হাওড়া, 14 সেপ্টেম্বর : উদ্ধার হল নগদ 45 লক্ষ টাকা ৷ ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে হাওড়ার জিএরপি পেট্রোলিং করার সময় পুরানো প্ল্যাটফর্মের 4 ও 5 নম্বর গেটের কাছে ব্যাগ-সমেত একজনকে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় তাদের । এরপর ওই ব্যক্তির কাছ থাকে এই টাকা পাওয়া যায় ৷
জানা গিয়েছে, ছত্তিশগড়ের কেন্দ্রীর বাসিন্দা ভাগীরথী সিনহা (48) সকালে হাওড়া স্টেশনে ঢুকলে, তাকে আটক করে জিআরপি ৷ স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে আধিকারিকদের সন্দেহ হয় ৷ খুলে দেখা যায় তাতে 45 লক্ষ 50 হাজার নগদ টাকা রয়েছে । এরপরে ভাগীরথী পালাবার চেষ্টা করে । জিআরপির কর্মীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে ।
আরও পড়ুন : Coal Scam-Moloy Ghatak : ইডি দফতরে আসতে পারবেন না, হোক ভিডিয়ো কনফারেন্স ; ইডিকে মলয় ঘটক
মোট 9 হাজারটি 500 টাকার নোট উদ্ধার হয় তার কাছ থেকে । এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করে কোনও সদুত্তর না মেলায় তাকে আটক করে আধিকারিকরা ৷ শুরু হয় জেরা পর্ব । তাও সঠিক কোনও উত্তর না পাওয়ায় ইনকাম ট্যাক্স বিভাগকে খবর দেওয়া হয় । ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা এলে তাদের সামনে তাকে বসিয়ে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু ভাগীরথী সিনহা উদ্ধার হওয়া টাকা সম্বন্ধে কোনও সঠিক তথ্য ও নথি পেশ না করতে পারেনি ৷ তখন তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয় । উদ্ধার হওয়া অর্থও তুলে দেওয়া হয় জিআরপির হাতে । এর আগে গত বছরের 10 ফেব্রুয়ারিতে হাওড়া স্টেশন থেকে উদ্ধার 24 লক্ষ টাকার রুপোর বাট । ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছিল পুলিশ ।