জগৎবল্লভপুর, 16 জুলাই : কোরোনাতে আক্রান্ত জগৎবল্লভপুর থানার OC দেবব্রত দাস । আরও 2 পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । সকলকে সঞ্জীবনী হাসপাতালে ভরতি করা হয়েছে । 3 দিন আগে তাঁর সোয়াব টেস্ট হয় । আজ সকালে পজ়িটিভ রিপোর্ট আসে । এই প্রথম জেলার কোনও OC কোরোনায় আক্রান্ত হলেন । এর আগে জগৎবল্লভপুর থানার 11 জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছিলেন । তবে বর্তমানে তাঁরা সবাই সুস্থ ।
অন্যদিকে, হাওড়া থানার 1 জন কনস্টেবল, 1 জন হোমগার্ড, 1 জন সিভিক ভলান্টিয়ার ও জেলাশাসকের বাংলোতে কর্তব্যরত 1 নিরাপত্তারক্ষী কোভিড হাসপাতালে চিকিৎসাধীন । উল্লেখ্য এই মুহূর্তে হাওড়া পুলিশ কমিশনারেটে 160 জনের বেশি পুলিশকর্মী আক্রান্ত ।
সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়ে চ্যাটার্জিহাট থানার 1 পুলিশ অফিসারের মৃত্যু হয় । এই সংক্রমণের ঘটনায় হাওড়া সিটি পুলিশ কর্মীরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ।
হাওড়া পৌরসভার ডেপুটি কমিশনার (2) সহ 12 জন কর্মী । এরপরই পৌরসভা বন্ধ করে দেওয়া হয় । শুধু স্বাস্থ্য ও জঞ্জাল বিভাগ ছাড়া বাকি সব বন্ধ রাখা হয়েছে। হাওড়া পৌরসভার সামনের রাস্তা, জেলা শাসকের বাংলোসহ কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে ।
কিছুদিন আগেও কনটেনমেন্ট জ়োনের সংখ্যাটা 56 । সরকার প্রদত্ত তথ্য অনুযায়ী একলাফে 86 টি জায়গাকে কনটেনমেন্ট হিসাবে চিহ্নিত করল রাজ্য প্রশাসন ।
এই মুহূর্তে কোরোনা আক্রান্তের সংখ্যা অনুযায়ী জেলার স্থান তৃতীয় । অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনার পরেই হাওড়া । শেষ 24 ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছে 151 জন । সবমিলিয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 4390 । মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 139 ।