বেলুড়, 20 মে : করোনা টিকা দেওয়া নিয়ে চরম অব্যবস্থার ছবি দেখা গেল বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে । বৃহস্পতিবার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রায় 500রও বেশি মানুষকে ৷ গতকাল টিকা দেওয়ার কথা ঘোষণা করার পরই কড়া নিয়মবিধি অমান্য করেই হাসপাতালের বাইরে লাইন দিতে শুরু করেন স্থানীয়রা ৷ শিকেয় উঠে সামাজিক দূরত্ব ৷
জানা গিয়েছে, গতকাল টিকা দেওয়ার কথা ঘোষণার পর থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা ৷ নাইট কার্ফুর মধ্যে চূড়ান্ত অব্যবস্থা এবং গোলমালের খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ ৷ তারা এসে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে 100 জনকে কুপন দেয় । বলা হয়, ওই 100 জনই বৃহস্পতিবার ভ্যাকসিন পাবেন ৷ কিন্তু আজ সকালে 500 জনেরও বেশি মানুষ সামাজিক দূরত্ব উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে যান । ভিড় সামলাতে রীতিমত নাজেহাল হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
স্থানীয়দের অভিযোগ, কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই পুলিশ কিছু মানুষকে টিকার জন্য কুপন দিয়ে চলে গিয়েছে ৷ এরপরই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এরই মধ্যে গতকাল রাতে কেউ বা কারা হাসপাতালে তালা ভাঙার চেষ্টা করে বলেও সূত্র মারফত জানা গিয়েছে ৷
আরও পড়ুন : বন্ধ হল হাওড়ার জুটমিল, করোনা আবহে চরম বিপাকে এক হাজার শ্রমিক
প্রসঙ্গত, কোভিড টিকার অপ্রতুলতার অভিযোগ উঠেছে বারবার । রাজ্য সরকারের তরফে যে পরিমাণ টিকা চাওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে সেই পরিমাণ ডোজ পাঠানো হচ্ছে না বলে বারংবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলার বিভিন্ন টিকাকরণ কেন্দ্রগুলোতে দেখা গিয়েছে সাধারণ মানুষের লম্বা লাইন । রাত থেকে লাইন দিয়েও টিকা না পেয়ে দিনের পর দিন বাড়ি ফিরে গিয়েছেন বহু মানুষ । গোটা রাজ্যজুড়েই টিকা না পাওয়াকে কেন্দ্র করে বেড়েই চলেছে সাধারণ মানুষের ক্ষোভ । আপাতত যাঁরা কোভিডের প্রথম টিকা নিয়েছেন, শুধু তাঁদেরই কোভিডের দ্বিতীয় টিকা দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ।