ে ডাকাতির ছক কষে । লুঠ হয় এক কোটি টাকা । এখনও এই কাণ্ডে ফেরার বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।
আরও পড়ুন: Cash Recover in Howrah Station : হাওড়া স্টেশনে নগদ সাড়ে 10 লক্ষ টাকা-সহ গ্রেফতার 1