ETV Bharat / state

ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1 - খাদিনান

নির্বাচনের পূর্বে খাদিনান ব্রিজের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 1 দুষ্কৃতী । ঘটনার তদন্তে হাওড়া গ্রামীন পুলিশ ।

ধৃত দুষ্কৃতি সেখ আজাদ
ধৃত দুষ্কৃতি সেখ আজাদ
author img

By

Published : Feb 26, 2021, 12:11 PM IST

হাওড়া , 26 ফেব্রুয়ারি : বহু মামলায় ফেরার আসামি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভোটের আগে । ধৃত দুষ্কৃতী শেখ আজাদ ওরফে অন্তু বাগনানের খাদিনানের বাসিন্দা । তার নামে অনেক পুরানো মামলা রয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে খাদিনান ব্রিজের কাছ থেকে শেখ আজাদ কে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ । আজাদের সঙ্গে থাকা তার দুই সঙ্গী সেখান থেকে পালিয়ে যায় । ধৃতের কাছ থেকে একটি লোডেড দেশী বন্দুক পাওয়া গেছে । আজাদকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে বাগনান থানার পুলিশ । এছাড়াও পলাতক দুই সঙ্গীর খোঁজ পেতে আজাদকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে ।

এদের সাথে অন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী দলের কোনওরকম যোগাযোগ আছে কি না এবং তার কাছে আরও আগ্নেয়াস্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে হাওড়া গ্রামীন পুলিশ । নির্বাচনের পূর্বে এ হেন ঘটনা স্বাভাবিকভাবেই সকলেরই চিন্তার কারণ হয়ে উঠেছে ।

হাওড়া , 26 ফেব্রুয়ারি : বহু মামলায় ফেরার আসামি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভোটের আগে । ধৃত দুষ্কৃতী শেখ আজাদ ওরফে অন্তু বাগনানের খাদিনানের বাসিন্দা । তার নামে অনেক পুরানো মামলা রয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে খাদিনান ব্রিজের কাছ থেকে শেখ আজাদ কে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ । আজাদের সঙ্গে থাকা তার দুই সঙ্গী সেখান থেকে পালিয়ে যায় । ধৃতের কাছ থেকে একটি লোডেড দেশী বন্দুক পাওয়া গেছে । আজাদকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে বাগনান থানার পুলিশ । এছাড়াও পলাতক দুই সঙ্গীর খোঁজ পেতে আজাদকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে ।

এদের সাথে অন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী দলের কোনওরকম যোগাযোগ আছে কি না এবং তার কাছে আরও আগ্নেয়াস্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে হাওড়া গ্রামীন পুলিশ । নির্বাচনের পূর্বে এ হেন ঘটনা স্বাভাবিকভাবেই সকলেরই চিন্তার কারণ হয়ে উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.