ETV Bharat / state

Anish Khan Death Case : সিবিআই তদন্ত চাওয়ায় আনিশের দাদাকে প্রাণে মারার হুমকি - Anish Khan Death Case Update

আনিশ খানের রহস্যমৃত্যুতে নয়া বিতর্ক (Anish Khan Death Case) ৷ তাঁর দাদাকে খুনের হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে (Anish Khans brother receives death threat) ৷ আনিশের দাদা সাবির খান এমনটাই জানিয়েছেন ৷ তাঁদের সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসতে বলা হয়েছে ৷

Amta Student Leader Anish Khan Death
Murder Threat to Anish Khan Brother Sabir Over Phone Call
author img

By

Published : Feb 23, 2022, 10:41 AM IST

Updated : Feb 23, 2022, 12:57 PM IST

আমতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খানের দাদা সাবির খানকে খুনের হুমকির অভিযোগ (Anish Khan Death Case Update) ৷ আজ ভোরে সাবিরের মোবাইলে একটি অজানা নম্বর থেকে কল আসে ৷ সেই কলের উল্টোদিকে অজ্ঞাত পরিচয় এক ব্য়ক্তি সাবির খানকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ ৷

মৃত আনিশ খানের দাদা সাবির অভিযোগ করেছেন, ভোরবেলা তাঁর কাছে একটি কল আসে ৷ সেই কলে তাঁদের সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসতে হুমকি দেয় ফোন কলের উল্টোদিকে থাকা ওই ব্যক্তি ৷ তিনি অভিযোগ করেছেন, সিবিআই তদন্তের দাবি থেকে সরে না আসলে, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে (Murder Threat to Anish Khan Brother Sabir Over Phone Call) ৷ প্রসঙ্গত, গতকালই রাজ্য সরকার গঠিত সিটের আধিকারিকরা আনিশের বাবা সালেম খান এবং দাদা সাবির খানের সঙ্গে কথা বলে তদন্তে সহযোগিতার আবেদন করেছিলেন ৷ এমনকি সালেম খানের বয়ান চেয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, আনিশের বাবা বয়ান দিতে রাজি হননি ৷ তাঁরা সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন ৷

আনিশের দাদা সাবির খানের কাছে আসা হুমকি ফোন কল

আরও পড়ুন : Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান

আর তারপর আজ এই হুমকি ফোন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত আনিশ খানের দাদা ৷ তবে, কে বা কারা এই হুমকি কলের সঙ্গে যুক্ত তা পুরোটাই তদন্ত সাপেক্ষ ৷ যেহেতু আনিশের পরিবার পুলিশের সঙ্গে তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না ৷ ফলে এই হুমকি ফোনের সূত্র জানা যাবে কিনা ? তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে ৷ এ দিন আনিশের দ্বিতীয়বার ময়নাতদন্ত করার প্রস্তাব নিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করতে যায় আমতা থানার পুলিশ ৷ সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই ময়নাতদন্ত করতে চাইছে তদন্তকারীরা ৷ তাই আনিশের বাবার অনুমতি চাইতে যান আমতা থানার আধিকারিকরা ৷

সাবির খানের কাছে হুমকি দিয়ে আসা ফোন কলের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আমতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খানের দাদা সাবির খানকে খুনের হুমকির অভিযোগ (Anish Khan Death Case Update) ৷ আজ ভোরে সাবিরের মোবাইলে একটি অজানা নম্বর থেকে কল আসে ৷ সেই কলের উল্টোদিকে অজ্ঞাত পরিচয় এক ব্য়ক্তি সাবির খানকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ ৷

মৃত আনিশ খানের দাদা সাবির অভিযোগ করেছেন, ভোরবেলা তাঁর কাছে একটি কল আসে ৷ সেই কলে তাঁদের সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসতে হুমকি দেয় ফোন কলের উল্টোদিকে থাকা ওই ব্যক্তি ৷ তিনি অভিযোগ করেছেন, সিবিআই তদন্তের দাবি থেকে সরে না আসলে, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে (Murder Threat to Anish Khan Brother Sabir Over Phone Call) ৷ প্রসঙ্গত, গতকালই রাজ্য সরকার গঠিত সিটের আধিকারিকরা আনিশের বাবা সালেম খান এবং দাদা সাবির খানের সঙ্গে কথা বলে তদন্তে সহযোগিতার আবেদন করেছিলেন ৷ এমনকি সালেম খানের বয়ান চেয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, আনিশের বাবা বয়ান দিতে রাজি হননি ৷ তাঁরা সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন ৷

আনিশের দাদা সাবির খানের কাছে আসা হুমকি ফোন কল

আরও পড়ুন : Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান

আর তারপর আজ এই হুমকি ফোন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত আনিশ খানের দাদা ৷ তবে, কে বা কারা এই হুমকি কলের সঙ্গে যুক্ত তা পুরোটাই তদন্ত সাপেক্ষ ৷ যেহেতু আনিশের পরিবার পুলিশের সঙ্গে তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না ৷ ফলে এই হুমকি ফোনের সূত্র জানা যাবে কিনা ? তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে ৷ এ দিন আনিশের দ্বিতীয়বার ময়নাতদন্ত করার প্রস্তাব নিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করতে যায় আমতা থানার পুলিশ ৷ সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই ময়নাতদন্ত করতে চাইছে তদন্তকারীরা ৷ তাই আনিশের বাবার অনুমতি চাইতে যান আমতা থানার আধিকারিকরা ৷

সাবির খানের কাছে হুমকি দিয়ে আসা ফোন কলের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Last Updated : Feb 23, 2022, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.