ETV Bharat / state

রেশনে কম আটা দেওয়ার অভিযোগ, বিক্ষোভ সাঁকরাইলে

রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে । এবার হাওড়ার সাঁকরাইলে রেশনে দুর্নীতির অভিযোগ উঠল ৷

Howrah
হাওড়া
author img

By

Published : Apr 17, 2020, 5:09 PM IST

হাওড়া , 17 এপ্রিল : এবার রেশনে দুর্নীতির অভিযোগ উঠল হাওড়ার সাঁকরাইলের দুইল্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় । আজ আন্দুল স্টেশন সংলগ্ন একটি রেশন দোকানের মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা । অভিযোগ, পর্যাপ্ত পরিমাণ রেশন সামগ্রী তাঁদের দেওয়া হচ্ছে না । প্রাপ্য পরিমাণের তুলনায় অনেকটাই কম সামগ্রী পাচ্ছেন তাঁরা । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

মোহন্ত সাঁতরা নামে এক বাসিন্দার অভিযোগ, "রেশন দোকান থেকে কম পরিমাণে আটা দেওয়া হয়েছে । প্রাপ্য আটার পরিমাণ 11 কেজি 400 গ্রাম । কিন্তু যখন কার্ড নিয়ে রেশন তুলতে যাই, তখন দোকানের তরফে আমাকে মাত্র 10 কিলো আটা দেওয়া হয় । প্রতিবাদ করায় আমাকে প্রথমে 500 গ্রামের একটি প্যাকেট এবং পরে আরও 200 গ্রাম আটা দেওয়া হয় । কিন্তু তা সত্ত্বেও আমার আটা প্রাপ্য রয়েছে তা জানাই ৷ কিন্তু তারপরই ওই পরিমাণ আটা নিয়ে আমাকে চুপচাপ বাড়ি যাওয়ার হুমকি দেয় রেশনের দোকানদার ।"

রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার রেশনs দুর্নীতির অভিযোগ উঠছে । এবার সেই অভিযোগের তালিকায় নতুন সংযোজন হাওড়ার সাঁকরাইল এলাকা ।

হাওড়া , 17 এপ্রিল : এবার রেশনে দুর্নীতির অভিযোগ উঠল হাওড়ার সাঁকরাইলের দুইল্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় । আজ আন্দুল স্টেশন সংলগ্ন একটি রেশন দোকানের মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা । অভিযোগ, পর্যাপ্ত পরিমাণ রেশন সামগ্রী তাঁদের দেওয়া হচ্ছে না । প্রাপ্য পরিমাণের তুলনায় অনেকটাই কম সামগ্রী পাচ্ছেন তাঁরা । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

মোহন্ত সাঁতরা নামে এক বাসিন্দার অভিযোগ, "রেশন দোকান থেকে কম পরিমাণে আটা দেওয়া হয়েছে । প্রাপ্য আটার পরিমাণ 11 কেজি 400 গ্রাম । কিন্তু যখন কার্ড নিয়ে রেশন তুলতে যাই, তখন দোকানের তরফে আমাকে মাত্র 10 কিলো আটা দেওয়া হয় । প্রতিবাদ করায় আমাকে প্রথমে 500 গ্রামের একটি প্যাকেট এবং পরে আরও 200 গ্রাম আটা দেওয়া হয় । কিন্তু তা সত্ত্বেও আমার আটা প্রাপ্য রয়েছে তা জানাই ৷ কিন্তু তারপরই ওই পরিমাণ আটা নিয়ে আমাকে চুপচাপ বাড়ি যাওয়ার হুমকি দেয় রেশনের দোকানদার ।"

রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার রেশনs দুর্নীতির অভিযোগ উঠছে । এবার সেই অভিযোগের তালিকায় নতুন সংযোজন হাওড়ার সাঁকরাইল এলাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.