হাওড়া, 17 ডিসেম্বর: সংসদ ভবনে আক্রমণের 22 বছর পূর্তির দিনেই ফের লোকসভা অধিবেশন চলাকালীন হামলা ঘটে। আর এই হামলার দায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বলেই দাবি করলেন, রাজ্যের বাণিজ্যিক খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায় ৷
তিনি রবিবার বলেন, "বিজেপি সাংসদ এদেরকে সংসদ ভবনে ঢোকার জন্য পাশ দিয়েছিল, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নিক। আমরা এই ঘটনাতে সরাসরি বিজেপিকেই দায়ী করছি। ওই সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও মহুয়া মৈত্র এমন কোনও কাজ করেননি যে তার জন্য তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। আসলে মহুয়া স্পষ্টবাদী তাই তাঁকে কেন্দ্রীয় সরকার ভয় পায়। সে আবার তাঁর লোকসভা কেন্দ্র থেকে দ্বিগুন ভোটে জয়ী হয়ে আসবে।"
এছাড়াও তৃণমূল নেতৃত্বের সঙ্গে সংসদ ভবন কাণ্ডের মূল চক্রান্তকারী ললিতের ছবি প্রসঙ্গে মন্ত্রী দাবি করে বলেন, "এখন সবার হাতেই ক্যামেরাযুক্ত মোবাইল ফোন থাকে। কেউ যখন খুশি ছবি তুলতেই পারে, এটা বলা যায় না। যদিও সংসদ ভবনের নিরাপত্তা আরও শক্তপোক্ত হওয়া উচিৎ ছিল। যে কেউ হাতে স্মোক ক্যান নিয়ে ঢুকে পড়ছে। আমি তো এটাও শুনেছি তাদের নিজেদের গায়ে আগুন জ্বালানোর পরিকল্পনাও ছিল।" পাশাপাশি বিজেপি শিবিরের তোলা তৃণমূল মানেই চোর স্লোগানকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, "দেশবাসী জানে কারা চোর।" যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংসদের এখন শীতকালীন অধিবেশন চলছে। গত বুধবার ছিল অষ্টম দিন। ওইদিন পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়ে দুই ব্যক্তি। তাঁদের হাতে ছিল ক্যানিস্টার। সেখান থেকে হলুদ ধোঁয়া বেরোচ্ছিল! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
আরও পড়ুন: